সংসারের অভাব! বাবা মারা গিয়েছেন। মা কার্যত ভিক্ষে করে সংসার চালান। দিনহাটা কলেজের বিএ তৃতীয়বর্ষের ছাত্রী দৌড়বিদ মিনা বর্মন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান মঞ্চে উঠে ক্রীড়ামন্ত্রীকে তাঁর সমস্যার কথা জানাতে গিয়ে কেঁদে ফেললেন। সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের তরফে তাঁকে এককালীন ১ হাজার টাকা অনুদান দেওয়া হয়। ক্রীড়ামন্ত্রী মিনাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। মদনবাবু বলেন, “দিনহাটা কলেজের ওই ছাত্রী সমস্যার কথা বলছিলেন। তাঁর ক্রীড়া প্রতিভা রয়েছে, অথচ অর্থাভাবে দু বেলা খেতে পান না। এমন পরিস্থিতি আরও অনেকের। আমরা তাঁদের নিশ্চয়ই সাহায্য করব।” মিনা জানান, তাঁর দাদা বিয়ে করে অন্যত্র থাকেন। দিদিরও বিয়ে হয়ে গিয়েছে। মা কে নিয়ে তিনি একা থাকেন। বয়সের কারণে মা সুমিত্রা দেবী কাজ করতে পারেন না। এক প্রকার ভিক্ষে করেই সংসার চলে। খেলা এবং পড়াশোনার সময়ের পর টিউশন করে তিনি রোজগারের চেষ্টা করেন। গত বছর জেলাস্তরে ৫ হাজার মিটার দৌড়ে প্রথম হয়েছেন মিনা। কলেজগুলিকে নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতাতেও এ বছর ৫ হাজার মিটার দৌড়ে প্রথম হয়েছেন। মিনা বলেন, “আর্থিক সমস্যায় কী করে খেলা, পড়াশোনা চালাব বুঝতে পারছি না। সে কথাই মন্ত্রীকে জানাতে চেয়েছিলাম।” |
এ দিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে ‘ব্লুজ’ দেওয়ার অনুষ্ঠানে যোগ দেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, অর্জুন দোলা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবল তারকা সুরজিৎ সেনগুপ্ত। ডিব্রুগড়ে ২০০৯-২০১০ সালে ইস্ট জোন আন্তঃ বিশ্ববিদ্যালয় টেবল টেনিস প্রতিযোগিতায় মেয়েদের টিম ইভেন্টে সেরা হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সেই সুবাদেই ওই দলে থাকা ৪ জন খেলোয়াড় চন্দ্রিমা সেন, ঋতুজা দাস, অনুমিতা তরফদার, মৌসুমী সান্যালকে বিশ্ববিদ্যালয়ের তরফে ‘ব্লুজ’ সম্মান দেওয়া হয়। মৌসুমী সূর্যসেন কলেজের ছাত্রী। বাকিরা শিলিগুড়ি কলেজের। বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজগুলিকে নিয়ে খেলাধুলায় কৃতী পড়ুয়াদের পুরস্কার এবং একাংশকে আর্থিক অনুদান দেওয়া হয় এ দিন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে খেলাধূলার উন্নতিতে স্পোর্টস বোর্ডকে ১০ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা অনুষ্ঠান মঞ্চে ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাভ বসু মজুমদার জানান, বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের সচিব পদে রয়েছেন ফিনান্স অফিসার সুরজিৎ দাস। স্পোর্টস বোর্ডের কাজকর্ম সুষ্ঠুভাবে চালাতে এক জন অফিসার দরকার। এ ব্যাপারে সাহায্যের জন্য ক্রীড়া মন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি। উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে স্টেডিয়াম এবং যুব হস্টেল গড়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় স্তরে খেলাধূলার উন্নয়নে আমরা সচেষ্ট।” ক্রীড়ামন্ত্রী বলেন, “ডুয়ার্সের মাদারিহাট-কালচিনি এলাকায় জাতীয়স্তরের তিরন্দাজি প্রতিযোগিতার আয়োজন করবে ক্রীড়া দফতর। রাতভর প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতার আয়োজনের ব্যাপারে সাহায্য করতে দোলা এবং তাঁর ভাই রাহুল (অর্জুন রাহুল বন্দ্যোপাধ্যায়)-কে অনুরোধ করব। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।” উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাঠে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করতে কর্তৃপক্ষকে অনুরোধ করেন ক্রীড়া মন্ত্রী। রাজ্য ক্রীড়া দফতর ডুয়ার্সে তিরন্দাজির প্রশিক্ষণ কেন্দ্র এবং আন্তর্জাতিক মানের ফুটবল অ্যাকাডেমি গড়তে উদ্যোগী বলেও এ দিন জানান। ডুয়ার্স, জঙ্গলমহল এবং পাহাড়ে ফুটবল অ্যাকাডেমি গড়ার ব্যাপারে ফিফা কর্তৃপক্ষের সঙ্গেও প্রাথমিক কথাবার্তা হয়েছে তাঁর। |