l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
পাঁচ রাজ্যে চলছে
LIVE
ভোট গণনা।
বিস্তারিত...
প
র্যটন শিল্পের দৌলতে অনেক দ্বীপেই এখন তৈরি হয়েছে অবসর যাপনের রসদ।
দ্বীপ বলে যে কেবল সবুজের সমাহার, তা নয়। সমুদ্রের জলে নীলের খেলা, চার
পাশের পাহাড়, কোথাও আদিবাসী সম্প্রদায়ের উপস্থিতি, সঙ্গে সুন্দর রিসর্ট,
সুইমিং পুল। সব মিলিয়ে এক-দু’দিনের ‘প্যাকেজ ট্যুর’-এর সন্ধান
এই সংখ্যায়। সঙ্গে সান ফ্রান্সিসকো ঘোরার ছবি ফোটো শপে।
বর্ধমানের জোড়া খুনে চার ধৃত
জেল থেকে সিআইডি হেফাজতে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
এর আগে পুলিশ যাঁদের হেফাজতে নিতে চায়নি, বর্ধমানে দুই সিপিএম নেতা খুনে ধৃত সেই চার জনকে নিজেদের হেফাজতে নিল সিআইডি। সোমবার তদন্তকারীদের বিশেষ আবেদনে সাড়া দিয়ে জেল হাজতে থাকা অভিযুক্তদের দু’দিন সিআইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় বর্ধমান আদালত। সন্ধ্যাতেই সিআইডি তাঁদের নিয়ে কলকাতা চলে গিয়েছে। গত ২২ ফেব্রুয়ারি বর্ধমান শহরের উপকণ্ঠে দেওয়ানদিঘিতে সিপিএমের প্রাক্তন বিধায়ক প্রদীপ তা ও সত্তরোর্ধ্ব নেতা কমল গায়েনকে প্রকাশ্যে খুন করা হয়। ঘটনাস্থল থেকেই চার তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু পরের দিন আদালতে তোলার সময়ে জেলা পুলিশ তাঁদের নিজেদের হেফাজতে চায়নি। যদিও বড় অপরাধের ক্ষেত্রে ‘তদন্তের স্বার্থে’ সাধারণত সেটা করাই হয়। পুলিশ হেফাজত না চাওয়ায় ধৃতদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। সেই সময়েই পুলিশের ভূমিকা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিল নিহতদের পরিবার তথা সিপিএম। কিন্তু পুলিশ দাবি করে, ধৃতদের যা জেরা করার ছিল তা হয়ে গিয়েছে। তাঁদের আর হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। আগের নির্দেশ অনুযায়ী, আগামী ৭ মার্চ ধৃতদের ফের আদালতে হাজির করানোর কথা ছিল।
বিস্তারিত...
দুই বাড়ির জমি-জট থেকেই
তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষ, বোমা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বিবাদের মূলে আদতে রয়েছে একটি জমি। সেই জমি দখলকে কেন্দ্র করেই দু’টি পরিবারের গোলমালে জড়িয়ে গেল তৃণমূলের দু’টি গোষ্ঠী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে। জমি-বিবাদের জেরে রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সেখানে দু’পক্ষে দফায় দফায় বোমাবাজি ও সংঘর্ষ চলে। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, এ দিন সকালে প্রথমে পুলিশও গ্রামে ঢুকতে পারেনি। সংঘর্ষে তিন মহিলা-সহ ছ’জন জখম হয়েছেন। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। পুলিশ জানায়, কাশীপুরের কানজারা মানিকচকে চার বিঘা জমির মালিকানা নিয়ে বন্দে আলি এবং রফিকুল ইসলাম নামে দুই বাসিন্দার মধ্যে দীর্ঘদিন ধরে গোলমাল চলছে। শনিবার তা সংঘর্ষের চেহারা নেয়। বন্দে আলিকে মারধর করে রফিকুলের দলবল। গুরুতর আহত অবস্থায় বন্দে আলিকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। স্থানীয় এবং পুলিশি সূত্রের খবর, বন্দে এবং রফিকুল দু’জনেই তৃণমূলের সমর্থক। সেই সূত্রেই তাঁদের গোলমাল ক্রমশ তৃণমূলের দু’টি গোষ্ঠীর কাজিয়ায় পরিণত হয়।
বিস্তারিত...
ডাকাতির মামলায় ধৃতেরা
অভিযুক্ত কেতুগ্রাম ধর্ষণেও
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
কেতুগ্রামে ট্রেনে ডাকাতির অভিযোগে ধৃত দু’জনকে ধর্ষণের মামলাতেও যুক্ত করল পুলিশ। ফলে, মহিলাকে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণে অভিযুক্তের সংখ্যা দুই থেকে বেড়ে দাঁড়াল চারে। পুলিশ জানায়, কাটোয়ার কেশিয়া গ্রামের নুর মহম্মদ শেখ এবং গাঙ্গুলিডাঙার সেন্টু শেখ নামে ওই দু’জন গত সাত দিন রেলপুলিশের হেফাজতে ছিল। ডাকাতির অভিযোগে তাদের ধরা হলেও এত দিন ধর্ষণের অভিযোগ আনা হয়নি। সোমবার ফের আদালতে তোলা হলে ওই দু’জনকে ধর্ষণের মামলাতেও যুক্ত করা হয়। কাটোয়া আদালতের সরকারি আইনজীবী (এপিপি) প্রবীর রায় বলেন, “ওই দু’জনকে ধর্ষণ মামলায় যুক্ত করা এবং সাত দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য কেতুগ্রাম থানার তরফে আবেদন জানানো হয়েছিল। বিচারক মঞ্জুর করেছেন।” আবার ডাকাতির মামলায় ওই দু’জনকে প্রত্যক্ষদর্শীদের দিয়ে শনাক্ত করানোর জন্য (টিআই প্যারেড) ভারপ্রাপ্ত এসিজেএম ইডেন লামাসার কাছে অনুমতি চেয়েছিল রেলপুলিশ। তা-ও মঞ্জুর হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি কাটোয়া-আমোদপুর ন্যারোগেজ লাইনের ট্রেনে ডাকাতি ও এক মহিলাকে নামিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে।
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
কলেজের অদূরেই জটলা
নেতাদের, সংঘর্ষে জখম ৬
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
শিক্ষা প্রতিষ্ঠানে বিধায়ক বা জনপ্রতিনিধিদের ‘অকারণে’ ঢোকার উপরে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়ে ছাত্র সংসদের ভোটে সেই নির্দেশ অমান্য না-করলেও তৃণমূল বিধায়ক ও স্থানীয় নেতারা কলেজের মূল ফটক থেকে কয়েকশো মিটার দূরে সারা দিন ‘বুথ’ করে বসে থাকলেন। ‘আইনশৃঙ্খলার’ অবনতি আটকাতে এই পদক্ষেপ বলে দলীয় ভাবে ব্যাখ্যা করা হলেও সংঘর্ষ এড়ানো গেল না। মারধরে জখম হয়েছেন দু’পক্ষের ৬ জন। তাঁদের ৫ জনই এসএফআইয়ের। সন্ত্রাসের অভিযোগ তুলে নিবার্চন বয়কট করে এসএফআই। বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাসকে এ দিন ‘বুথে’ বসে ভোট নিয়ে ঘনঘন খোঁজ-খবর করতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গেই ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি রতন ঘোষ, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, বনগাঁ পুরসভার চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য, বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন দত্ত, শহর তৃণমূল সভাপতি দিলীপ দাস প্রমুখ।
বিস্তারিত...
ঝাড়গ্রাম জেলা গঠনে সর্বদল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও ঝাড়গ্রাম
মেদিনীপুর আগেই ভেঙেছে। ১০ বছর আগে তৈরি হয়েছে দু’টি জেলা--পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। ফের পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে নতুন আর একটি জেলা--ঝাড়গ্রাম জেলা গঠনের পরিকল্পনা নিয়ে সোমবার জেলাস্তরে প্রথম সর্বদল বৈঠক হল মেদিনীপুর সার্কিট হাউসে। প্রশাসনের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার গৌরব শর্মা। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, সিপিআই, বিজেপি-র প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন। কী কারণে রাজ্য সরকার পৃথক ঝাড়গ্রাম জেলা গঠনের পরিকল্পনা করেছে, বৈঠকের শুরুতেই সেই বিষয়টি ব্যাখ্যা করেন জেলাশাসক। তাঁর বক্তব্য, “জেলা ভাগ হলে জঙ্গলমহল এলাকার মানুষ সব দিক থেকেই উপকৃত হবেন। প্রশাসনিক কাজেও সুবিধা হবে।” বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজনৈতিক দলগুলি ১৫ দিনের মধ্যে তাদের মতামত লিখিত ভাবে জেলা প্রশাসনকে জানাবে। জেলা প্রশাসন সেই মতামত রাজ্য সরকারের উপরমহলে পৌঁছে দেবে। তার পর প্রয়োজনে ফের জেলাস্তরে সর্বদল বৈঠক হবে।
বিস্তারিত...
তৃণমূল নেতা খুনে সিপিএমের
জোনাল সম্পাদক-সহ ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
খাগড়াবাড়ির তৃণমূল নেতা শরৎচন্দ্র রায়ের খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক সিপিএম নেতা-সহ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃত সফিজউদ্দিন আহমেদ সিপিএমের কোচবিহার উত্তর জোনাল কমিটির সম্পাদক। আলতাফ হোসেন নামে ধৃত অন্য জনও সিপিএম সমর্থক হিসাবে পরিচিত। আলতাফও খাগড়াবাড়ির বাসিন্দা। সিপিএমের খাগড়াবাড়ি লোকাল কমিটির সম্পাদক সমীর ভট্টাচার্যকেও পুলিশ আটক করেছে। এ দিন সকালে সফিজউদ্দিন, সমীরবাবুকে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে গিয়ে জেরা শুরু করেন তদন্তকারী অফিসারেরা। পরে আনা হয় আলতাফকেও। নিহত তৃণমূল নেতার মোবাইল-সহ একাধিক ফোনের ‘কল রেকর্ড’-এর সূত্রে খুনের ঘটনার জট খুলতে শুরু করেছে বলেও পুলিশের দাবি। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক সূত্রই হাতে এসেছে। সব আদালতে জানানো হবে। আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। ধৃতদের বক্তব্যে কিছু অসঙ্গতিও মিলেছে।” তৃণমূলের খাগড়াবাড়ি অঞ্চল কমিটির সভাপতি শরৎচন্দ্র রায়কে শনিবার রাতে তাঁর বাড়ির কাছেই গুলি করে খুন করা হয়।
বিস্তারিত...
‘গোপনে’ বিয়ের আয়োজন
নাবালিকার, রুখল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • হুড়া
গ্রামবাসীদের কাছে খবর পেয়ে নাবালিকার বিয়ে রুখল পুলিশ-প্রশাসন। পুরুলিয়ার হুড়া ব্লকের বড়গ্রামের ঘটনা। সুজাতা মাহাতো নামের ১৪ বছরের ওই কিশোরীর বিয়ের দিনই পুলিশ গিয়ে তা রুখে দেয়। বেগতিক বুঝে সরে পড়ে উত্তরপ্রদেশের পাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, বড়গ্রামের বাসিন্দা পেশায় কৃষিশ্রমিক দুলাল মাহাতো তার মেয়ে সুজাতার বিয়ে ঠিক করেছিলেন উত্তরপ্রদেশের খুশিনগর জেলার খাড্ডা থানার বোসাই গ্রামের এক যুবকের সঙ্গে। কিন্তু পাত্রের নামই জানাতে পারেননি দুলালবাবু। পাত্রের ঠিকানাও পুলিশ জোগাড় করেছে বহু অনুসন্ধানের পরে। বিয়ে উপলক্ষে সামান্য যে আয়োজন করা হয়ে থাকে, সেটুকুও করেননি দুলালবাবু। এত ‘গোপনে’ বিয়ের তোড়জোড় দেখে সন্দেহ হওয়ায় এলাকাবাসীই খবর দেন প্রশাসনে। খবর পেয়েই রবিবার দুপুরে হুড়া থানার পুলিশ গ্রামে গিয়ে বড়গ্রাম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুজাতার বিয়ে আটকায়। ততক্ষণে সরে পড়েছে পাত্র। তাকে ধরা যায়নি। সুসংহত শিশুবিকাশ প্রকল্পের জেলা আধিকারিক স্বপন মুখোপাধ্যায় জানান রবিবার তাঁর কাছে খবর আসে, বড়গ্রামে এক নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে। তিনি পুলিশকে জানান। একই রকম ভাবে খবর পেয়েছিলেন পুরুলিয়ার সহকারী শ্রম কমিশনার প্রসেনজিৎ কুণ্ডু।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দলনির্বিশেষে
পথে নেতারা
এপ্রিলের মধ্যে শুরু
হবে সড়ক সংস্কার
দক্ষিণবঙ্গ
জগদ্দলে বাড়ছে অপরাধ,
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ
বাইকের ধাক্কায় মগরায়
জখম মহিলা, ধৃত ১
বর্ধমান
পূর্বস্থলীতে উদ্ধার
দুই ‘নিখোঁজ’ যুবক
শ্রমিকের দেহ রেখে
বিক্ষোভ কারখানায়
পুরুলিয়া
সহবাস মামলায়
গ্রেফতার ২
পুড়ে ছাই বাড়ি
ও পালুই
মুর্শিদাবাদ
দোল উৎসবে
সাজছে নবদ্বীপ
ব্লক অফিসে ভাঙচুর,
অভিযুক্ত তৃণমূল নেতা
মেদিনীপুর
ছাত্র সংসদ নির্বাচনের
মনোনয়ন শুরু
শহরে মদের
ঠেকে ভাঙচুর
কলকাতা
৩৪.২/২৩.৬
আজকের দিনে
• ১৯৮২:
মার্কিন লেখিকা
আয়ান র্যান্ডের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না।
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.