আজকের শিরোনাম
পাঁচ রাজ্যের ভোটের ফলাফল
বিকেল ৪.৩০
লখনউতে দলের সদর
দফতরের সামনে সমাজবাদী
পার্টির কর্মী-সমর্থকদের বাঁধভাঙা
উচ্ছ্বাসের ছবি রয়টার্সের তোলা।
পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে কার্যত মুখ থুবড়ে পড়ল কংগ্রেস। উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া— তিনটি রাজ্যেই তারা বিধ্বস্ত। মুখরক্ষা করেছে মণিপুর। উত্তরাখণ্ডে বিজেপির সঙ্গে সমানে সমানে লড়াই দিয়েছে কেন্দ্রের শাসকদল। উত্তরপ্রদেশে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংহ যাদব। পঞ্জাব এবং গোয়ায় বিজেপি সরকার গঠন করছে। উত্তরপ্রদেশে কংগ্রেসের এই শোচনীয় ফলাফলের দায় অনেকটাই বর্তায় রাহুল গাঁধীর উপর। কংগ্রেসের নেতারা যখন রাহুলকে ‘আড়াল’ করতে ব্যস্ত, তখন রাহুল নিজেই এগিয়ে এসে সেই ‘দায়’ কাঁধে নিয়েছেন। বলেছেন, তিনি উত্তরপ্রদেশে যে ‘লড়াই’ করছিলেন, তা চালিয়ে যাবেন। তাঁর কথায়, “কোনও না কোনওদিন আমরা ওখানে জিতবই।”
পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে যথেষ্ট ‘তৃপ্ত’ হওয়ার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরপ্রদেশে একটি আসন অল্পের জন্য হেরেছে তাঁর দল। কিন্তু মণিপুরে অন্তত সাতটি আসনে জিতেছে তৃণমূল। গোয়াতে অবশ্য তারা একটি আসনও জিততে পারেনি। যা মমতার কাছে খানিকটা অপ্রত্যাশিত। তবে পঞ্জাবে প্রার্থী দিলেও তারা জেতার আশা করেনি।
মঙ্গলবারের ভোটের যা ফলাফল, তাতে কেন্দ্রে অনেকটাই ‘দুর্বল’ হয়ে পড়ল কংগ্রেস। এবং ‘সবল’ হল তৃণমূলের মতো কংগ্রেসের শরিকরা। এই অবস্থায় কংগ্রেসের যে ‘সংস্কার কমর্সূচি’, তাতেও ছেদ পড়ল বলেই দলের নেতারা মেনে নিচ্ছেন। বস্তুত, ২০০৯ সালের লোকসভা ভোটের পর এ রাজ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের যে অবস্থা হয়েছিল, কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারেরও এখন তেমনই অবস্থা বলে শরিকদলের নেতারা জানাচ্ছেন। এই অবস্থায় শরিকরা দেশে অন্তর্বর্তী নির্বাচনের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছে না।

উত্তরপ্রদেশ
মোট আসন ৪০৩
দল এগিয়ে ফলাফল পরিবর্তন মোট
২২৬ +১২৯ ২২৬
৮০ -১২৬ ৮০
৪৭ -৪ ৪৭
৩৮ +৬ ৩৮
-১

উত্তরাখণ্ড
মোট আসন ৭০
দল এগিয়ে ফলাফল পরিবর্তন মোট
৩১ +১১ ৩২
৩০ -৪ ৩১
-৫
-২
 
পঞ্জাব
মোট আসন ১১৭
দল এগিয়ে ফলাফল পরিবর্তন মোট
৫৬ +৭ ৫৬
৪৬ +২ ৪৬
১২ -৭ ১২
-২

গোয়া
মোট আসন ৪০
দল এগিয়ে ফলাফল পরিবর্তন মোট
২১ +৭ ২১
-৭
+১
+২

মণিপুর
মোট আসন
৬০
দল এগিয়ে ফলাফল পরিবর্তন মোট
৪২ +১২ ৪২
+৪
+৭
+৫
+১


দুপুর ১.০০
ইলাহাবাদে মুলায়ম সিংহ
যাদবের সমর্থকদের উল্লাসের
ছবি তুলেছে পিটিআই।
পাঁচ রাজ্যে ভোট গণনার সাম্প্রতিক পরিস্থিতি কী বলছে? উত্তরপ্রদেশে ম্যাজিক ফিগারের কাছাকাছি সমাজবাদী পার্টি। ২০২ টি আসন পেলেই তারা একক ভাবে সরকার গড়তে পারবে। দলের নেতা কিরণময় নন্দ জানালেন, ‘‘একাই সরকার গঠন করবে সপা।’’ আর সে পরিস্থিতির আঁচ পেয়েই হারের দায় স্বীকার করে মায়াবতী ইস্তফা দিচ্ছেন। আজ দুপুর ৩টের সময় রাজ্যপালের সঙ্গে দেখা করে জমা দেবেন ইস্তফা পত্র। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে মায়াবতীকে মুছে মুলায়ম সিংহ যাদব সরকার গঠন করতে চলেছেন উত্তরপ্রদেশে। অন্য দিকে উত্তরাখণ্ডে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। নিজের কেন্দ্রে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী ভূবনচন্দ্র খান্ডুল। রাজনৈতিকমহল সেখানে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দেখতে পাচ্ছে। মণিপুরে কংগ্রেস সম্ভবত হ্যাটট্রিক করতে চলেছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস রাজ্যের ৫টি বিধানসভা কেন্দ্রে জয় লাভ করেছে। পঞ্জাবে আবারও সম্ভবত আসতে চলেছে আকালি জোটের সরকার। দেশের সবচেয়ে ছোট রাজ্য গোয়ার বিধানসভা এ বার হাত ছাড়া হতে পারে কংগ্রেসের। তাদের জায়গা নিয়ে নিতে পারে বিজেপি। প্রসঙ্গত, গোয়ায় পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী উইলফ্রেড ডিসুজা। নিজের কেন্দ্রে তিন নম্বরে থাকা ডিসুজাই শুধু নন হেরে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। আপাতত নানা সম্ভাবনার ইঙ্গিত থাকলেও শেষ হাসি কারা হাসবে বা কুর্সি কার তা জানতে গণনা শেষের অপেক্ষায় থাকা ছাড়া গতি নেই।

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির জয়ে কর্মীরা নয়াদিল্লিতে রঙের আনন্দে মেতেছেন। ছবি: এএফপি।

সকাল ১১.০০
ভোট গণনার কাজ এখনও শেষ হয়নি। তবে কোনও কোনও কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। কোথাও এক দলের প্রার্থী অন্য দলের চেয়ে অনেক ভোটের ব্যবধানে রয়েছেন এগিয়ে আবার কোথাও রয়েছেন পিছিয়ে। কোথাও আবার সেয়ানে সেয়ানে চলছে লড়াই। উত্তরপ্রদেশে এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি। প্রায় ১৭১টি আসনে জয়লাভের সম্ভাবনা নিয়ে উল্লসিত দলের কর্মী-সমর্থকরা। রাজ্যে রাহুল-ম্যাজিক কাজ করেনি বলে রাজনৈতিকমহলের ধারণা। ফারুকাবাদে সলমন খুরশিদের স্ত্রী পিছিয়ে রয়েছেন। অমেঠি ও রায়বরেলিতেও পিছিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী। পাশাপাশি মথুরার মঠ কেন্দ্রে প্রায় ৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামসুন্দর শর্মা। অন্য দিকে মণিপুরের থাংমেইবন্দ ও কনথুয়াজম কেন্দ্রে জিতে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী। এগিয়ে রয়েছেন আন্দ্রো কেন্দ্রেও। সারা দেশের চোখ এখন এই পাঁচ রাজ্যের ফলাফলের দিকে। কেন না পাঁচ রাজ্যে ভোট গণনা আজ, আর তুমুল উত্কণ্ঠা যে দিল্লির দরবারে।

সকাল ৯.৩০
পাঁচ রাজ্যে ভোট গণনার কাজ চলছে। উত্তরপ্রদেশে ৪০৩, উত্তরাখণ্ডে ৭০, গোয়ায় ৪০, মণিপুরে ৬০ এবং পঞ্জাবে ১১৭টি আসনে নির্বাচনী ফলাফলের জন্য গণনা সকাল থেকেই শুরু হয়েছে। সকাল সাড়ে ন’টায় যে খবর পাওয়া যাচ্ছে, তাতে পঞ্জাবে আকালি দল, মণিপুরে কংগ্রেস, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, উত্তরাখণ্ডে বিজেপি ও গোয়ায় কংগ্রেস এগিয়ে রয়েছে। বিশিষ্ট প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন, উমা ভারতী, রাজেন্দ্র সিংহ, অরবিন্দ সিংহ যাদব, অভিষেক পাল প্রমুখরা। মথুরা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের শ্যামসুন্দর শর্মাও এগিয়ে রয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.