শুভাশিস চট্টোপাধ্যায় ও রিন্টু ভট্টাচার্য স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় সোমবার প্রথম সেমি ফাইনালে গৌরান্ডি স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে হারায় আসানসোল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। প্রথমে ব্যাট করে আসানসোল ক্রিকেট অ্যাসোসিয়েশন সব উইকেট হারিয়ে ১০৬ রান তোলে। জবাবে ৪ উইকেটে জয়ের রান তুলে গৌরান্ডি স্পোর্টিং ক্লাব ফাইনালে যায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত হীরক রায় স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ১১ মার্চ। এমএএমসি মাঠে খেলাগুলি অনুষ্ঠিত হবে। মোট ১২টি দল এই প্রতিযোগিতায় যোগ দেবে। এছাড়া অনূর্ধ্ব ১৪ ক্রিকেট লিগ শুরু হবে ১৬ মার্চ। খেলাগুলি অনুষ্ঠিত হবে দুর্গাপুর ক্রিকেট ক্লাব মাঠে। মোট ৮টি দল এই প্রতিযোগিতায় যোগ দেবে বলে জানিয়েছে ক্রীড়া সংস্থা।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার সোমবার আসানসোল স্টেডিয়ামের খেলায় জয়ী হয় রাধাননগর এসি। তারা সাঁকতোড়িয়া সিএ-কে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সাঁকতোড়িয়া সব উইকেট হারিয়ে ১২৬ রান তোলে। জবাবে রাধাননগর ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। সর্বোচ্চ ৫৩ রান করেন বিজয়ী দলের রঞ্জিত সিংহ।
|
সেল-আইএসপি সিএসআর পরিচালিত আন্তঃগ্রামীণ ফুটবল প্রতিযোগিতা শুরু হল সোমবার। চারটি মাঠে ম্যাচ অনুষ্ঠিত হয়। চার দিন ধরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকেরা জানিয়েছেন, প্রতিযোগিতায় ৩৩টি দল যোগ দিয়েছে।
|
ইসিএল আয়োজিত আন্তঃএরিয়া ক্রিকেট প্রতিযোগিতার সোমবারের খেলায় বিজয়ী হল শোনপুর এরিয়া। এ দিন আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা এসপি মাইনসকে ৫৬ রানে হারায়। |