কলকাতা মেট্রো রেলে এসির নতুন রেক |
জোকা-বিবাদি বাগ জট নিয়ে মেট্রো ভবনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী মুকুল রায়। বৈঠক শেষে তিনি জানান, আগামী পয়লা এপ্রিল থেকে শহরে ৩৪ টি মেট্রো সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ৬ মিনিট অন্তর চলাচল করবে। ৩১ মার্চের মধ্যে অন্যান্য রেকের সঙ্গে মেট্রোর ৬ নম্বর এসি রেকটিও চলে আসবে বলে জানান মুকুলবাবু। |
হলদিয়া আদালতে লক্ষণ-সহ ধৃত ২ |
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে অভিযুক্ত সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ এবং দলের দুই নেতা অশোক গুড়িয়া ও অমিয় সাউকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আদালত। তিন জনকেই মঙ্গলবার হলদিয়া আদালতে হাজির করানো হয়। গ্রেফতার হওয়ার পর থেকে সিআইডি হেফাজতে ছিলেন তিন জন। অশোকবাবু ও অমিয়বাবুকে নিয়ে গত দু'দিন ধরে পাঁশকুড়া, নন্দীগ্রাম ও খেজুরির বিভিন্ন এলাকায় তদন্ত চালান সিআইডি অফিসাররা। ওই দুই নেতার বাড়িতেও তল্লাশি চালানো হয়। এ দিন অবশ্য সিআইডি আর তিন জনকে নিজেদের হেফাজতে চায়নি। শেষে এসিজেএম সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় তিন জনকেই জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ১০ এপ্রিল লক্ষ্মণবাবুদের ফের আদালতে হাজির করানো হবে।
|
কলকাতা হাইকোর্টে নির্দেশিকার চ্যালেঞ্জ ডানলপের |
বকেয়া ঋণ না-মেটানোর দায়ে ডানলপকে লিকুইডেশনে পাঠিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত কালের হাইকোর্টের সেই নির্দেশ অনুযায়ী ডানলপ পরিচালনার ক্ষমতায় ‘রইল না’ রুইয়া গোষ্ঠী। কিন্তু আজ হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানাল রুইয়া গোষ্ঠী। বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও জয়মাল্য বাগচির আদালতে এই আবেদন জানানো হয়। তবে শুনানির দিন কবে তা জানা যায়নি।
|
হাতিবাগান বাজারে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর আজ পুনঃছন্দ ফিরে এসেছে। শুরু হয়ে গিয়েছে বাজারের একাংশে মাছ, কাঁচা সব্জি, মাংস ও ডিমের দোকানের বেচাকেনা। যদিও ফলপট্টি ও ফুলপট্টির ভস্মীভূত অংশ থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় কাউন্সিলর মেয়র পারিষদ অতীন ঘোষ বলেছেন, এখনই বাজার চালু হলে ক্রেতাদের বিপদ হতে পারে, তাই ওই অংশটিতে এখনই বাজার চালু হয়নি। এ ছাড়া বাজারের যে অংশটি অক্ষত রয়েছে সেখানকার মুদি দোকান, দশকর্মা দোকান চালু হল আজ থেকেই। |