পুরভোটে নজরবন্দি পাঁশকুড়া |
ওয়ার্ড ১৫ |
গড়পুরুষোত্তমপুর উত্তর, দক্ষিণ, পূর্ব পাড়া নিয়ে গঠিত হয়েছে এই ওয়ার্ড। ভোটার ২১১৯। বুথ ২টি। |
রাস্তা কেমন |
ওয়ার্ডের কিছু অংশে পাকা রাস্তার কাজ হয়েছে। অধিকাংশ রাস্তাই মোরাম ও ইটের। |
জলের হাল |
১৪টি সাব-মার্সিবল পাম্প। কিছু অংশে পাইপলাইন-সহ ট্যাপকল আছে। তবে চাহিদার তুলনায় কম। |
পথবাতি |
কিছু অংশে পথবাতি রয়েছে। তবে পথবাতির কাজ অনেকটাই বাকি। |
নিকাশি |
কাঁসাইয়ের ফেরিবাঁধ নিচু। বন্যায় ভাঙার আশঙ্কা থাকে। বেশিরভাগ নিকাশি নালাই কাঁচা। |
সাফাই |
জঞ্জাল সাফাইয়ের কোনও বন্দোবস্ত নেই। যত্রতত্র নোংরা-আবর্জনা পড়ে থাকে। |
বিশেষ চাহিদা |
পাকা রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন। |
নাগরিকের চোখে |
রাস্তা, জলের কিছু কাজ হয়েছে। কাউন্সিলর তেমন কিছু করেননি।
শেখ সোহরাব, ছাত্র। |
কাউন্সিলর বলেন |
ওয়ার্ডটি প্রত্যন্ত গ্রামীণ এলাকায়। যতটা সম্ভব উন্নয়ন করেছি।
মালেকা বিবি, কংগ্রেস। |
বিরোধী মত |
গ্রামীণ ওয়ার্ড হিসেবে যতটা উন্নয়ন দরকার তার কিছুই হয়নি। কাউন্সিলর ব্যর্থ।
শেখ বদরুদোজা, সিপিএম। |
|
ওয়ার্ড ১৬ |
রূপদয়পুর, চাঁপাডালি, বেলুন, বাহারগ্রামের আংশিক এলাকা নিয়ে এই ওয়ার্ড। ভোটার ২৮৬৪। বুথ ৩টি। মহিলা সংরক্ষিত। |
রাস্তা কেমন |
ওয়ার্ডের প্রধান রাস্তা আংশিক ঢালাই হয়েছে। তবে বেশিরভাগ রাস্তাই মোরাম ও ইটের। |
জলের হাল |
বেশ কয়েকটি সাব-মার্সিবল পাম্প ও নলকূপ থাকলেও এলাকায় জল-সঙ্কট রয়েছে। |
পথবাতি |
কিছু অংশে পথবাতি থাকলেও বেশিরভাগ এলাকাই সন্ধের পর অন্ধকারে ডুবে যায়। |
নিকাশি |
অধিকাংশ এলাকাই নিকাশি ব্যবস্থাহীন। তবে কিছু নিকাশি নালার একাংশ পাকা হয়েছে। |
সাফাই |
জঞ্জাল সাফাইয়ের ব্যবস্থা নেই। যত্রতত্র জঞ্জাল ফেলা হয়। |
বিশেষ চাহিদা |
পাকা রাস্তা ও নিকাশির উন্নয়ন। |
নাগরিকের চোখে |
বাম আমলে কাজ হয়েছিল। গত ৫ বছরে কাউন্সিলর উদ্যোগী ছিলেন না।
শেখ সেলিমউদ্দিন, ব্যবসায়ী। |
কাউন্সিলর বলেন |
কাউন্সিলর বিরোধী দলের হওয়ায় বঞ্চনা হয়েছে। তা-ও কাজ করেছি।
জাহেনুর মহম্মদ, সিপিএম। |
বিরোধী মত |
কাউন্সিলর কিছুই করেননি। যেটুকু কাজ হয়েছে পুরবোর্ডের উদ্যোগে।
মুক্তারা বিবি, তৃণমূল। |
|
ওয়ার্ড ১৭ |
জদড়া, তিলন্দপুর, পশ্চিম কল্লা, ভবানীপুর নিয়ে তৈরি হয়েছে এই ওয়ার্ড। ভোটার ১৬২৬। বুথ ২টি। |
রাস্তা কেমন |
কিছু রাস্তা ঢালাইয়ের। তবে ওয়ার্ডের অধিকাংশ রাস্তাই মোরাম ও ইটের। |
জলের হাল |
পঞ্চায়েত আমল থেকে পানীয় জলপ্রকল্প আছে। কয়েকটি সাব-মার্সিবল পাম্পও বসেছে। |
পথবাতি |
পাকা সড়ক-সহ কিছু রাস্তায় আলো থাকলেও বেশিরভাগ এলাকাই পথবাতিহীন। |
নিকাশি |
নিকাশি নালার কিছু অংশ পাকা। কাঁসাইয়ের বাঁধ ভেঙে বন্যার আশঙ্কা থাকে। |
সাফাই |
জঞ্জাল সাফাইয়ের কোনও বন্দোবস্ত নেই। যত্রতত্র নোংরা-আবর্জনা পড়ে থাকে। |
বিশেষ চাহিদা |
পাকা রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন |
নাগরিকের চোখে |
রাস্তা-পথবাতির কাজ হয়েছে। নিকাশি বেহাল। কাউন্সিলর চেষ্টা করেছেন।
সনজিৎ সাবুদ, বেসরকারি কর্মী। |
কাউন্সিলর বলেন |
পাম্প বসিয়েছি। প্রাথমিক স্কুল হয়েছে। বঞ্চনার মধ্যেও কাজ করেছি।
নকুল চাউলিয়া, সিপিএম। |
বিরোধী মত |
বাম আমলে উন্নয়ন হয়নি। গত ৫ বছরে যা কাজ হয়েছে তাতে কাউন্সিলার নিষ্ক্রিয়।
অনন্ত চাউলিয়া, তৃণমূল। |
|