ডিপো তোলার প্রতিবাদ
দলনির্বিশেষে পথে নেতারা
মোষের গাড়ি নিয়ে মিছিলে পাশাপাশি হাঁটলেন ডান-বাম দুই বিধায়ক। পায়ে পা মেলালেন জেলা পরিষদের দুই দলের সদস্য সহ সিপিএম, কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব। মালদহের চাঁচলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিপো রক্ষায় নাগরিক মঞ্চের আন্দোলনে সোমবার পথে নামলেন জনপ্রতিনিধিরা। চাঁচল থেকে পরিবহণ নিগমের ডিপো তোলার সিদ্ধান্তের প্রতিবাদে এ দিন মহকুমাশাসকের দফতর ঘেরাও করে তাঁরা বিক্ষোভ দেখালেন। দীর্ঘ মিছিলের পরে মহকুমাশাসকের দফতরে বিক্ষোভে গলা মেলান চাঁচলের কংগ্রেস বিধায়ক আসিফ মেহবুব এবং মালতিপুরের আরএসপি বিধায়ক আবদুর রহিম বক্সি। কলকাতায় জরুরি দলীয় সভা থাকায় এ দিনের আন্দোলনে যোগ দিতে পারেননি হরিশ্চন্দ্রপুরের ফরওয়ার্ড ব্লক বিধায়ক তজমূল হোসেন। একই ভাবে দিল্লি যাওয়ার কারণে উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নুরও ছিলেন না। যদিও তিনি রবিবার সন্ধ্যায় নাগরিক কমিটির আন্দোলন মঞ্চে ঘুরে যান। গত বুধবার থেকে ডিপোর সামনে মঞ্চ বেঁধে অনির্দিষ্টকালের জন্য অবস্থান আন্দোলন শুরু করে নাগরিক মঞ্চ। ওই বিক্ষোভের জেরে গত ৬ দিন ধরে একটিও সরকারি বাস ডিপো থেকে বের হতে পারেনি। এ দিন মহকুমাশাসকের দফতরে ছিল বিক্ষোভ আন্দোলন। পরে দুই বিধায়কের নেতৃত্বে মহকুমাশাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
ছবি: বাপি মজুমদার।
চাঁচলের ভারপ্রাপ্ত মহকুমাশাসক অশোক সরকার বলেন, “বিধায়ক সহ নাগরিক মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। ওঁদের দাবির কথা জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হবে।” চাঁচল ডিপো রক্ষায় নাগরিক মঞ্চের আন্দোলনে বিধায়কদের সামিল হওয়ার খবর পেয়ে পরিবহণ নিগম সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সি মুরুগন বলেন, “খরচ কমিয়ে সংস্থাকে বাঁচাতে কিছু সিদ্ধান্ত হয়েছে। এ জন্য কোথাও পরিষেবার সমস্যা হবে না এতটুকু বলতে পারি।” নাগরিক মঞ্চের তরফে কংগ্রেস নেতা দেবব্রত ভোজ এবং সিপিএম নেতা মনওয়ারুল আলম বলেন, “যতদিন না সমস্যা মিটছে অবস্থান বিক্ষোভের পাশাপাশি লাগাতার আন্দোলন চলবে।” চাঁচল থেকে ডিপো যাতে না সরানো হয় সে জন্য মন্ত্রীকে অনুরোধের পাশাপাশি চাঁচলের বিধায়ক আসিফ মেহবুবও সংস্থার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি বলেন, “বিধানসভার অধিবেশনে বিষয়টি তোলা হবে। ডিপো তুলে দিয়ে চাঁচলকে বঞ্চিত করা হচ্ছে। ডিপো তুলে সমস্যা মিটবে না।” বিধায়ক আসিফ মেহবুব বলেন, “মহকুমা গঠনের এক দশক পরেও চাঁচল সেই অন্ধকারে। বহু দফতর গড়ে ওঠেনি। তাই চেয়ারম্যানকে ডিপো না তোলার জন্য অনুরোধ করেছি।” এ দিন ডিপোর সামনে থেকে মিছিল শুরু হয়। মিছলের সামনে ছিল মোষের গাড়ি সহ বেশ কিছু খালি রিকশা। শহর পরিক্রমার পরে দুই বিধায়কের নেতৃত্বে মিছিল এসে পৌঁছলে শুরু হয় বিক্ষোভ। মিছিলে সিপিএম নেতা হামেদুর রহমান, কংগ্রেস সদস্য আলবেরুণি, বিজেপি নেতা শীতল চক্রবর্তী, ব্লক কংগ্রেস সভাপতি সহ একাধিক দলে নেতারা উপস্থিত ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.