l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
Content on this page requires a newer version of Adobe Flash Player.
এ বার রাজ্যসভার সাংসদ
চান গুরুঙ্গ, চিঠি মমতাকে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
আসন্ন রাজ্যসভা ভোটে একটি আসনে লড়ার ইচ্ছা প্রকাশ করে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছে বিমল গুরুঙ্গের গোর্খা জনমুক্তি মোর্চা। মঙ্গলবার দার্জিলিংয়ে মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য বিনয় তামাং সাংবাদিকদের জানান, ইতিমধ্যেই মমতার কাছে চিঠি পাঠিয়ে ওই অনুরোধ করা হয়েছে। তৃণমূলের তরফে অবশ্য এদিন এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ওই বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই। ওঁরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে থাকলে তিনি বিষয়টি দেখবেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই।” প্রসঙ্গত, সাধারণত প্রতি পদে যাদের সমালোচনা করে মোর্চা, সেই সিপিএমের মনোভাবকে এ ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে তুলে যুক্তি পেশ করেছে মোর্চা। বিনয় তামাংয়ের যুক্তি, “রাজ্যসভায় একটি আসনে বরাবর দার্জিলিংয়ের প্রতিনিধি থাকেন। বামেদের তরফে আগে সাঙ্গপাল লেপচা ছিলেন। এখন রয়েছেন সমন পাঠক। তাঁর মেয়াদ ফুরোচ্ছে। পাহাড়ের মানুষের কথা মাথায় রেখে বরাবরই দার্জিলিং থেকে রাজ্যসভায় একজনকে রাখা হয়েছে। বামেরা এবার কী করবেন, সেটা তাঁদের ব্যাপার। কিন্তু আমরা চাই এ বার তৃণমূল আমাদের একজনকে রাজ্যসভায় যাওয়ার সুযোগ দিক। তাতে রাজ্যসভায় পাহাড়বাসীর দাবিদাওয়ার দিকগুলি তুলে ধরতে সুবিধা হবে।”
বিস্তারিত...
আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা
নিজস্ব সংবাদদাতা • তমলুক
তাঁর রাজনৈতিক পুনরুত্থানে অন্যতম উৎক্ষেপণ-বিন্দু নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রী হওয়ার পর দশ মাসেও এক বারও অবশ্য নন্দীগ্রামের মাটি ছোঁননি মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী জানুয়ারি মাসে সৈকত উৎসব উপলক্ষে তিন দিন পূর্ব মেদিনীপুরে থেকেও নন্দীগ্রামে আসেননি। ফেব্রুয়ারিতে রেলের অনুষ্ঠানে বাজকুলে এলেও নন্দীগ্রাম তাঁর দেখা পায়নি। এ নিয়ে অভিমান রয়েছে নন্দীগ্রামের আনাচে-কানাচে। মুখ্যমন্ত্রীর নিজের দলের কর্মী-সমর্থকদের মধ্যেই।
আজ, সেই ১৪ মার্চই মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে টেনে আনছে। আজ, জমি-রক্ষা আন্দোলনের শহিদ-স্মরণ অনুষ্ঠান। ২০০৭-এর ১৪ মার্চের সেই গুলি চালনায় ১৪ জন নিহত হয়েছিলেন। পরের বছর থেকেই ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শুরু হয় শহিদ-স্মরণের অনুষ্ঠান। অবশ্য তৃণমূল নেত্রী কোনও বারই ১৪ মার্চের শহিদ-স্মরণে নন্দীগ্রামে আসেননি। এ বারই প্রথম। এ দিন বিকেলে নন্দীগ্রাম কলেজ-মাঠের সভায় উপস্থিত থাকবেন তিনি। সকালে অবশ্য সোনাচূড়া ও গোকুলনগরে বরাবরের মতোই স্মরণসভা হবে। সোনাচূড়া থেকেই শুরু জমি-রক্ষার লড়াই। সেখানে কেন আসবেন না ‘দিদি’এমন প্রশ্নও ভাসছে বাতাসে।
বিস্তারিত...
জিটিএ-র প্রথম নির্বাচন পুরনো
এলাকাতেই, ধন্দে রয়েছে মোর্চা
নিজস্ব প্রতিবেদন
‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) আইন বিধিবদ্ধ করতে বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যসচিব সমর ঘোষ জানান, আজ, বুধবার ‘জিটিএ’ আইন বলবৎ হওয়ার বিজ্ঞপ্তি জারি হবে। তার পরেই দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল (ডিজিএইচসি) এলাকায় নির্বাচনের প্রাথমিক কাজ শুরু হবে। তবে নতুন আইন অনুসারে জিটিএ-র প্রথম নির্বাচন হবে পুরনো ‘ডিজিএইচসি’ এলাকাতেই। সরকারি এই সিদ্ধান্তকে ঘিরে ‘ধন্দে’ পড়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। কারণ, মোর্চা নেতৃত্বের একাংশ মনে করছেন, ‘জিটিএ’ গড়ার প্রক্রিয়া ত্বরান্বিত হলে পাহাড়ে উন্নয়নের কাজে গতি আসবে। আবার তরাই-ডুয়ার্সের একটি মৌজাও অন্তর্ভুক্ত না করে ‘জিটিএ’-এলাকায় নির্বাচন হলে পাহাড়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়ার আশঙ্কাও করছেন মোর্চার কিছু শীর্ষ নেতা। মোর্চার ‘অস্বস্তি’ বাড়ানোর উপাদান আরও আছে। ‘জিটিএ’-র আওতায় তরাই-ডুয়ার্সের ‘এক ইঞ্চি জমি’ও যেতে দেওয়া হবে না বলে ফের জানিয়ে দিয়েছে আদিবাসী বিকাশ পরিষদ। মুখ্যসচিব মঙ্গলবার মহাকরণে স্বরাষ্ট্র সচিব জ্ঞানদত্ত গৌতম, রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে, ডিজিএইচসি-র প্রশাসক অনিল বর্মা প্রমুখকে নিয়ে বৈঠক করেন। সেখানে জিটিএ-র বিধিবদ্ধ বিজ্ঞপ্তি জারির পরে দ্রুত নির্বাচন করার বিষয়টি কী ভাবে করা হবে, তার রূপরেখা তৈরি হয়।
বিস্তারিত...
• ঘোষণাই কি সার, প্রশ্ন রেল বাজেটের দিনে
• নন্দীগ্রামেও এ বার ‘সিন্ডিকেট’,
রেল প্রকল্পের কাজে জট
• আদ্রা, আনাড়ার সঙ্কট মেটাতে
পাঞ্চেতের জল আনার উদ্যোগ
পালবাড়ির ৪ খুনে দু’দশক
জেল খেটে মুক্তির পথে শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
দু’দশকেরও বেশি কারাবাস হয়ে গিয়েছে নোয়াপাড়ার পালবাড়ি হত্যাকাণ্ডের মূল আসামি রণবীর বসুর। তাঁর বয়স এখন ৬৫। রাজ্যের নতুন সরকার মুক্তি দিচ্ছে তাঁকে। একই সঙ্গে মুক্তি পাচ্ছেন অন্যান্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আরও ৩৯ জন বন্দি। পালবাড়ির মেয়ে সুদীপার সঙ্গে তাঁর অঙ্ক ও বিজ্ঞানের শিক্ষক রণবীর বসুর বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সুদীপার পরিবার সেই সম্পর্ক মেনে নিতে পারেনি। তাই ১৯৯১ সালের ২৯ মার্চ সুদীপার বাবা, মা, ঠাকুরদা ও ঠাকুরমাকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়। সেই মামলায় রণবীর মাস্টারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। দীর্ঘ কারাবাসেও তিনি শিক্ষকতা ছাড়েননি। প্রেসিডেন্সি জেলে থাকাকালে সেখানকার অন্য বন্দিদের পড়াতেন। এখন আছেন লালগোলা মুক্ত কারাগারে। সেখানে অন্যান্য আসামি এবং বাইরের ছাত্রদের পড়িয়ে মাসে তিনি কয়েক হাজার টাকা রোজগার করেন বলে কারা দফতর সূত্রের খবর। মঙ্গলবার মহাকরণে রণবীর-সহ ৪০ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সরকারে আসার আগে আমরা বলেছিলাম, যাঁরা দীর্ঘদিন জেলে আছেন, তাঁদের মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।”
বিস্তারিত...
কেন গরহাজির সরকারি কৌঁসুলি, রিপোর্ট তলব
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
সিপিএম নেতা প্রদীপ তা ও কমল গায়েন হত্যা মামলায় সিআইডি দুই ধৃতকে আদালতে তোলার সময়ে কেন সরকারি কৌঁসুলি উপস্থিত ছিলেন না, তার রিপোর্ট চাইলেন জেলাশাসক। কোনও সরকারি আইনজীবী এজলাসে হাজির না থাকায় সোমবার সিআইডি-র তদন্তকারী অফিসার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই বর্ধমান সিজেএম আদালতে দাঁড়িয়ে ধৃতদের হেফাজতে চাইতে হয়। মঙ্গলবার জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, “আদালতের ডেপুটি ডিরেক্টর (প্রসিকিউশন)-এর কাছে ঘটনা সম্পর্কে রিপোর্ট চেয়েছি। তা হাতে পাওয়ার পরে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” ডেপুটি ডিরেক্টর (প্রসিকিউশন) নূপুর অগ্রবালের সরকারি কৌঁসুলির দায়িত্ব পালনের কথা। তিনি অন্য এক জনকে দায়িত্ব দিয়ে ছুটি নিয়েছিলেন। এ দিন তিনি বলেন, “ঘটনাটি সম্পূর্ণই অনভিপ্রেত। বাচ্চার হাম হওয়ায় ছুটি নিয়েছিলাম। তবে আমাদের যে সরকারি কৌঁসুলিরা উপস্থিত ছিলেন, তাঁদের কারও শুনানির সময়ে থাকা উচিত ছিল। কেন তাঁরা ছিলেন না, খোঁজ নিচ্ছি।” নিয়ম অনুযায়ী, আদালতে উপস্থিত হওয়ার আগে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শরদ দ্বিবেদীর ঘরে গিয়ে হাজিরা খাতায় সই করতে হয় সরকারি কৌঁসুলিদের।
বিস্তারিত...
শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
হাত ধরে রেখেছিলেন শ্বশুর। মুখ চেপে রেখেছিলেন আর এক জন। সেই অবস্থাতে সোমবার রাতে তাঁর নিজের ঘরেই দু’জন তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করলেন নদিয়ার ডিগরি গ্রামের এক মহিলা। শ্বশুর শান্তিপদ বালা পলাতক। খোঁজ নেই শাশুড়িরও। বছর উনিশের ওই সদ্য তরুণীর স্বামী কর্মসূত্রে থাকেন ওড়িশায়। টিনের চালার মাটির বাড়িতে পাশাপাশি দু’টি ঘরে শ্বশুর-শাশুড়ির কাছেই থাকতেন তিনি। জেলার পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তও শুরু হয়েছে। তবে অভিযুক্তেরা পলাতক।” বছর খানেক আগে বিয়ে হয়েছিল ওই তরুণীর। কাছেই ভীমপুর গ্রামে তাঁর বাপের বাড়ি। তাঁর শ্বশুর শান্তিপদ পেশায় কৃষিজীবী। মহিলার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। স্বামী বাড়িতে না থাকায় তাঁর উপরে প্রায়ই অত্যাচার হত বলেও পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। মেয়েটির দাদা শুভঙ্কর বিশ্বাস বলেন, “বিয়ের পর থেকেই বোনের উপরে পণের জন্য অত্যাচার চলছিল। অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, মাসখানেক আগে বোন কীটনাশক খেয়ে আত্মহত্যারও চেষ্টা করে।” অসুস্থ অবস্থায় তাঁকে সে সময়ে ভর্তি করতে হয়েছিল শক্তিনগর জেলা হাসপাতালে। সেখান থেকে শ্বশুরবাড়ি নয়, বাপের বাড়ি ভীমপুরেই চলে গিয়েছিলেন তরুণী।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দুর্ঘটনায় বাস চালকের
নামে খুনের মামলা
জলসেচ নিয়ে
দ্বন্দ্ব দফতরে
দক্ষিণবঙ্গ
উচ্চ মাধ্যমিকের আগের
দিন কলেজে মাইক
বাজিয়ে অনুষ্ঠান
রাস্তা তৈরিতে বাধা
আমগাছ, থমকে প্রকল্প
বর্ধমান
ধাক্কা খেতে পারে ঋণদান
আশঙ্কা সমবায় কর্তাদের
রানিগঞ্জে প্রদীপ তা-র
স্মরণসভায় নেই দুই নেতা
পুরুলিয়া
দেবযানী মৃত্যু-রহস্যে
সিবিআই তদন্ত দাবি
মুখ্যমন্ত্রীর ঘোষণায়
আতঙ্কিত ব্যাঙ্ক কর্তৃপক্ষ
মুর্শিদাবাদ
সম্মতি জানিয়েও
থমকে বাজেট পাশ
কান্দিতে কুপিয়ে
খুন কংগ্রেস নেতা
মেদিনীপুর
নিষেধাজ্ঞা উপেক্ষা
করেই শহরে লরি
কর্মী নেই, প্রায়ই বন্ধ
থাকে গ্রামীণ গ্রন্থাগার
কলকাতা
৩৪.০/২২.০
আজকের দিনে
• ১৯৩১:
ভারতের প্রথম সবাক ছবি ‘আলম আরা’র মুক্তি।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না।
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.