l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• সরে যাচ্ছেন এবি বর্ধন
• ফের বাড়তে পারে পেট্রোলের দাম
• কলকাতা হাইকোর্টে নির্দেশিকার চ্যালেঞ্জ ডানলপের
বিস্তারিত...
ব্লক-ভিত্তিক থানার পক্ষে মত পুলিশের
কিংশুক গুপ্ত •
ঝাড়গ্রাম
ঝাড়গ্রামকে আলাদা জেলা করা হলে মাওবাদী মোকাবিলার পাশাপাশি, প্রশাসনিক কাজের সুবিধার জন্য জঙ্গলমহলের ৮টি ব্লক ও ৯টি থানার পুনর্গঠন ও পুনর্বিন্যাসের জন্য রাজ্যকে প্রস্তাব দিচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। এ ক্ষেত্রে ব্লক-ভিত্তিক থানা করার কথাই বলছে পুলিশ। প্রস্তাবিত ঝাড়গ্রাম জেলা গঠনের ব্যাপারে সম্প্রতি ঝাড়গ্রাম জেলা পুলিশেরও মত চেয়েছে রাজ্য সরকার। গত শনিবার ঝাড়গ্রাম জেলা পুলিশের সদর দফতরে ঝাড়গ্রাম পুলিশ জেলার অন্তর্গত ৮টি থানার আইসি এবং ওসিদের ডেকে পাঠানো হয়। এসপি গৌরব শর্মার পৌরোহিত্যে ওই বৈঠকে থানা-ভিত্তিক অফিসারদের বক্তব্য জানতে চাওয়া হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার গৌরব শর্মা বলেন, “দু’এক দিনের মধ্যেই জেলাশাসকের কাছে প্রস্তাব পাঠানো হবে।” জেলা পুলিশ সূত্রের খবর, শনিবারের বৈঠকে ৮টি থানার অফিসারদের তরফে দেওয়া প্রস্তাবে ঝাড়গ্রাম মহকুমাকে জেলা করার পক্ষেই মত দেওয়া হয়েছে। বর্তমান ঝাড়গ্রাম মহকুমায় রয়েছে ৯টি থানা (ব্লকের সংখ্যা ৮টি)।
বিস্তারিত...
এই সংক্রান্ত আরও খবর...
• ঝাড়গ্রাম জেলায় সম্মত বামেরা চায় ৩ মহকুমা
বকেয়া পাওয়ার আশায় খুশি ডানলপ কর্মীরা
নিজস্ব সংবাদদাতা • সাহাগঞ্জ
আদালতের রায়ে ডানলপের শ্রমিকেরা খুশি। দীর্ঘদিন বন্ধ থাকা সাহাগঞ্জের ডানলপ কারখানার শ্রমিকরা মনে করছেন, হাইকোর্টের রায়ে তাঁদের বকেয়া পাওনা হাতে আসার পথ খুলে গেল। ২০০৯ সালের ডিসেম্বর মাসে বন্ধ কারখানার দরজা খোলার পরে বার বার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ উৎপাদন সে ভাবে শুরু করেননি। শ্রমিকদের আশঙ্কা ছিল, উৎপাদনে গতি না এলে কারখানার দরজা ফের বন্ধ হয়ে যেতে পারে। সেই আশঙ্কা যে অমূলক ছিল না, পরের ৩ বছরের পরিস্থিতি তা-ই প্রমাণ করেছে। ২০১১ সালের ৮ অক্টোবর কারখানা ফের বন্ধ হয়ে যায়। ডানলপের হোস-পাইপ বিভাগে ১৯ বছর ধরে কর্মী ছিলেন উত্তম শীল। তিনি বলেন, “পিএফ, গ্র্যাচুইটি এবং অন্যান্য বকেয়া মিলিয়ে কমপক্ষে আড়াই লক্ষ টাকা আমার পাওনা রয়েছে। হাইকোর্টের রায়ে আমি খুশি। অনেকেই আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বকেয়া পাইনি। এ বার আশা করছি, তা পেতে পারি।”
বিস্তারিত...
হিউয়েন সাং কথিত বিহারের খোঁজ দাঁতনে
অমিত কর মহাপাত্র • দাঁতন
চিনা পরিব্রাজক হিউয়েন সাং দক্ষিণবঙ্গে যে বৌদ্ধ মহাবিহারগুলির কথা বলেছিলেন, তারই কোনও একটির খোঁজ মিলেছে বলে অনুমান করছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের কাছে মোগলমারিতে আবিষ্কৃত এই বৌদ্ধ প্রত্নস্থলটিতে খননকার্যের দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিভাগীয় প্রধান অশোক দত্ত। ষষ্ঠ বার উৎখননের পরে তিনি বলেন, “হিউয়েন সাং তাম্রলিপ্ত বন্দরের কাছে যে ১০টি মহাবিহারের কথা বলেছেন, তার সঙ্গে এই বিহারটির মিল আছে। এই এলাকায় এবং এত প্রাচীন আর কোনও বিহার পাওয়া যায়নি।” তবে এখনও ‘বিহার’টির কোনও নামমুদ্রা পাওয়া যায়নি। এত বড় ‘বিহার’ অবশ্য বাংলায় কমই পাওয়া গিয়েছে। মূল বৌদ্ধ মন্দিরটির প্রস্থ ও দৈর্ঘ্য ৬০ মিটার করে।
বিস্তারিত...
লক্ষ্মণের কলেজে ভবিষ্যৎ
নিয়ে ঘোর চিন্তায় পড়ুয়ারা
দেবমাল্য বাগচি • হলদিয়া
অর্ধেক পড়ুয়া কলেজে আসা বন্ধ করেছেন। নিয়মিত ফি-ও জমা দিচ্ছেন না। টান পড়ছে ভাঁড়ারে। আটকে যাচ্ছে অনেক শিক্ষক-আধিকারিকের মাস-মাইনেও। তাঁরাও অনিয়মিত হয়ে পড়ছেন। কিছু ছাত্রছাত্রী এখনও ক্ষীণ আশা নিয়েই কলেজে আসছেন। কিন্তু তাঁরাও বুঝতে পারছেন না, গোটাটাই পণ্ডশ্রম কি না! শিক্ষাবর্ষ নষ্ট হচ্ছে কি না! এ ছবি সিপিএম নেতা লক্ষ্মণ শেঠের স্বেচ্ছাসেবী সংস্থা ‘আইকেয়ার’ পরিচালিত হলদিয়ার বি সি রায় মেডিক্যাল কলেজের। নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে সিআইডি-র হাতে লক্ষ্মণবাবু ধরা পড়ার পরে পড়ুয়া-অভিভাবক, শিক্ষক-আধিকারিকদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে এখন ঘোর অনিশ্চয়তা। সব চেয়ে দুশ্চিন্তায় পড়ুয়ারা। কারণ, উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নেই মোটা টাকা ‘ক্যাপিটেশন ফি’ দিয়ে তাঁরা ভর্তি হয়েছিলেন ওই বেসরকারি মেডিক্যাল কলেজে। বর্তমানে কলেজের অনেক পড়ুয়াই যে ফি দেওয়া বন্ধ করেছেন এবং তাতে শিক্ষকদের বেতন আটকাচ্ছে তা মেনে নিয়েছেন প্রশাসনিক আধিকারিক শ্রীমন্ত বসু।
বিস্তারিত...
দুই অশোকের ‘স্বীকারোক্তি’তে
অগ্রগতিই দেখছে সিআইডি
নিজস্ব সংবাদদাতা • নন্দীগ্রাম ও কলকাতা
২০০৭-এর ৪ নভেম্বর খেজুরির কলাগেছিয়ায় লক্ষ্মণ শেঠের উপস্থিতিতেই দলীয় কার্যালয়ে বৈঠক করেছিল সিপিএম। তদন্ত-দলের সঙ্গে সোমবার সেই কলাগেছিয়া লোকাল কমিটির অফিসে পৌঁছে ধৃত সিপিএম নেতা অশোক গুড়িয়া এমনই কবুল করেছেন সিআইডি-র কাছে। এই ‘স্বীকারোক্তি’ ‘তাৎপর্যপূণর্’ বলে দাবি সিআইডি-র। কেননা, নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডের চার্জশিটে সিআইডি-র দাবি, কলাগেছিয়ার বৈঠক থেকেই ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির উপরে আক্রমণের ছক কষা হয়। তাঁকে নিয়ে সিপিএম পার্টি অফিসের ভিতরে চলে যায় সিআইডি-র দল। পরের কথোপকথন শোনা যায়নি। অশোকবাবুর সঙ্গেই সিআইডি হেফাজতে থাকা প্রাক্তন সিপিএম বিধায়ক অমিয় সাউ অবশ্য দাবি করেন, তিনি কলাগেছিয়া পার্টি অফিসে কখনও আসেননি। বৈঠকের কথাও তাঁর জানা নেই। এমনকী, ওই অফিসের ভিতরে ঢুকতেও প্রাথমিক ভাবে অস্বীকার করেন তিনি।
বিস্তারিত...
ডিপিএসসি-র তাপবিদ্যুৎ
কেন্দ্রে স্বেচ্ছাবসর, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
ইসিএলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে চলায় আসানসোলের চিনাকুড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রায় দেড়শো শ্রমিক-কর্মীকে স্বেচ্ছাবসরের নোটিস দিয়েছে ডিসেরগড় পাওয়ার সাপ্লাই কর্পোরেশন (ডিপিএসসি)। ওই শ্রমিক-কর্মীদের গড় বয়স ৪৫ বছরের আশপাশে। সোমবার থেকে তাঁরা বর্ধমানের ওই বিদ্যুৎকেন্দ্রের গেটে ধর্না-অবস্থান শুরু করেছেন। তবে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের বক্তব্য, তাঁদের সামনে কোনও রাস্তা নেই। ১৯৯১-এ বর্ধমানের ডিসেরগড়ে ৩০ মেগাওয়াটের ওই বিদ্যুৎকেন্দ্র গড়ে ইসিএল। বাৎসরিক ভাড়ায় সেটি ডিপিএসসি-কে ২০ বছরের লিজ দেওয়া হয়। এ জন্য ইসিএলই কয়লা দিত এবং রোজ ২০ মেগাওয়াট বিদ্যুৎ নিত। গত ৩১ মার্চ ফের এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়। আগামী ৩১ মার্চ সেই সময়সীমাও শেষ হয়ে যাচ্ছে। নতুন করে লিজ দেওয়ার জন্য ইতিমধ্যে ‘গ্লোবাল টেন্ডার’ও ডেকেছে ইসিএল।
বিস্তারিত...
পুর-পানীয় জলে পোকা, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • হাওড়া
দোলের দিন বিকেলে কল খুলতেই বেরিয়েছিল রঙিন জল। কয়েক দিন পরে এল দুর্গন্ধে ভরা জল। তারও কয়েক দিন পরে জলের সঙ্গে বেরিয়ে এসেছিল নানা রকম পোকামাকড়। হাওড়া পুরসভার সরবরাহ করা পানীয় জলের সঙ্গে নর্দমার জল মিশে যাওয়ায় গত ১৫ দিন ধরে এমনই হাল হয়েছে ২৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায়। ওই বিষাক্ত জল খেয়ে অন্তত ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন। আতঙ্কিত বাসিন্দারা ওই জল খাওয়া বন্ধ করে দেওয়ায় সংক্রমণ আর বেশি ছড়ায়নি। তবে, গোটা এলাকায় পানীয় জলের হাহাকার ভয়াবহ আকার নিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, গোটা ঘটনাটি জানিয়ে পুরসভার কাছে বারবার দরবার করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রবিবার গভীর রাতে ওই ওয়ার্ডের বাসিন্দা, মধ্য হাওড়া আইএনটিইউসি-র সভাপতি শৈলেশ রায় সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
বিস্তারিত...
তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা রামপুরহাটে
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট
উপ-পুরপ্রধানের ‘উদ্ধত’ আচরণের প্রতিবাদ না করার অভিযোগ তুলে রামপুরহাট পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন ৬ কাউন্সিলর। সোমবার তৃণমূল পরিচালিত রামপুরহাটের পুরপ্রধান নির্মল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব মহকুমাশাসকের কাছে জমা দিয়েছেন ওই কাউন্সিলররা। তাঁদের অভিযোগ, উপপুরপ্রধান তৃণমূলের আব্বাস হোসেন কোনও কাউন্সিলরকে গুরুত্ব দেন না। তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ সব দেখেও ব্যবস্থা নেন না পুরপ্রধান। তাই এ দিন মহকুমাশাসকের কাছে অনাস্থার প্রস্তাব পাঠিয়েছেন নির্দলের তিন, বিজেপির দুই ও ফরওয়ার্ড ব্লকের এক কাউন্সিলর। ভারপ্রাপ্ত মহকুমাশাসক মহম্মদ ইব্রাহিম বলেন, “অনাস্থা প্রস্তাব জমা পড়েছে। নিয়ম অনুযায়ী পুরপ্রধানকে ১৫ দিনের মধ্যে আস্থা প্রমাণের সভা ডাকতে হবে। তা না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” নির্মলবাবু বলেন, “তাঁদের অনাস্থা প্রস্তাব জমা নিয়েছি। আইনগত দিক খতিয়ে দেখে আমি আস্থা প্রমাণের সভা ডাকব।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
‘মারধর’ হোমে , পালিয়েও
ফের হোমেই বালিকা
আদালতে আত্মসমর্পণ,
জামিন টিএমসিপি নেতার
দক্ষিণবঙ্গ
খানাখন্দে ভরা ২৫
কিলোমিটার দুঃস্বপ্ন
নিত্যযাত্রীদের কাছে
‘ব্রিদিং অ্যাপারেটস’-এর
বদলে মুখে ভিজে গামছা
বেঁধে কাজ করেন কর্মীরা
বর্ধমান
সেচখাল পেরনোর সেতু
নেই, ভরসা বালির বস্তা
বেহাল সিগন্যাল, ভয়ের
যাতায়াত জাতীয় সড়কে
পুরুলিয়া
পুরুলিয়ায় দুর্ঘটনায়
মৃত ৬, আহত ৩
ওভারলোড ট্রাকে
ভাঙল সেতু, বিক্ষোভ
মুর্শিদাবাদ
কীটনাশক খেয়ে
আত্মঘাতী চাষি
যানজট-আবর্জনায়
বেহাল বড়ুয়া মোড়
মেদিনীপুর
মহিলাদের উপর
হামলা, সরব সমিতি
অশান্তির জের, দুর্গাপুরে
সরে গেল সিআইএফ
কলকাতা
৩৭.০ /২৫.২
আজকের দিনে
•
বিশ্ব নাট্য দিবস।
• ১৯৬৮:
রাশিয়ার নভশ্চর
ইউরি গ্যাগারিনের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.