First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem

আজকের শিরোনাম...
• সরে যাচ্ছেন এবি বর্ধন
• ফের বাড়তে পারে পেট্রোলের দাম
• কলকাতা হাইকোর্টে নির্দেশিকার চ্যালেঞ্জ ডানলপের
ব্লক-ভিত্তিক থানার পক্ষে মত পুলিশের
ঝাড়গ্রামকে আলাদা জেলা করা হলে মাওবাদী মোকাবিলার পাশাপাশি, প্রশাসনিক কাজের সুবিধার জন্য জঙ্গলমহলের ৮টি ব্লক ও ৯টি থানার পুনর্গঠন ও পুনর্বিন্যাসের জন্য রাজ্যকে প্রস্তাব দিচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। এ ক্ষেত্রে ব্লক-ভিত্তিক থানা করার কথাই বলছে পুলিশ। প্রস্তাবিত ঝাড়গ্রাম জেলা গঠনের ব্যাপারে সম্প্রতি ঝাড়গ্রাম জেলা পুলিশেরও মত চেয়েছে রাজ্য সরকার। গত শনিবার ঝাড়গ্রাম জেলা পুলিশের সদর দফতরে ঝাড়গ্রাম পুলিশ জেলার অন্তর্গত ৮টি থানার আইসি এবং ওসিদের ডেকে পাঠানো হয়। এসপি গৌরব শর্মার পৌরোহিত্যে ওই বৈঠকে থানা-ভিত্তিক অফিসারদের বক্তব্য জানতে চাওয়া হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার গৌরব শর্মা বলেন, “দু’এক দিনের মধ্যেই জেলাশাসকের কাছে প্রস্তাব পাঠানো হবে।” জেলা পুলিশ সূত্রের খবর, শনিবারের বৈঠকে ৮টি থানার অফিসারদের তরফে দেওয়া প্রস্তাবে ঝাড়গ্রাম মহকুমাকে জেলা করার পক্ষেই মত দেওয়া হয়েছে। বর্তমান ঝাড়গ্রাম মহকুমায় রয়েছে ৯টি থানা (ব্লকের সংখ্যা ৮টি)।
এই সংক্রান্ত আরও খবর...
• ঝাড়গ্রাম জেলায় সম্মত বামেরা চায় ৩ মহকুমা
বকেয়া পাওয়ার আশায় খুশি ডানলপ কর্মীরা
আদালতের রায়ে ডানলপের শ্রমিকেরা খুশি। দীর্ঘদিন বন্ধ থাকা সাহাগঞ্জের ডানলপ কারখানার শ্রমিকরা মনে করছেন, হাইকোর্টের রায়ে তাঁদের বকেয়া পাওনা হাতে আসার পথ খুলে গেল। ২০০৯ সালের ডিসেম্বর মাসে বন্ধ কারখানার দরজা খোলার পরে বার বার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ উৎপাদন সে ভাবে শুরু করেননি। শ্রমিকদের আশঙ্কা ছিল, উৎপাদনে গতি না এলে কারখানার দরজা ফের বন্ধ হয়ে যেতে পারে। সেই আশঙ্কা যে অমূলক ছিল না, পরের ৩ বছরের পরিস্থিতি তা-ই প্রমাণ করেছে। ২০১১ সালের ৮ অক্টোবর কারখানা ফের বন্ধ হয়ে যায়। ডানলপের হোস-পাইপ বিভাগে ১৯ বছর ধরে কর্মী ছিলেন উত্তম শীল। তিনি বলেন, “পিএফ, গ্র্যাচুইটি এবং অন্যান্য বকেয়া মিলিয়ে কমপক্ষে আড়াই লক্ষ টাকা আমার পাওনা রয়েছে। হাইকোর্টের রায়ে আমি খুশি। অনেকেই আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বকেয়া পাইনি। এ বার আশা করছি, তা পেতে পারি।”
হিউয়েন সাং কথিত বিহারের খোঁজ দাঁতনে
লক্ষ্মণের কলেজে ভবিষ্যৎ
নিয়ে ঘোর চিন্তায় পড়ুয়ারা
দুই অশোকের ‘স্বীকারোক্তি’তে
অগ্রগতিই দেখছে সিআইডি
ডিপিএসসি-র তাপবিদ্যুৎ
কেন্দ্রে স্বেচ্ছাবসর, বিক্ষোভ
পুর-পানীয় জলে পোকা, বিক্ষোভ
তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা রামপুরহাটে
উপ-পুরপ্রধানের ‘উদ্ধত’ আচরণের প্রতিবাদ না করার অভিযোগ তুলে রামপুরহাট পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন ৬ কাউন্সিলর। সোমবার তৃণমূল পরিচালিত রামপুরহাটের পুরপ্রধান নির্মল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব মহকুমাশাসকের কাছে জমা দিয়েছেন ওই কাউন্সিলররা। তাঁদের অভিযোগ, উপপুরপ্রধান তৃণমূলের আব্বাস হোসেন কোনও কাউন্সিলরকে গুরুত্ব দেন না। তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ সব দেখেও ব্যবস্থা নেন না পুরপ্রধান। তাই এ দিন মহকুমাশাসকের কাছে অনাস্থার প্রস্তাব পাঠিয়েছেন নির্দলের তিন, বিজেপির দুই ও ফরওয়ার্ড ব্লকের এক কাউন্সিলর। ভারপ্রাপ্ত মহকুমাশাসক মহম্মদ ইব্রাহিম বলেন, “অনাস্থা প্রস্তাব জমা পড়েছে। নিয়ম অনুযায়ী পুরপ্রধানকে ১৫ দিনের মধ্যে আস্থা প্রমাণের সভা ডাকতে হবে। তা না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” নির্মলবাবু বলেন, “তাঁদের অনাস্থা প্রস্তাব জমা নিয়েছি। আইনগত দিক খতিয়ে দেখে আমি আস্থা প্রমাণের সভা ডাকব।”
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়

জেলা
পুরুলিয়ায় দুর্ঘটনায়
মৃত ৬, আহত ৩

কলকাতা
৩৭.০ /২৫.২


আজকের দিনে
বিশ্ব নাট্য দিবস।

• ১৯৬৮: রাশিয়ার নভশ্চর
ইউরি গ্যাগারিনের মৃত্যু।

সাপ্তাহিক ক্রোড়পত্র পাক্ষিক
আজকের জন্য

কলকতার কথকতা নিয়ে


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.