|
|
|
|
ব্লক-ভিত্তিক থানার পক্ষে মত পুলিশের |
কিংশুক গুপ্ত • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রামকে আলাদা জেলা করা হলে মাওবাদী মোকাবিলার পাশাপাশি, প্রশাসনিক কাজের সুবিধার জন্য জঙ্গলমহলের ৮টি ব্লক ও ৯টি থানার পুনর্গঠন ও পুনর্বিন্যাসের জন্য রাজ্যকে প্রস্তাব দিচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। এ ক্ষেত্রে ব্লক-ভিত্তিক থানা করার কথাই বলছে পুলিশ। প্রস্তাবিত ঝাড়গ্রাম জেলা গঠনের ব্যাপারে সম্প্রতি ঝাড়গ্রাম জেলা পুলিশেরও মত চেয়েছে রাজ্য সরকার। গত শনিবার ঝাড়গ্রাম জেলা পুলিশের সদর দফতরে ঝাড়গ্রাম পুলিশ জেলার অন্তর্গত ৮টি থানার আইসি এবং ওসিদের ডেকে পাঠানো হয়। এসপি গৌরব শর্মার পৌরোহিত্যে ওই বৈঠকে থানা-ভিত্তিক অফিসারদের বক্তব্য জানতে চাওয়া হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার গৌরব শর্মা বলেন, “দু’এক দিনের মধ্যেই জেলাশাসকের কাছে প্রস্তাব পাঠানো হবে।”
জেলা পুলিশ সূত্রের খবর, শনিবারের বৈঠকে ৮টি থানার অফিসারদের তরফে দেওয়া প্রস্তাবে ঝাড়গ্রাম মহকুমাকে জেলা করার পক্ষেই মত দেওয়া হয়েছে। বর্তমান ঝাড়গ্রাম মহকুমায় রয়েছে ৯টি থানা (ব্লকের সংখ্যা ৮টি)। এর মধ্যে লালগড় থানাটি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অন্তর্গত। বাকি ৮টি থানা (ঝাড়গ্রাম, জামবনি, বিনপুর, বেলপাহাড়ি, সাঁকরাইল, বেলিয়াবেড়া, গোপীবল্লভপুর ও নয়াগ্রাম) ঝাড়গ্রাম জেলা পুলিশের অধীনে। ঝাড়গ্রাম জেলা পুলিশের প্রস্তাব, নতুন ঝাড়গ্রাম জেলায় ১২টি থানা থাকুক। লালগড় থানাকেও ঝাড়গ্রাম পুলিশ জেলার অন্তর্ভুক্ত করা হোক। কাজের সুবিধার্থে ঝাড়গ্রাম, লালগড়, বিনপুর, বেলপাহাড়ি ও নয়াগ্রাম থানার সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব দেওয়া হয়েছে। যেমন, ঝাড়গ্রাম থানাকে ভেঙে মানিকপাড়া থানা করার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, ঝাড়গ্রাম থানার মানিকপাড়ায় আগে থেকেই একটি পুলিশ বিট-হাউস রয়েছে। মানিকপাড়াকে আলাদা থানা করার জন্য ইতিপূর্বে পুলিশের তরফে রাজ্য সরকারের কাছে প্রস্তাবও পাঠানো হয়েছে। বিষয়টি এখন স্বরাষ্ট্র দফতরের বিবেচনাধীন। নতুন জেলায় বেলপাহাড়ি, বিনপুর ও জামবনি থানার কিছু এলাকাকে নিয়ে শিলদা এবং নয়াগ্রাম ভেঙে চাঁদাবিলা থানা করারও প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রস্তাবিত চাঁদাবিলা থানার মধ্যে নয়াগ্রাম ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েত (পাতিনা, চাঁদাবিলা, বড়খাঁকড়ি, মলম ও বড়নিগুই) এবং গোপীবল্লভপুর-১ ব্লকের কেন্দুগাড়ি পঞ্চায়েতকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
|
|
বিনপুর-১ ব্লকটি ভেঙে বিনপুর ও লালগড়, বেলপাহাড়ি ব্লক ভেঙে শিলদা, ঝাড়গ্রাম ব্লক ভেঙে মানিকপাড়া এবং নয়াগ্রাম ব্লক ভেঙে চাঁদাবিলা ব্লক গঠন করা হলে পুনর্গঠিত সংশ্লিষ্ট ব্লক-প্রশাসন এবং পুনর্বিন্যাসিত থানাগুলির মধ্যে সুষ্ঠু সমন্বয় থাকবে বলেই মনে করছে পুলিশ। উদাহরণ স্বরূপ, বর্তমানে বিনপুর থানার কয়েকটি এলাকা বেলপাহাড়ি ব্লকের অন্তর্গত। আবার বিনপুর-১ ব্লকের দশটি অঞ্চলের মধ্যে ৩টি অঞ্চল বিনপুর থানার অন্তর্গত এবং বাকি ৭টি অঞ্চল লালগড় থানার অন্তর্গত। ফলে প্রশাসনিক ক্ষেত্রে নানা রকমের সমস্যা ও জটিলতা দেখা দেয়। ব্লক-ভিত্তিক থানা এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বিন্যাস করা হলে এই সমস্যা মিটবে বলে মনে করছে ঝাড়গ্রাম পুলিশ।
ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে নতুন প্রস্তাবিত ঝাড়গ্রাম জেলায় তিনটি মহকুমার প্রস্তাব করা হয়েছে। পুলিশের প্রস্তাব, ঝাড়গ্রাম সদর মহকুমার মধ্যে থাকুক ঝাড়গ্রাম, মানিকপাড়া, জামবনি এবং সাঁকরাইল থানা বা ব্লক। শিলদা, বেলপাহাড়ি, বিনপুর ও লালগড় থানাকে (চারটি ব্লক) নিয়ে হোক শিলদা মহকুমা। গোপীবল্লভপুর-১, গোপীবল্লভপুর-২ (বেলিয়াবেড়া), চাঁদাবিলা ও নয়াগ্রামকে নিয়ে আরও একটি মহকুমা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ওই মহকুমা-সদরটি গোপীবল্লভপুরের ছাতিনাশোলে করার কথা বলা হয়েছে। মাওবাদী মোকাবিলায় ঝাড়খণ্ড ও ওড়িশার সীমানাবর্তী এলাকায় বেশ কয়েকটি আউট-পোস্ট ও ফাঁড়ি তৈরিরও প্রস্তাব দেওয়া হয়েছে। |
|
|
|
|
|