উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
মেয়ের সামনে শ্বাসরোধ করে খুন মাকে |
|
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: ছ’বছরের মেয়ের সামনেই মাকে গলায় দড়ির ফাঁস জড়িয়ে শ্বাসরোধ করে খুন করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়ায়। পুলিশ জানায়, মৃত মহিলার নাম শশীবালা মণ্ডল ওরফে রওশানা (৩৫)। অপরাধীদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। বসিরহাট মহকুমা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য। |
|
নিজস্ব সংবাদদাতা, ফলতা: এক কিশোরীকে গণধর্ষণের ঘটনার তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন তার পরিবারের লোকজন। দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফলতার সুজাগলপুর গ্রামের সপ্তম শ্রেণির পড়ুয়া ওই কিশোরী গত ১২ জানুয়ারি গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। পরের দিন থানায় ওই কিশোরীর পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। |
ধর্ষণের তদন্তে
নিষ্ক্রিয় পুলিশ, অভিযোগ |
|
মথুরাপুরে ৩
যুবকের দেহ উদ্ধার |
|
|
কলেজ ছাত্রী নিখোঁজ, অপহরণ কি না খতিয়ে দেখছে পুলিশ |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
সেতুর সংযোগকারী রাস্তার জমি
অধিগ্রহণে টালবাহানা |
পীযূষ নন্দী, খানাকুল: দিগরুইঘাট-মুণ্ডেশ্বরী সেতু নির্মাণ শেষের পথে। কিন্তু দু’দিকে সংযোগকারী রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ কিছুই হয়নি। ফলে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি আদৌ ব্যবহার করা যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ‘দিগরুইঘাট-মুণ্ডেশ্বরী সেতু নির্মাণ দাবি সমিতি’র পক্ষে এ নিয়ে আলোচনার জন্য রাজ্যের পূর্ত ও সড়ক মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদারের কাছে আবেদন পাঠানো হয়েছে চলতি মাসের গোড়ার দিকে। |
|
নিজস্ব সংবাদদাতা, তারকেশ্বর: ঘরছাড়া এক সিপিএম কর্মীর বাড়িতে তৃণমূল সমর্থকদের হামলা ভাঙচুরের অভিযোগ উঠল। তৃণমূলের স্থানীয় একটি অফিসেও আগুন লাগানো হয়।
মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের আস্তারা-দত্তপুর পঞ্চায়েতের দত্তপুর গ্রামে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জেলা পুলিশ সূত্রের খবর, ওই দিন রাত ১টা নাগাদ বেশ কিছু তৃণমূল সমর্থক দিবাকর ঘোষ নামে এক সিপিএম সমর্থকের বাড়িতে চড়াও হয়। |
সিপিএম কর্মীর
বাড়িতে হামলা |
|
আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাণ্ডুয়ার ব্যাঙ্কে লুঠ |
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|