খেয়াল রাখুন
জিও-ইনফর্মেটিক্সের পাঠ
জিও-ইনফর্মেটিক্স (রিমোট সেন্সিং, জিওগ্রাফিক্যাল ইনফর্মেশন সিস্টেম ও গ্লোবাল পজিশনিং সিস্টেম)-এর একটি স্বল্পমেয়াদি পাঠ্যক্রমে ভর্তি শুরু হল রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অধীন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদে। রিমোট সেন্সিং ও জিআইএস-এর এই সার্টিফিকেট কোর্সটির জন্য আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে। ১২ মার্চ পর্যন্ত দুপুর ১১.৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত আবেদনপত্র দেওয়া হবে। জমার শেষ দিন ১৩ মার্চ (বিকেল ৪টে পর্যন্ত)। ফোন: ২৫৬৯-৩৭২২। দেখে নিন www.banglarmukh.com(documents>notice) ওয়েবসাইট।

ক্লার্ক পরীক্ষার প্রস্তুতি
মার্চের তৃতীয় সপ্তাহ থেকে স্টেট ব্যাঙ্কের ক্লার্ক পরীক্ষার প্রস্তুতি দিতে শুরু করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড সার্ভিসেস (আই আই বি এস)। আগামী ২৭ মে ৯,৫০০ শূন্যপদ পূরণের জন্য ক্লার্ক পরীক্ষা নেওয়া হবে বলে সম্প্রতি জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। বিশেষত ওই পরীক্ষাটির জন্য প্রার্থীদের তৈরি করার লক্ষ্যেই পাঠ্যক্রমটি আনা হয়েছে বলে জানান আই আই বি এস কর্তৃপক্ষ। তাঁর দাবি, নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার বিশেষ পদ্ধতিগুলি শেখানোই পাঠ্যক্রমটির অন্যতম উদ্দেশ্য। মূল পরীক্ষার আদলে পরীক্ষা নিয়েও পড়ুয়াদের তৈরি করার ব্যবস্থা রয়েছে। বিশদে জানতে ফোন করুন ২৪৬১-০৩৬১/৯৭৩২৬ নম্বরে।

প্রবেশিকায় সফল হতে
আইআইটিতে স্নাতকোত্তর পড়ার প্রবেশিকা পরীক্ষা জ্যাম এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এম এসসি ইন বায়োটেকনোলজিতে ভর্তির পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ দিচ্ছে সল্টলেকের ‘এজ ইনস্টিটিউট’। এ ছাড়া স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতিও দেওয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানাচ্ছেন, মার্চ-এর মাঝামাঝি সময় পর্যন্ত ভর্তি চালু থাকছে সব পাঠ্যক্রমেই। ফোন করে নিতে পারেন ২৩৫৮-০৮০৮ নম্বরে।

বি-এড পাঠ্যক্রম
পৈলান গোষ্ঠীর কলেজ অফ এডুকেশনে বি-এড পাঠ্যক্রমে ভর্তি চলছে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত এই প্রতিষ্ঠানে বি-এড পড়ানো হয় বাংলা, অঙ্ক, হিন্দি, জীব বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্র বিজ্ঞান, অর্থনীতি, বাণিজ্য, কম্পিউটার ও কর্মশিক্ষায়। পাঠ্যক্রমের মেয়াদ এক বছর। স্নাতক বা স্নাতকোত্তরে ৫০% থাকলে আবেদন করা যাবে। ‘আগে এলে আগে ভর্তি’-র নিয়ম রয়েছে। ফোন: ২৪৫৩-৫৬০৫, ৯৮৩০৮-০০৩১০। দেখে নিতে পারেন www.pailancollegeofeducation.com ওয়েবসাইটটি।

এসএসসি নিয়ে
স্কুল সার্ভিস কমিশনের সহ-শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশিক্ষণ দিতে শুরু করল টালিগঞ্জের অ্যাপেক্স ইনস্টিটিউট। নিয়মিত ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া ছাড়াও দূরের ছাত্রছাত্রীদের জন্য ডাকযোগে প্রশিক্ষণ দেওয়ার সুবিধা এনেছে তারা। এই বিষয়টিতে আরও বিস্তারিত জেনে নেওয়ার জন্য ফোন করে নিতে পারেন ৯৮৩০১-৫৯০৮০ নম্বরে।

আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর

প্রশ্ন: একাদশ শ্রেণির ছাত্রী। উচ্চমাধ্যমিকের পর আইন পড়তে চাই। আইনের প্রবেশিকা পরীক্ষা দিতে হলে কী নিয়ে পড়ব? ১০+২-এ কত নম্বর পেতে হবে?

উত্তর: দ্বাদশের পর পাঁচ বছরের এল এল বি পাঠ্যক্রম করার জন্য ১০+২ স্তরে কলা, বাণিজ্য বা বিজ্ঞান, যে কোনও শাখায় পড়াশোনাই চলতে পারে। ক্ল্যাট বা কমন ল অ্যাডমিশন টেস্ট নামের পরীক্ষাটির মাধ্যমে দেশের ১৪টি প্রতিষ্ঠানে দ্বাদশ পেরনোর পরই আইন পড়া যায়। সে ক্ষেত্রে ১০+২ স্তরে ৫০% নম্বর পেতে হবে। একই ভাবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ্যের সাতটি আইন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ বছরের আইন পাঠ্যক্রম পড়ানো হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় আয়োজিত এর প্রবেশিকা পরীক্ষায় বসতে দ্বাদশ স্তরে ৪৫% নম্বর থাকা দরকার। এ ছাড়াও, বর্ধমান, কল্যাণী, বিদ্যাসাগর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন বেশ কিছু কলেজে দ্বাদশের পর আইন পড়া যায়। তবে কোনও ক্ষেত্রেই দ্বাদশ স্তরে নির্দিষ্ট বিষয় থাকার কথা বলা হয় না।

প্রশ্ন: স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। আইপিএস দিতে চাই। আইপিএসের বিজ্ঞপ্তি কখন প্রকাশিত হয়, এই পরীক্ষার জন্য কী যোগ্যতার প্রয়োজন, ইত্যাদি তথ্য জানাবেন।

উত্তর: আইপিএস বলে কোনও পরীক্ষা নেই। ইউপিএসসি সর্বভারতীয় সিভিল সার্ভিস এগজামিনেশনের মাধ্যমেই আইপিএস পদে নিয়োগ করে। যে কোনও বিষয়ে স্নাতক হলেই সিভিল সার্ভিস দেওয়া যায়। পরীক্ষার ৩টি ধাপ। প্রিলিমিনারি, মেন, ইন্টারভিউ। প্রিলিমিনারি হয় জুনে। বিজ্ঞপ্তি বেরোয় ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে।

প্রশ্ন: ইঞ্জিনিয়ারিংয়ের পর এমবিএ পড়ব। ক্যাট, ম্যাট ছাড়া আর কী পরীক্ষা আছে?

উত্তর: এম বি এ অর্থাৎ মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার জন্য ক্যাট বা ম্যাট ছাড়াও রয়েছে সি ম্যাট, জ্যাট, স্ন্যাপ ইত্যাদি।

প্রশ্ন: ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে নেট পরীক্ষা দেওয়া যায়?

উত্তর: হ্যাঁ, ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট-এ স্নাতকোত্তর স্তরে যদি ন্যূনতম ৫৫% নম্বর পেয়ে থাকেন, তবে বিষয়টি নিয়ে নেট দেওয়া যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.