আন্দোলনে ফরওয়ার্ড ব্লক
ত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে বিধিবদ্ধ করার দাবিতে আন্দোলনে নামল ফরওয়ার্ড ব্লক। মঙ্গলবার শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে কনভেনশনের মধ্য দিয়েই ওই আন্দোলন শুরু হয়। অভিযোগ যে লক্ষ্য্য নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছিল সেই মতো কাজ হচ্ছে না। তাই এ ব্যাপারে আন্দোলন। এ ব্যাপারে দলের পক্ষ থেকে ইতিমধ্যেই গঠন করা হয়েছে একটি কোর কমিটি। তাতে রয়েছেন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক তথা রাজ্য কমিটির নেতা উদয়ন গুহ, প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক পরেশ অধিকারী, গোবিন্দ রায়, হাফিজ আলম সাইরানির মতো নেতৃত্বরা। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ নিয়ে এদিন তাঁরা বর্তমান সরকারের এবং পূর্বতন বাম জমানার সরকারের কাজের সমালোচনা করেন। তৃণমূলের উত্তরবঙ্গের নেতৃত্বরা অবশ্য ফরওয়ার্ড ব্লকের ওই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। উদয়নবাবু বলেন, “যে লক্ষ্যে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছিল তা মানা হয়নি। বাম আমলেও সঠিকভাবে কাজ হয়নি। বর্তমানেও আমলেও হচ্ছে না। বর্তমান মুখ্যমন্ত্রী ইচ্ছে অনুযায়ী পর্ষদ পরিচালনা করছেন। তাঁর ইচ্ছেতেই আমাকে পর্ষদের সদস্য করা হয়েছে। গত ১০ মাসে দু’টি মিটিং হয়েছে। যে টাকা খরচের কথা বলা হয়েছিল, তা হচ্ছে না। এসব চলতে পারে না। এ জন্যই বিধিবদ্ধ পর্ষদের দাবি তুলছি।” তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের জন্য ২০০ কোটি বরাদ্দের কথা বলেছিলেন। এখন পর্যন্ত মাত্র খরচ হয়েছে ১০ কোটি টাকা, সেটাও পুরনো পরিকল্পনায়। পরেশবাবু বলেন, “কী কারণে আমরা বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ চাইছি তা সাধারণ মানুষের কাছে তুলে ধরব। লাগাতার প্রচার হবে। সেই সঙ্গে আন্দোলন গড়ে তোলা হচ্ছে।” কোর কমিটির পক্ষে গোবিন্দবাবু জানান, গোটা মার্চ মাস এ ব্যাপারে প্রচার চালাতে উত্তরবঙ্গে পোস্টার এবং বই বিলি করা হবে। ১৭ এপ্রিল থেকে ৩ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের ছয়টি জেলার ৬৪টি ব্লকে কর্মশালা, কনভেনশন, সভার আয়োজন করা হচ্ছে। প্রত্যেকটি জায়গায় দলের কোর কমিটির সদস্যরা উপস্থিত থাকতে চেষ্টা করবেন। ৭ মে বিভিন্ন বিডিও অফিসে একযোগে বিক্ষোভ স্মারকলিপি দেওয়া হবে। গোবিন্দবাবু বলেন, “কমল গুহের আন্দোলনের জেরে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠিত হয়। সে সময় বিধিবদ্ধ পর্ষদের দাবিতে কমলবাবুর নেতৃত্বে ৩১টি জনসভা করা হয়েছিল। বাম সরকার আশ্বাস দিলেও শেষপর্যন্ত বিধিবদ্ধ পর্ষদ তৈরি হয়নি। নতুন সরকারও ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ নিয়ে কিছু ভাবছেন না। এই সরকারের কাছে আশার কিছু নেই। তাই নতুন করে আন্দোলন শুরু করা হল।” এদিন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ বিধিবদ্ধভাবে গঠনের দাবির যৌক্তিকতা নিয়ে একটি বই প্রকাশ করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.