বর্ধমান |
বর্ধমানের জোড়া খুনে চার ধৃত জেল থেকে সিআইডি হেফাজতে |
|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: এর আগে পুলিশ যাঁদের হেফাজতে নিতে চায়নি, বর্ধমানে দুই সিপিএম নেতা খুনে ধৃত সেই চার জনকে নিজেদের হেফাজতে নিল সিআইডি। সোমবার তদন্তকারীদের বিশেষ আবেদনে সাড়া দিয়ে জেল হাজতে থাকা অভিযুক্তদের দু’দিন সিআইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় বর্ধমান আদালত। সন্ধ্যাতেই সিআইডি তাঁদের নিয়ে কলকাতা চলে গিয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি বর্ধমান শহরের উপকণ্ঠে দেওয়ানদিঘিতে সিপিএমের প্রাক্তন বিধায়ক প্রদীপ তা ও সত্তরোর্ধ্ব নেতা কমল গায়েনকে প্রকাশ্যে খুন করা হয়। |
|
ডাকাতির মামলায় ধৃতেরা অভিযুক্ত কেতুগ্রাম ধর্ষণেও |
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: কেতুগ্রামে ট্রেনে ডাকাতির অভিযোগে ধৃত দু’জনকে ধর্ষণের মামলাতেও যুক্ত করল পুলিশ। ফলে, মহিলাকে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণে অভিযুক্তের সংখ্যা দুই থেকে বেড়ে দাঁড়াল চারে।
পুলিশ জানায়, কাটোয়ার কেশিয়া গ্রামের নুর মহম্মদ শেখ এবং গাঙ্গুলিডাঙার সেন্টু শেখ নামে ওই দু’জন গত সাত দিন রেলপুলিশের হেফাজতে ছিল। ডাকাতির অভিযোগে তাদের ধরা হলেও এত দিন ধর্ষণের অভিযোগ আনা হয়নি। সোমবার ফের আদালতে তোলা হলে ওই দু’জনকে ধর্ষণের মামলাতেও যুক্ত করা হয়। |
|
|
পূর্বস্থলীতে উদ্ধার জলপাইগুড়ির দুই ‘নিখোঁজ’ যুবক |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
ক্ষতিপূরণের দাবি, শ্রমিকের দেহ রেখে বিক্ষোভ কারখানায় |
|
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ক্ষতিপূরণের দাবিতে মৃত শ্রমিকের দেহ নিয়ে কারখানায় বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকের ওই বেসরকারি কারখানার কর্তৃপক্ষের তরফে কেউ না আসায় সোমবার দিনভর বিক্ষোভ চলে। পরে এ দিন বিকেলে কোকওভেন থানার পুলিশ গিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিলে বিক্ষোভ থামে।
রবিবার ওই বেসরকারি লোহার যন্ত্রাংশ তৈরির কারখানার ছাদ সংস্কার করার সময় উঁচু থেকে পড়ে মৃত্যু হয় ঠিকাশ্রমিক কুশকুমার রাজভরের। |
|
সিপিএম সমর্থক আটক, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া: পুলিশ এক সিপিএম সমর্থককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করায় জামুড়িয়া থানায় বিক্ষোভ দেখাল সিপিএম। তৃণমূল আবার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায়।
সিপিএমের অভিযোগ, সোমবার সকালে চুরুলিয়ার শিয়ালডাঙা থেকে তাদের সমর্থক নন্দ রুইদাসকে জামুড়িয়া থানা থেকে ডেকে পাঠানো হয়। দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয়েছিল তাঁকে। পরে তৃণমূলের লোকজন এসে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখালে দুপুর ২টো নাগাদ তাঁকে লকআপেও ঢোকানো হয়। |
|
|
বার্নপুরে পুড়ে ছাই ১৭ দোকান |
|
টুকরো খবর |
|
|
|
|