কলেজ ছাত্রীর নিখোঁজের ঘটনায় বুধবার সন্ধ্যায় ব্যারাকপুর সদর বাজারে দুই যুবকের বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। তবে রাত পর্যন্ত ওই ছাত্রীর কোনও হদিস পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সোমবার কলেজ যান ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রী জয়িতা দাস। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় বন্ধু ও আত্মীয়দের কাছে খোঁজ করেন জয়িতার জয়িতার মোবাইল ফোনটিও সোমবার দুপুরের পর থেকে বন্ধ। মঙ্গলবার রাতে একটি অপহরণের অভিযোগও দায়ের করা হয়। জয়িতার দাদা রাজু দাসের অভিযোগ, “মঙ্গলবার জয়িতা একবার বাড়িতে ফোন করে কথা বলার চেষ্টা করলে ফোন কেড়ে নেওয়া হয়। তনবির নামে কলেজের প্রাক্তন এক ছাত্র ও তার সাঙ্গপাঙ্গোরা বোনকে উত্যক্ত করত। তারাই আমার বোনকে অপহরণ করেছে বলে আমরা অনুমান করছি।” যদিও জয়িতার সহপাঠীদের একাংশ জানিয়েছেন, তনবিরের সঙ্গে জয়িতার সম্পর্ক ভাল ছিল।
জগদ্দলের কাউগাছির ঝাউতলা এলাকায় জয়িতার বাড়ি। বাবার চায়ের দোকান ছিল। বাবার মৃত্যুর পরে মা’ই কোনওরকমে সংসার চালান। মেধাবী ছাত্রী বলে জয়িতার সঙ্গে টালিগঞ্জের এক যুবকের প্রণয়ের সম্পর্ক আছে বলেও পুলিশ জানতে পেরেছে। সেই যুবককে জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে, সোমবার দুপুরে কলেজ থেকে বেরিয়ে টালিগঞ্জ মেট্রো স্টেশনে প্রণয়ীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল জয়িতার। কিন্তু তিনি সন্ধ্যা পর্যন্ত সেখানে না পৌঁছনোয় জয়িতার বাড়িতে ফোন করে জানান ওই যুবক। অভিযুক্ত তনবিরের বাড়িতে এ দিন তল্লাশি চালালেও তনবির বা জয়িতার খোঁজ মেলেনি। জয়িতার সহপাঠী এক ছাত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান দীপনারায়ণ গোস্বামী বলেন, “ছাত্রীর অপহরণের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশি শুরু হয়েছে।” |