|
|
|
|
মহিলাদের উপর হামলা, সরব সমিতি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলা জুড়ে সন্ত্রাস ও মহিলাদের উপর আক্রমণের অভিযোগ তুলে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হল সিপিএমের মহিলা সংগঠন ‘পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি’। সোমবার জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত ও পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি’র কাছে স্মারকলিপি জমা দেন সমিতির জেলা নেতৃত্ব। তাঁদের বক্তব্য, সামাজিক ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশ-প্রশাসনের উচিত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। জেলা পুলিশ-প্রশাসনের তরফে সব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে।
মহিলা সমিতি এ দিন যে স্মারকলিপি পুলিশ-প্রশাসনের কাছে পেশ করেছে, সেখানে অভিযুক্তদের সরাসরি তৃণমূলের লোক বলে উল্লেখ করা হয়নি। সমিতির এক নেত্রী অবশ্য বলেন, “এখন যে সন্ত্রাস চলছে, তা যে তৃণমূলই করছে, সে কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না!” |
|
মহিলা সমিতির ডেপুটেশন |
সোমবার দুপুরে মহিলা সমিতির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আভা চক্রবর্তী, আরতি বসু, গীতা হাঁসদা, রেখা পাল, নীলিমা সেনগুপ্ত প্রমুখ জেলাশাসকের সঙ্গে দেখা করতে আসেন। জেলাশাসক কাজে ব্যস্ত থাকায় তাঁরা দেখা করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শুভাঞ্জন দাসের সঙ্গে। সমিতির অভিযোগ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও পুরসভায় অবাঞ্চিত মানুষের হস্তক্ষেপ চলছে। জোর-জুলুম থেকে হুমকি, সবই চলছে। সমিতির জেলা নেত্রী আভাদেবীর কথায়, “জেলায় বিভিন্ন সামাজিক প্রকল্প যেমন রাস্তাঘাট, সেতু তৈরি প্রভৃতির উপর গুরুত্বই দেওয়া হচ্ছে না। অন্য দিকে, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে।”
এ দিন কয়েকটি ঘটনার কথাও লিখিত ভাবে পুলিশ-প্রশাসনকে জানিয়েছে সমিতি। সমিতির অভিযোগ, কেয়াবনি এলাকায় ইন্দিরা আবাস যোজনায় বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর হামলা হয়েছে। তাঁদের ভয় দেখানো হচ্ছে। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বলেন, “সমিতির পক্ষ থেকে কিছু অভিযোগ জানানো হয়েছে। কিছু দাবি পেশ করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।” |
|
|
|
|
|