নিহত দুই সিপিএম নেতার স্মরণসভা আয়োজন করল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের রানিগঞ্জ আঞ্চলিক কমিটির সংগঠনের সম্পাদক ও সভাপতিকে আমন্ত্রণ না জানিয়েই।
গত রবিবার সিপিএমের রানিগঞ্জ জোনল অফিসে ওই সংগঠনের তরফে বর্ধমানে নিহত দুই সিপিএম নেতা প্রদীপ তা ও কমল গায়েনের স্মরণসভা আয়োজিত হয়। সেই সভার পৌরহিত্য করেন ওই গণ সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা রানিগঞ্জের সিপিএম পুরপ্রধান অনুপ মিত্র। কিন্তু সভায় ছিলেন না সম্পাদক শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়, সভাপতি বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায়-সহ সংগঠনের চার সদস্য। তাঁরা জানান, স্মরণসভার ব্যাপারে তাঁদের কিছু জানা ছিল না। অনুপবাবুর অবশ্য এটি সাংগঠনিক বিষয় জানিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে ওই গণ সংগঠনেরই একাংশের ধারণা, সম্প্রতি রানিগঞ্জে তৃণমূল পরিচালিত বইমেলার সঙ্গে শম্ভুনাথবাবু ও বাসুদেববাবু যুক্ত হয়ে পড়ার জন্যই স্মরণসভায় তাঁদের না ডেকে একপ্রকার সতর্ক করা হল।
মাসখানেক আগে রানিগঞ্জের সার্কাস ময়দানে আয়োজিত হয় ২৩তম বইমেলা। এ বার বইমেলার আয়োজন করে স্থানীয় তৃণমূল বিধায়ক সোহরাব আলির নেতৃত্বে গঠিত ‘মাল্টিলিঙ্গুয়াল কালচারাল ফোরাম’। মেলা শুরুর দিনেই পুরপ্রধান অনুপ মিত্র এই বইমেলাকে ২৩তম মেলা আখ্যা দেওয়া নিয়ে আপত্তি তোলেন। তাঁর যুক্তি ছিল, ২২ বছর ধরে রানিগঞ্জে বইমেলা আয়োজন করে এসেছে গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ। এ বার তাদের বাদ দিয়ে নতুন সংগঠন মেলা আয়োজন করেছে। তাই নতুন কমিটির প্রথম বর্ষের মেলা লেখা উচিত বলে দাবি করেন অনুপবাবু।
বিধায়ক সোহরাব আলি অবশ্য তখন পাল্টা দাবি করেন, সভাপতি ও সম্পাদক-সহ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের ছয় সদস্য তাঁদের মেলা কমিটির সঙ্গে যুক্ত। তাই বিতর্কের কোনও অবকাশ নেই। বিধায়ক আরও জানান, পুরপ্রধানকেও তাঁরা আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তিনি আসেননি। বাসুদেববাবু ও শম্ভুনাথবাবু জানান, প্রথম বইমেলার আয়োজন করেছিল রানিগঞ্জ সাংস্কৃতিক কমিটি। বেশ কয়েক বছর পরে দায়িত্ব নেয় গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ। তাদের পাশে দাঁড়ায় পুরসভা ও স্থানীয় পঞ্চায়েত সমিতি। এ বার নতুন কমিটি মেলার ব্যাপারে পরামর্শ চাওয়ায় কোনও রাজনৈতিক রঙ না দেখেই তাঁরা সহায়তা করেছেন বলে জানান ওই দু’জন।
সভাপতি ও সম্পাদকের দাবি, দুই সিপিএম নেতার স্মরণসভার ব্যাপারে তাঁদের কেউ কিছু জানায়নি। তবে এ প্রসঙ্গে আর কোনও মন্তব্য করতে চাননি তাঁরা। পুরপ্রধান অনুপবাবু বলেন, “কয়েক জন ছাড়া স্মরণসভায় সব সদস্যই এসেছিলেন। এর বেশি কিছু বলা সম্ভব নয়।” তবে গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের জেলা কমিটির যুগ্ম সম্পাদক সুকমল ঘোষ সাফ বলেন, “বইমেলাকে কেন্দ্র করে রানিগঞ্জ আঞ্চলিক কমিটিতে কিছু জটিলতা তৈরি হয়েছে। সদস্যদের মধ্যে সম্ভবত কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। অনুপবাবুকে এই জটিলতা কাটানোর দায়িত্ব দেওয়া হয়েছে।” |