|
|
|
|
দুই নেতা খুনের প্রতিবাদে মিছিল খনি ও শিল্পাঞ্চলে |
নিজস্ব প্রতিবেদন |
বর্ধমানে দুই সিপিএম নেতা খুনের প্রতিবাদে খনি ও শিল্পাঞ্চলের নানা জায়গায় মিছিল করল সিপিএম। বুধবার বিকেলে দুর্গাপুর ও কাঁকসায় মিছিল করেন সিপিএম কর্মী-সমর্থকেরা। আসানসোলেও মিছিল বের করেন সিপিএমের মহিলা সদস্য-সমথর্করো। আজ, বৃহস্পতিবার সিপিএমের ডাকা জেলা বন্ধে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে প্রচুর পুলিশ মোতায়েন করা হবে বলে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে।
এ দিন দুর্গাপুরে সিটি সেন্টার থেকে মিছিলটি বের হয়। শেষ হয় পুরসভার সামনে। পরে শহরের অন্য এলাকাতেও একের পর এক মিছিল বেরোতে থাকে। দেওয়ানদিঘির ঘটনার নিন্দা করে স্লোগান দেওয়া হয়। দলের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী বলেন, “নৃশংস এই ঘটনার প্রতিবাদ জানাতে মানুষ স্বতস্ফূর্ত ভাবে এ দিন মিছিলে যোগদান করেছিলেন।” এ দিন কাঁকসায় একটি মিছিল বের করে সিপিএম। |
|
ধিক্কার মিছিল বামেদের। দুর্গাপুরে সি টি সেন্টার চত্বরে, আসানসোল
জি টি রোডে ও রানিগঞ্জ বাজারে। বুধবার তোলা নিজস্ব চিত্র। |
আসানসোলে মহিলা সমর্থকদের নিয়ে একটি মিছিল বের হয়। আসানসোল গির্জা মোড় থেকে পুরসভা পর্যন্ত যায় সেই মিছিল। প্রতিবাদ মিছিল হয়েছে বার্নপুর ও কুলটিতেও। সিপিএমের আসানসোল জোনাল কমিটির সম্পাদক পার্থ মুখোপাধ্যায় জানান, মহকুমায় আজ, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ তাঁরা পালন করবেন। এ দিন জামুড়িয়া বাজার, খাস কেন্দা ও শ্রীপুরে দলীয় দুই নেতা খুনে জড়িতদের শাস্তির দাবিতে মিছিল করে সিপিএম। রানিগঞ্জ শহরেও মিছিল করা হয়। অন্য দিকে, সিপিএমের ডাকা জেলা বন্ধের বিরোধিতা করে তৃণমূল পাল্টা মিছিল করে জামুড়িয়ার নিউ কেন্দায়।
বন্ধে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সদর) শীষরাম ঝাঝরিয়া জানান, এ দিন প্রচুর পুলিশ মোতায়েন করা হবে। স্পর্শকাতর এলাকাগুলিতেও পর্যাপ্ত পুলিশি প্রহরা থাকবে। এ ছাড়া মোবাইল ভ্যানও টহল দেবে। যানবাহন চলাচল যেন স্বাভাবিক থাকে তা নিশ্চিত করতে পুলিশি ব্যবস্থা রাখা হবে।
এ দিকে, সিপিএমের রানিগঞ্জ জোনাল সম্পাদক রুনু দত্ত পুলিশের কাছে অভিযোগ করেন, দু’দিন পরেই মাধ্যমিক পরীক্ষা শুরু। কিন্তু তৃণমূল এ দিন সন্ধ্যায় রানিগঞ্জ বাসস্ট্যান্ডে মাইক বাজিয়ে সিপিএমের ডাকা বন্ধের বিরুদ্ধে প্রচার করেছে। রানিগঞ্জের তৃণমূল নেতা অলোক সিংহ অবশ্য বলেন, “আমরা মাইক ব্যবহার করিনি।” তাঁর পাল্টা দাবি, “জামুড়িয়ায় আজ সারা দিন সিপিএমের কর্মীরা ট্রেকারে করে মাইকে প্রচার করেছে। পুলিশ-প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।” জামুড়িয়ার সিপিএম নেতা মনোজ দত্ত অবশ্য মাইক বাজিয়ে প্রচারের কথা অস্বীকার করেন। পুলিশ জানায়, এ ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। |
|
|
|
|
|