অস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম তাজু শেখ, জমাত আলি শেখ এবং হালিম শেখ। বাড়ি নদিয়ার আনন্দবাস এলাকায়। তাদের কাছ থেকে গুলিভর্তি মাস্কেট ও দু’টি ভোজালি উদ্ধার হয়েছে। সোমবার ধৃতদের কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার কালনার এস টি কে কে রোডে বরযাত্রী বোঝাই বাস আটকে ডাকাতির ছক কষছিল দুষ্কৃতীরা। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ এসডিপিও (কালনা) ইন্দ্রজিৎ সরকার ও কালনা থানার ওসি অমিত মিত্রের নেতৃত্বে পুলিশের একটি দল কালনার নান্দাই এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে অপেক্ষা করছিলেন। দুষ্কৃতীরা পৌঁছনো মাত্র তাদের ধাওয়া করেন তাঁরা। কয়েক জন পালিয়ে গেলেও তিন জন ধরা পড়ে যায়। পুলিশের দাবি, ধৃতদের জেরা করে বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হবে।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। পুলিশ জানিয়েছে, মন্তেশ্বরের ইকু গ্রামের বাসিন্দা ওই ছাত্রীর নাম হেদিনা খাতুন (১৬)। সে স্থানীয় ভাগরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। রবিবার দুপুরে তার ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার পরিবারের লোকজন। তাকে প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে বধর্মান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এ দিন সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা তথা ওই স্কুলের পরিচালন কমিটির সদস্য বাপি সেন বলেন, “ইতিহাস পরীক্ষা খারাপ হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছিল হেদিনা। সম্ভবত তার জেরেই আত্মহত্যা করেছে সে।” পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত চলছে। |