|
লখনউতে দলের সদর
দফতরের সামনে সমাজবাদী
পার্টির কর্মী-সমর্থকদের বাঁধভাঙা
উচ্ছ্বাসের ছবি রয়টার্সের তোলা। |
পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে কার্যত মুখ থুবড়ে পড়ল কংগ্রেস। উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া— তিনটি রাজ্যেই তারা বিধ্বস্ত। মুখরক্ষা করেছে মণিপুর। উত্তরাখণ্ডে বিজেপির সঙ্গে সমানে সমানে লড়াই দিয়েছে কেন্দ্রের শাসকদল। উত্তরপ্রদেশে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংহ যাদব। পঞ্জাব এবং গোয়ায় বিজেপি সরকার গঠন করছে। উত্তরপ্রদেশে কংগ্রেসের এই শোচনীয় ফলাফলের দায় অনেকটাই বর্তায় রাহুল গাঁধীর উপর। কংগ্রেসের নেতারা যখন রাহুলকে ‘আড়াল’ করতে ব্যস্ত, তখন রাহুল নিজেই এগিয়ে এসে সেই ‘দায়’ কাঁধে নিয়েছেন। বলেছেন, তিনি উত্তরপ্রদেশে যে ‘লড়াই’ করছিলেন, তা চালিয়ে যাবেন। তাঁর কথায়, “কোনও না কোনওদিন আমরা ওখানে জিতবই।”
পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে যথেষ্ট ‘তৃপ্ত’ হওয়ার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরপ্রদেশে একটি আসন অল্পের জন্য হেরেছে তাঁর দল। কিন্তু মণিপুরে অন্তত সাতটি আসনে জিতেছে তৃণমূল। গোয়াতে অবশ্য তারা একটি আসনও জিততে পারেনি। যা মমতার কাছে খানিকটা অপ্রত্যাশিত। তবে পঞ্জাবে প্রার্থী দিলেও তারা জেতার আশা করেনি।
মঙ্গলবারের ভোটের যা ফলাফল, তাতে কেন্দ্রে অনেকটাই ‘দুর্বল’ হয়ে পড়ল কংগ্রেস। এবং ‘সবল’ হল তৃণমূলের মতো কংগ্রেসের শরিকরা। এই অবস্থায় কংগ্রেসের যে ‘সংস্কার কমর্সূচি’, তাতেও ছেদ পড়ল বলেই দলের নেতারা মেনে নিচ্ছেন। বস্তুত, ২০০৯ সালের লোকসভা ভোটের পর এ রাজ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের যে অবস্থা হয়েছিল, কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারেরও এখন তেমনই অবস্থা বলে শরিকদলের নেতারা জানাচ্ছেন। এই অবস্থায় শরিকরা দেশে অন্তর্বর্তী নির্বাচনের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছে না।
|
পাঁচ রাজ্যে ভোট গণনার কাজ চলছে। উত্তরপ্রদেশে ৪০৩, উত্তরাখণ্ডে ৭০, গোয়ায় ৪০, মণিপুরে ৬০ এবং পঞ্জাবে ১১৭টি আসনে নির্বাচনী ফলাফলের জন্য গণনা সকাল থেকেই শুরু হয়েছে। সকাল সাড়ে ন’টায় যে খবর পাওয়া যাচ্ছে, তাতে পঞ্জাবে আকালি দল, মণিপুরে কংগ্রেস, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, উত্তরাখণ্ডে বিজেপি ও গোয়ায় কংগ্রেস এগিয়ে রয়েছে। বিশিষ্ট প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন, উমা ভারতী, রাজেন্দ্র সিংহ, অরবিন্দ সিংহ যাদব, অভিষেক পাল প্রমুখরা। মথুরা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের শ্যামসুন্দর শর্মাও এগিয়ে রয়েছেন। |