l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• বর্ধমানে বনধ
• জম্মু ও কাশ্মীরে তুষার ধস, মৃত ১২ সেনা
• শ্রীরামকৃষ্ণের জন্মতিথি
বিস্তারিত...
•
অতীতের তাঁরায় অঙ্কনশিল্পী এবং আধুনিক পাপেটের জনক শৈল চক্রবর্তী।
•
এই শহরের উপলব্ধি নিয়ে তারাদের চোখে গায়িকা হৈমন্তী শুক্ল।
•
স্বামী বিবেকানন্দের জন্মভিটের ইতিহাস মনীষালয়ে।
•
কলকাতার রূপ সাগরে ডুব দিয়ে ক্যামেরা-বন্দি নানা মুহূর্ত।
যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁরাই এর মর্ম বুঝবেন
অর্ঘ্য ঘোষ • নানুর
মহেন্দ্র জেনা • বোলপুর
‘দুঃস্বপ্নের স্মৃতি’কে আরও এক বার উস্কে দিল বুধবারের বর্ধমান। বর্ধমান উত্তরের প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ তা খুন হয়েছেন, এই খবর শুনে স্তম্ভিত হাসি দাস। বললেন, “ঠিক বলছেন? সিপিএমের? কখন হল?” থমকালেন। পরমুহূর্তে কেঁদে ফেললেন নানুরের প্রাক্তন সিপিএম বিধায়ক নিহত আনন্দ দাসের স্ত্রী হাসিদেবী। ২০১০ সালের ২৯ জুনের সন্ধ্যা। নানুরের সাকুলিপুরের বাড়ি থেকে টেনে বার করে আনন্দ দাসকে পিটিয়ে-কুপিয়ে-বোমা-গুলিতে খুন করেছিল আততায়ীরা। অনেকটা যে ভাবে এ দিন সকালে বর্ধমানের দেওয়ানদিঘিতে খুন হয়েছেন প্রদীপবাবু। তাই প্রদীপবাবুর পরিবারের প্রতি হাসিদেবীর রয়েছে পূর্ণ সহানুভূতি। রাজ্য-রাজনীতিতে আলোড়ন ফেলে দেওয়া ওই খুনের ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করতেই মাঝবয়সী হাসিদেবী বললেন, “সেই রাতটা জীবনেও ভুলতে পারব না। এখনও দুঃস্বপ্নের মতো চোখের সামনে সেই ছবি ভেসে ওঠে!” ১৯৮৫ সাল থেকে ২০০৬ পর্যন্ত নানুরের বিধায়ক ছিলেন আনন্দবাবু। মৃত্যুর সময় ছিলেন জোনাল কমিটির সদস্য।
বিস্তারিত...
ধর্ষণের তদন্তে নিষ্ক্রিয় পুলিশ, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ফলতা
এক কিশোরীকে গণধর্ষণের ঘটনার তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন তার পরিবারের লোকজন। দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফলতার সুজাগলপুর গ্রামের সপ্তম শ্রেণির পড়ুয়া ওই কিশোরী গত ১২ জানুয়ারি গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। পরের দিন থানায় ওই কিশোরীর পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। গত ২২ জানুয়ারি মেয়েটিকে পুলিশ উদ্ধার করে। তার পর থেকে সে অসুস্থ অবস্থায় বাড়িতে ছিল। গত সোমবার রাতে কিশোরীকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের সুপার চিরঞ্জিৎ মুর্মু বলেন, “ওই কিশোরীকে পরীক্ষার পরে দেখা যায়, সে অন্তঃসত্ত্বা। তবে তার আরও কয়েকটি পরীক্ষা করা হবে।” কিশোরীর বাড়ির লোকের অভিযোগ, নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানানো হলেও পুলিশ মেয়েটিকে খুঁজতে সদর্থক ভূমিকা নেয়নি। অপহরণকারীরাই তাকে ফলতার সহরারহাট বাজারে ছেড়ে দিয়ে যায়। কিশোরীর বাবার বক্তব্য, “পুলিশের ভূমিকায় সন্তুষ্ট না হওয়ায় তখন আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আদালতের নির্দেশে পুলিশ তদন্তে নামে।”
বিস্তারিত...
মেয়ের সামনে শ্বাসরোধ করে খুন মাকে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
ছ’বছরের মেয়ের সামনেই মাকে গলায় দড়ির ফাঁস জড়িয়ে শ্বাসরোধ করে খুন করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়ায়। পুলিশ জানায়, মৃত মহিলার নাম শশীবালা মণ্ডল ওরফে রওশানা (৩৫)। অপরাধীদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। বসিরহাট মহকুমা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এক সময়ে বাংলাদেশ থেকে এসে মাটিয়ায় নিষিদ্ধপল্লি এলাকায় ওঠেন রওশানা। পরে সেখানেই হোটেল খুলে ব্যবসা শুরু করেন। ওই এলাকাতেই তাঁর আলাপ হয় মধু মণ্ডল নামে এক বাংলাদেশি যুবকের। তাঁরা বিয়ে করেন। তাঁদের এক মেয়ে মিষ্টির বয়স বছর ছ’য়েক। ছেলে জ্যোতির বয়স তিন। কিছু দিন আগে বাংলাদেশ যাবেন বলে বেরোন মধু। তারপর থেকে দুই ছেলেমেয়েকে নিয়ে থাকতেন রওশানা।
বিস্তারিত...
গ্যাস, শূন্যে গুলি বালুরঘাট কলেজে
নিজস্ব প্রতিবেদন
ছাত্র সংসদের ভোট ঘিরে লাঠি, কাঁদানে গ্যাস, শূন্যে গুলিও চলল উত্তরবঙ্গের একাধিক কলেজে। বুধবার উত্তরবঙ্গের ৩টি জেলায় ১৩টি কলেজে ছাত্র সংসদের ভোট হয়। তার মধ্যে মালদহের সামসি কলেজে সিপি-টিএমসিপি জোটের মধ্যে এসএফআইয়ের সংঘর্ষ ঠেকাতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়। সেখানে ইঁট-ঢিল ছোড়াছুড়িতে অনেকে জখম হন। বালুরঘাট কলেজে টিএমসিপি অধ্যক্ষকে ঘেরাও করে রাখলে তা হটাতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। ওই দুটি কলেজে সংঘর্ষের সময়ে অন্তত ২৫ জন কমবেশি জখম হয়েছেন বলে ছাত্রছাত্রীরা জানিয়েছেন। অন্য কলেজগুলিতে নির্বিঘ্নেই ভোট হয়েছে। এ দিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও ভোট প্রক্রিয়ার মনোনয়ন পত্র পরীক্ষার কাজ নির্বিঘ্নে শেষ হয়। সেখানে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ৭৯টি আসন। ৬১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিতে ছাত্র সংসদ দখল করতে চলেছে ছাত্র পরিষদ। ১৬ আসনে ২৯ ফেব্রুয়ারি নির্বাচন হবে।
বিস্তারিত...
মেয়ের সঙ্গে মাধ্যমিকে বসে ইচ্ছে পূরণ মায়ের
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া
রেখা-সুনীতারা পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য নিজেদের বিয়ে আটকে দিয়েছিল। অনেকে অবশ্য তা পারেননি। পড়াশোনায় যতি টেনে তাঁদের বিয়ের পিঁড়েতে বসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ভিড়ে হুড়ার প্রত্যন্ত আমলাতোড়া গ্রামের বধূ চায়না কর্মকার ব্যতিক্রম। সংসার সামলে তিন বছর ধরে মেয়ের সঙ্গে স্কুলে গিয়ে পড়াশোনা করে এ বার তিনি মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় বসেছেন। বুধবার পুরুলিয়ার আয়েসা কাচ্ছি উর্দু হাইস্কুলে মেয়ে মানসীর সঙ্গে একই বেঞ্চে বসে তিনি পরীক্ষা দিলেন। পাড়া থানা এলাকায় চায়নাদেবীর বাপের বাড়ি। ১৯৯৫ সালে স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় তাঁর বিয়ে হয়ে যায়। চায়নাদেবী বলেন, “তখন থেকেই পড়াশোনা করার ইচ্ছাটা রয়ে গিয়েছিল। সংসারের কাজ করার মধ্যেও সেই ইচ্ছেটা শেষ হয়ে যায়নি। এক ছেলে ও এক মেয়ে জন্মানোর পরে ভেবেছিলাম, ওরা বড় হোক। তারপরে স্কুলে ভর্তি হব। মাধ্যমিক পাশ করতেই হবে।” তাঁর স্বামী বিশ্বনাথ পেশায় কৃষিজীবী। পরিবারে শিক্ষার পরিবেশ রয়েছে। তিনি জানান, বাড়ির কাছে হাইস্কুল বলতে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে মজফ্ফর আহমেদ আকাডেমি হাই মাদ্রাসা স্কুল রয়েছে।
বিস্তারিত...
ধান কেনার গতি বাড়াতে নির্দেশ স্ট্যান্ডিং কমিটির
নিজস্ব সংবাদদাতা • তমলুক
পূর্ব মেদিনীপুর জেলায় চলতি বছরে ধান সংগ্রহের সরকারি লক্ষ্যমাত্রা প্রায় ১ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন। কিন্তু এখনও পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ৩১ হাজার মেট্রিক টন। বুধবার বিধানসভার খাদ্য সরবরাহ, সমবায়, খাদ্য প্রক্রিয়াকরণ ও ক্রেতা সুরক্ষা দফতর বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কাছে ধান সংগ্রহের এমন হিসাবই দিয়েছে জেলা খাদ্য দফতর। প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে অশোক দেবের নেতৃত্বে ৬ বিধায়কের স্ট্যান্ডিং কমিটি বুধবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক ভবনে এসে বৈঠক করে। ধান কেনার এই পরিমাণ যে লক্ষ্যমাত্রার সঙ্গে সমাঞ্জস্যপূর্ণ নয়, তা জানিয়ে সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে সমন্বয় আরও বাড়ানোর নির্দেশ দেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অশোকবাবু। কমিটিতে অন্যদের মধ্যে ছিলেন বিধায়ক জ্যোতির্ময় কর, সমরেশ দাস, নমিতা সাহা, তাজমুল হক ও সুশীল রায়। স্ট্যান্ডিং কমিটির কাছে দেওয়া খাদ্য দফতরের হিসাব অনুযায়ী, জেলায় চলতি বছর ১ লক্ষ ৪ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে খাদ্য দফতর।
বিস্তারিত...
এক নজরে...
• রাজনীতির বাইরে জোট গড়ছে শহর
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
হাসপাতালে বস্তি রুখতে ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর
ডাম্পিং গ্রাউন্ড নিয়ে
প্রশাসনের বৈঠকে স্থায়ী
সমাধানের আশা
দক্ষিণবঙ্গ
মথুরাপুরে ৩
যুবকের দেহ উদ্ধার
সেতুর সংযোগকারী
রাস্তার জমি অধিগ্রহণে
টালবাহানা
বর্ধমান
প্রৌঢ়াকে পিটিয়ে
মারার অভিযোগ
দুই নেতা খুনের প্রতিবাদে মিছিল খনি ও শিল্পাঞ্চলে
পুরুলিয়া
কৃষি ঋণ শোধের নির্দেশ সমবায়ের, বিপাকে চাষিরা
পিসিকে পুড়িয়ে মারার
অভিযোগ, গ্রেফতার ভাইঝি
মুর্শিদাবাদ
বরের টোপর পার করতেও আলাদা ভাড়া বল্লভপাড়ায়
গঙ্গায় জল কমায়
বিঘ্নিত পারাপার
মেদিনীপুর
সরকারি নির্দেশ নিয়ে
সোচ্চার বাম-সংগঠন
পরিকাঠামোয় সন্তুষ্ট
নয় স্ট্যান্ডিং কমিটি
কলকাতা
৩৪.১/১৮.৪
আজকের দিনে
•
১৯৬৫:
কম্পিউটার
প্রস্তুতকারক মাইকেল
ডেলের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.