টুকরো খবর |
কোলিয়ারিতে জিতল জোট
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
কোলিয়ারিতে কর্মী সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল আইএনটিটিইউসি-আইএনটিউসি জোট। বাঁশড়া কোলিয়ারির ‘এমপ্লয়িজ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-র পরিচালন সমিতির নির্বাচনে ৫৩টি আসনের মধ্যে ৪৬টিতে জেতেন আইএনটিটিইউসি সমর্থিত প্রার্থীরা। ৫টি আসন দখল করেন আইএনটিউসি সমর্থিত প্রার্থীরা। ১টি করে আসন পেয়েছেন সিটু ও এআইটিইউসি সমর্থিত প্রার্থীরা। জোট প্রার্থীদের নেতা বরুণ পাত্র সর্বাধিক ৩৯৭টি ভোট পেয়ে জিতেছেন। তিনি জানান, নির্বাচিত ৫৩ জনের মধ্যে থেকে ১২ জনকে মনোনীত করা হবে কার্যকরী সমিতি পরিচালনার জন্য। আসানসোলের (দক্ষিণ) তৃণমূল বিধায়ক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “এত দিন এখানে কোনও ভোট হত না।”
|
রেশনের গম পাচার, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রেশনের গম বেআইনি ভাবে আটা কলে বিক্রি করার অভিযোগে চিত্তরঞ্জন থানার পুলিশ ওই আটা কলের মালিক-সহ দু’জনকে গ্রেফতার করেছে। চিত্তরঞ্জন থানার আইসি অলোক মিত্র জানিয়েছেন, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ওই গম কোন রেশনের দোকান থেকে পাচার করা হচ্ছিল পুলিশ তা তদন্ত করে দেখছে।
|
নিরাপত্তা সপ্তাহ পালিত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালিত হল বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে। রবিবার বার্নপুরের ভারতী ভবনে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্কোর প্রধান আধিকারিক নওল কিশোর ঝা। ইস্কো কারখানায় শ্রমিক নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। তিনি ছাড়াও এ দিনের অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
|
জল সরবরাহের উদ্যোগ আসানসোলে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কেন্দ্রীয় সরকারের সজলধারা প্রকল্প রূপায়ণ করে বারাবনি ব্লকের পানুড়িয়া পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর উদ্যোগ হয়েছে। পানুড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ জানিয়েছেন, বারাবনি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে সজলধারা প্রকল্প রূপায়ণ করে পানীয় জল সরবরাহের উদ্যোগ হয়েছে। একটি জলাধার তৈরি হয়ে গিয়েছে। পাইপ বসানোর কাজ শুরু হয়েছে।
|
রেশনের গম পাচার, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রেশনের গম বেআইনি ভাবে আটা কলে বিক্রি করার অভিযোগে চিত্তরঞ্জন থানার পুলিশ ওই আটা কলের মালিক-সহ দু’জনকে গ্রেফতার করেছে। চিত্তরঞ্জন থানার আইসি অলোক মিত্র জানিয়েছেন, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ওই গম কোন রেশনের দোকান থেকে পাচার করা হচ্ছিল পুলিশ তা তদন্ত করে দেখছে।
|
পুড়ে মৃত্যু বধূর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বধূর। সোমবার দুর্গাপুরের চণ্ডীদাস এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতার নাম সারদা দেবী (২৮)। তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন ওই বধূর উপরে নির্যাতন করত। পুলিশ জানায়, অভিযুক্তেরা পলাতক।
|
দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
একটি দোকান থেকে রবিবার রাতে নগদ টাকা-সহ বেশ কয়েকটি মোবাইল চুরি হয়েছে। পূর্বস্থলীর পারুলিয়া বাজারের ওই মোবাইলের দোকানের মালিক রাজীব দাস পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, সোমবার সকালে তিনি দোকান খুলতে গিয়ে দেখেন, দোকানের তালা ভাঙা। চুরি গিয়েছে নগদ টাকা ও কয়েকটি মোবাইল। পূর্বস্থলী থানার পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।
|
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে অন্ডালের ২ নম্বর জাতীয় সড়কে কাজোড়া ব্রিজের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম স্বপনকুমার সাহা (৫২)। দুর্গাপুরের মামরা বাজারে তাঁর দোকান রয়েছে। এ দিন মোটরবাইকে চড়ে রানিগঞ্জ যাওয়ার সময়ে পিছন থেকে একটি লরি তাঁকে মারে।
|
জলাধারে দেহ
নিজস্ব সংবাদদাতা • লাউদোহা |
নাচন জলাধারে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে লাউদোহা (ফরিদপুর) থানা এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মৃতের নাম ভজহরি কিস্কু (৩৭)। বাড়ি স্থানীয় বাঁশিয়া গ্রামে।
|
খনিতে দেহ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
পরিত্যক্ত খোলামুখ খনি থেকে সোমবার এক যুবকের দেহ উদ্ধার করল অন্ডাল পুলিশ। অন্ডালের ধান্ডাডিহি এলাকার ঘটনা। মৃতের নাম পরিচয় জানা যায়নি। মৃতের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। পুলিশের অনুমান, শ্বাসরোধ করে ওই যুবককে খুন করা হয়েছে। |
|