উত্তরবঙ্গ |
দুর্ঘটনায় বাস চালকের নামে খুনের মামলা |
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ: বাস থেকে যাত্রী পড়ে গিয়ে মারা যাওয়ায় এক চালকের বিরুদ্ধে পুলিশ ৩০৪ ধারায় খুনের মামলা দায়ের করে। ওই ঘটনায় ক্ষুব্ধ ইউটিইউসি ও আইএনটিইউসি শ্রমিক সংগঠন এবং বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার মালদহ জেলায় বেসরকারি বাস চলাচল বন্ধ করে দেয়। আগাম না জানিয়ে জেলা জুড়ে বেসরকারি বাস ধর্মঘটের জেরে দুর্ভোগে পড়েছেন জেলার নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। বেসরকারি বাস ধমর্ঘটের জেরে এদিন বহু শিক্ষক শিক্ষিকা, অফিস যাত্রী গন্তব্যস্থলে যেতে পারেননি বলে অভিযোগ। |
|
ক্রীড়া-সাহায্যে আশ্বাস মন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: সংসারের অভাব! বাবা মারা গিয়েছেন। মা কার্যত ভিক্ষে করে সংসার চালান। দিনহাটা কলেজের বিএ তৃতীয়বর্ষের ছাত্রী দৌড়বিদ মিনা বর্মন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান মঞ্চে উঠে ক্রীড়ামন্ত্রীকে তাঁর সমস্যার কথা জানাতে গিয়ে কেঁদে ফেললেন। সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের তরফে তাঁকে এককালীন ১ হাজার টাকা অনুদান দেওয়া হয়। ক্রীড়ামন্ত্রী মিনাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। |
|
|
চার্জশিট পেশ করল পুলিশ |
|
তছরুপের অভিযোগ |
৩৭ কোটির প্রকল্প কোচবিহারে |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
জিটিএ-র প্রথম
নির্বাচন পুরনো এলাকাতেই,
ধন্দে রয়েছে মোর্চা |
নিজস্ব প্রতিবেদন: ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) আইন বিধিবদ্ধ করতে বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যসচিব সমর ঘোষ জানান, আজ, বুধবার ‘জিটিএ’ আইন বলবৎ হওয়ার বিজ্ঞপ্তি জারি হবে। তার পরেই দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল (ডিজিএইচসি) এলাকায় নির্বাচনের প্রাথমিক কাজ শুরু হবে। তবে নতুন আইন অনুসারে জিটিএ-র প্রথম নির্বাচন হবে পুরনো ‘ডিজিএইচসি’ এলাকাতেই। |
|
এ বার রাজ্যসভার সাংসদ চান গুরুঙ্গ, চিঠি মমতাকে
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: আসন্ন রাজ্যসভা ভোটে একটি আসনে লড়ার ইচ্ছা প্রকাশ করে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছে বিমল গুরুঙ্গের গোর্খা জনমুক্তি মোর্চা। মঙ্গলবার দার্জিলিংয়ে মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য বিনয় তামাং সাংবাদিকদের জানান, ইতিমধ্যেই মমতার কাছে চিঠি পাঠিয়ে ওই অনুরোধ করা হয়েছে। তৃণমূলের তরফে অবশ্য এদিন এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ওই বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন। |
|
জলসেচ নিয়ে দ্বন্দ্ব দফতরে |
আন্দোলনে ফরওয়ার্ড ব্লক |
|
বৃষ্টিতে ধোঁয়া উধাও, স্বস্তি |
|
টুকরো খবর |
|
|
|
|