সরকারি অনুমতি না নিয়েই
রক্তদান শিবির, অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: সরকারি অনুমতি ছাড়াই রক্তদান শিবির করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে রক্ত পাঠানোর অভিযোগ উঠল আসানসোলের একটি পুজো কমিটির বিরুদ্ধে। বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই এ নিয়ে তদন্ত শুরু করেছে। নিয়ম অনুযায়ী, সরকারের আগাম অনুমতি নিয়ে তবেই রক্তদান শিবির করা যায়। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের মুখপাত্র অসিত বিশ্বাস বলেন, “বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমও রক্তদান শিবির করতে পারে। তবে তার জন্য সরকারি অনুমতি নিতে হয়। সংগৃহীত রক্ত সরকারি বা সরকার অনুমোদিত ব্লাড ব্যাঙ্কে জমা দিতে হয়।” |
|
চার হাসপাতাল কর্তারই জামিন |
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃত মেদিনীপুরের বেসরকারি হাসপাতালের ৪ কর্তার জামিনের আবেদনই সোমবার মঞ্জুর করলেন সিজেএম কল্লোল দাস। এ দিকে, এ দিনই অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শুভাঞ্জন দাসের সঙ্গে দেখা করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্র। জেলা প্রশাসন সূত্রে খবর, হাসপাতাল সম্পর্কিত কিছু কাগজপত্র চেয়ে পাঠিয়েছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত। সেই সূত্রেই এ দিন কালেক্টরেটে এসে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। |
|
|
রক্তের সঙ্কট মালদহে |
নিজস্ব সংবাদদাতা, মালদহ: রক্তদান শিবিরের সংখ্যা কমে যাওয়ায় মালদহ সদর হাসপাতালে রক্তের সঙ্কট দেখা দিয়েছে। ওই ঘটনায় বিপাকে পড়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত থেকে শুরু করে বহু রোগী। রক্তের সঙ্কট দেখা দিতেই একশ্রেণির দালাল রোগীর পরিবারের লোকেদের চড়া দামে রক্ত কিনতে বাধ্য করছে বলেও অভিযোগ উঠেছে। জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রক্তের সঙ্কট এতটাই যে, সোমবার সদর হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে মাত্র ৬ প্যাকেট রক্ত মজুত ছিল। তাও কেবলমাত্র “ও” পজেটিভ। |
|
মৃত্যু, তাণ্ডব নার্সিংহোমে |
|
|