টুকরো খবর
বয়কট প্রত্যাহার আইনজীবীদের
জেলা বিচারক সুব্রত মিত্রের হস্তক্ষেপে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত বয়কট প্রত্যাহার করে নিলেন শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক মধুমিতা বসু বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকের সঙ্গে অসৌজন্য দেখিয়েছেন অভিযোগ করে গত ৬ মার্চ থেকে বয়কটে নেমেছিলেন আইনজীবীরা। মঙ্গলবার জেলা বিচারক সুব্রত মিত্র শিলিগুড়িতে এই ব্যাপারে বার অ্যাসোসিয়েশনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তার পরেই বয়কট প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়। বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ মিত্রুকা বলেন, “জেলা বিচারক আমাদের ক্ষোভের কথা শুনে বিষয়টি মিটিয়ে দিয়েছেন। বুধবার থেকে সমিতির সমস্ত সদস্যই মামলায় অংশ নেবেন।” এদিন জেলা বিচারক শিলিগুড়ি আদালতে ‘সেন্ট্রাল ফাইলিং সিস্টেম’ চালু করেন। এই ব্যবস্থায় এখন থেকে আদালতের সমস্ত মামলা এক জায়গাতেই নথিভুক্ত করা হবে। সেখান থেকে বিচার বিভাগীয় পদ্ধতি অনুসারে সংশ্লিষ্ট আদালতে পাঠনো হবে। নথিভুক্ত মামলার জন্য একটি বিশেষ নম্বর দেওয়া হবে। তাতে ওই নম্বরের সাহায্যে আইনজীবী এবং বিচারপ্রার্থী নিজেই মামলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারবেন। বার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, “নয়া ব্যবস্থায় হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিচারপতিরা নির্দিষ্ট মামলা সম্পর্কে জেনে নিতে পারবেন।”

বহুতলে আগুন শিলিগুড়িতে
শিলিগুড়ি কলেজ পাড়ায় একটি বহুতলে চিলেকোঠায় আগুন লাগে মঙ্গলবার সন্ধ্যায়। নিজস্ব চিত্র।
বহুতলের চিলেকোঠার ঘরে আগুন লেগে আতঙ্ক ছড়াল। মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার কলেজ পাড়ায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা গিয়েছে, চিলেকোঠার ঘরটি পুড়ে গিয়েছে। কী ভাবে আগুন লাগল তা দেখা হচ্ছে। বহুতলের মালিকপক্ষের তরফে সঞ্জয় ঘোষ জানান, চিলেকোঠার ঘরে পুরনো আসবাব ছিল। সেখানে বিদ্যুৎ সংযোগ ছিল না। কেউ জ্বলন্ত সিগারেট ফেলেছে বলে তাঁদের সন্দেহ। তিনি বলেন, “খবর শুনে দ্রুত ছাদে উঠে জল ঢালতে শুরু করি। আগুন ছড়িয়ে পড়ায় দমকলে খবর দেওয়া হয়।” পুলিশ জানায়, পাঁচতলা ভবনটির চিলেকোঠার ঘরটি কাঠ ও টিন দিয়ে তৈরি। সেখানে বেশ কিছু পুরনো জিনিসপত্র ছাড়াও কাঠের টুকরো মজুত করাছিল। বাড়িটিতে ৪টি পরিবার রয়েছে। এ ছাড়াও পাঁচতলার একটি ঘরে টিউশন পড়ান কমার্সের শিক্ষক তাপস মৌলিক। এদিন তিনি ১৬ জন ছাত্রকে পড়াচ্ছিলেন। তিনি বলেন, “উপরে আগুন লেগেছে আমরা বুঝতে পারিনি। বাইরের থেকে চিৎকার শুনে বেরিয়ে আগুন লক্ষ্য করি। দ্রুত সেখান থেকে নেমে আসি।” ঘটনাস্থলে যান শিলিগুড়ি থানার আইসি পিনাকী মজুমদার-সহ দমকল কর্তারা। দমকলের এক আধিকারিক বলেন, “দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়েছে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।”

১৫ই খুলছে বাগান
১৫ মার্চ খুলতে চলেছে ডুয়ার্সের তুরতুরি বাগান। মঙ্গলবার শিলিগুড়ি যুগ্ম শ্রম আধিকারিকের দফতরে ডাকা ত্রিপক্ষিক বৈঠকে সর্বসন্মতি ক্রমে এই সিদ্ধান্ত হয়েছে। ২০১১ সালের ২৩ ডিসেম্বর বকেয়া পাওনা নিয়ে শ্রমিক পক্ষের সঙ্গে বিরোধের জেরে মালিকপক্ষ বাগান বন্ধ করে চলে যান। বাগান বন্ধ হওয়ায় অসহায় হয়ে পড়ে ৫৫০ জন শ্রমিক কর্মচারী। এর আগে পরপর তিনটি ত্রিপাক্ষিক বৈঠক হয়। এদিনের বৈঠকে অবশেষে জটিলতা কাটায় তুরতুরি চা বাগানের শ্রমিক কর্মীদের মধ্যে খুশির হাওয়া। এদিনের বৈঠকে শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মালিক এবং শ্রম দফতরের আধিকারিকরা ছিলেন। বৈঠকে শ্রমিকদের বকেয়া পাওনা তিন ধাপে পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে।

ধৃত এমএমএস কাণ্ডে অভিযুক্ত হাতুড়ে
দশম শ্রেণির কিশোরীকে ধর্ষণ এবং অশ্লীল এমএমএস ছড়ানোর দায়ে অভিযুক্ত হাতুড়েকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার মনোজিৎ নাগ বাসস্ট্যান্ড থেকে পুলিশ আসাদুরাজ্জামান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। এদিনই ধৃত ব্যক্তিকে আদালতে হাজির করানো হলে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক নন্দদুলাল কালাপাহাড় তাকে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার অনুমতি দেন। শামুকতলা এ দিন পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা করতে ওই বাসস্ট্যান্ডে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন।

স্মারকলিপি
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পর্যাপ্ত নিরাপত্তার দাবি তুলে মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপারকে স্মারকিলিপি দিল ডিওয়াইএফ। সংগঠনের জেলা সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, “মাধ্যমিকের সময় বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। উচ্চ মাধ্যমিকে যাতে তা না হয়, সে জন্য স্মারকলিপি দেওয়া হল।”

দুর্ঘটনায় মৃত্যু
গাড়ি উল্টে ট্রাকের সঙ্গে ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে বানারহাটে ৩১ নম্বর জাতীয় সড়কে। ডুয়ার্সের জয়গাঁর বাসিন্দা মৃত মহিলার নাম কৌশল্যা দেবী অগ্রবাল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.