আজকের শিরোনাম
সরে যাচ্ছেন এবি বর্ধন
আজ থেকে সিপিআইয়ের ২১তম পার্টি কংগ্রেস শুরু হচ্ছে পটনায়। কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর কাছে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে এই কংগ্রেসেই অব্যাহতি চেয়েছেন এবি বর্ধন। তাঁর সরে যাওয়া যে সম্পূর্ণ ভাবে শারীরিক অসুস্থতার কারণে সে কথাও জানিয়েছেন গত ১৬ বছর ধরে দায়িত্বে থাকা শ্রীবর্ধন। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছেন, দলের গঠনতন্ত্র মেনেই এই সরে যাওয়া। সিপিআইয়ের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন? তালিকায় অনেক শীর্ষস্থানীয় নেতার নাম থাকলেও তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন অন্ধ্রের নেতা এস সুধাকর রেড্ডি, অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক শিবির। ১৬ বছর পর নতুন করে দলের সাধারণ সম্পাদক কে হবেন আপাতত সেই উত্তেজনায় ভরপুর পটনার গাঁধী ময়দানের প্রকাশ্য সমাবেশ।

কলকাতা মেট্রো রেলে এসির নতুন রেক
জোকা-বিবাদি বাগ জট নিয়ে মেট্রো ভবনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী মুকুল রায়। বৈঠক শেষে তিনি জানান, আগামী পয়লা এপ্রিল থেকে শহরে ৩৪ টি মেট্রো সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ৬ মিনিট অন্তর চলাচল করবে। ৩১ মার্চের মধ্যে অন্যান্য রেকের সঙ্গে মেট্রোর ৬ নম্বর এসি রেকটিও চলে আসবে বলে জানান মুকুলবাবু।

ফের বাড়তে পারে পেট্রোলের দাম
ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাস সরকারের ঠিক করে দেওয়া দামে বেচতে গিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ক্ষতি হচ্ছে! আর সে বিষয়কে মাথায় রেখেই গত ১৬ মার্চ সংসদে বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় সার্বিক ভাবে রাজকোষ ঘাটতি কমাতে ভর্তুকি কমানোর প্রস্তাব করেছিলেন। কিন্তু পেট্রোলের দাম যখন আনুষ্ঠানিক ভাবে সরকারি নিয়ন্ত্রণমুক্ত, তখন তা লাভজনক হারে বিক্রি করা হবে না কেন? এ প্রশ্ন ঘুরেফিরে উঠত বিভিন্ন মহলে। তাই পেট্রোপণ্যের মূল্য নির্ধারণে গঠিত হয় পর্যালোচনা কমিটি। ৩১ মার্চ সেই পর্যালোচনা কমিটি তাদের মতামত জানাবে। আশা করা হচ্ছে সেখানে বাড়ানো হতে পারে পেট্রোলের দাম। লিটার পিছু অন্তত ৫ টাকা বাড়তে পারে বলে জানা গিয়েছে।

হলদিয়া আদালতে লক্ষণ-সহ ধৃত ২
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে অভিযুক্ত সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ এবং দলের দুই নেতা অশোক গুড়িয়া ও অমিয় সাউকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আদালত। তিন জনকেই মঙ্গলবার হলদিয়া আদালতে হাজির করানো হয়। গ্রেফতার হওয়ার পর থেকে সিআইডি হেফাজতে ছিলেন তিন জন। অশোকবাবু ও অমিয়বাবুকে নিয়ে গত দু'দিন ধরে পাঁশকুড়া, নন্দীগ্রাম ও খেজুরির বিভিন্ন এলাকায় তদন্ত চালান সিআইডি অফিসাররা। ওই দুই নেতার বাড়িতেও তল্লাশি চালানো হয়। এ দিন অবশ্য সিআইডি আর তিন জনকে নিজেদের হেফাজতে চায়নি। শেষে এসিজেএম সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় তিন জনকেই জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ১০ এপ্রিল লক্ষ্মণবাবুদের ফের আদালতে হাজির করানো হবে।

কলকাতা হাইকোর্টে নির্দেশিকার চ্যালেঞ্জ ডানলপের
বকেয়া ঋণ না-মেটানোর দায়ে ডানলপকে লিকুইডেশনে পাঠিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত কালের হাইকোর্টের সেই নির্দেশ অনুযায়ী ডানলপ পরিচালনার ক্ষমতায় ‘রইল না’ রুইয়া গোষ্ঠী। কিন্তু আজ হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানাল রুইয়া গোষ্ঠী। বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও জয়মাল্য বাগচির আদালতে এই আবেদন জানানো হয়। তবে শুনানির দিন কবে তা জানা যায়নি।

আজ থেকে বসছে হাতিবাগান বাজার
হাতিবাগান বাজারে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর আজ পুনঃছন্দ ফিরে এসেছে। শুরু হয়ে গিয়েছে বাজারের একাংশে মাছ, কাঁচা সব্জি, মাংস ও ডিমের দোকানের বেচাকেনা। যদিও ফলপট্টি ও ফুলপট্টির ভস্মীভূত অংশ থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় কাউন্সিলর মেয়র পারিষদ অতীন ঘোষ বলেছেন, এখনই বাজার চালু হলে ক্রেতাদের বিপদ হতে পারে, তাই ওই অংশটিতে এখনই বাজার চালু হয়নি। এ ছাড়া বাজারের যে অংশটি অক্ষত রয়েছে সেখানকার মুদি দোকান, দশকর্মা দোকান চালু হল আজ থেকেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.