টুকরো খবর
পাঁচলায় পুলিশকর্মীদের যোগব্যায়ামের তালিম
‘ভাল থাকার উপায়’ জানতে হাতে কলমে প্রশিক্ষণ নিলেন ৫৭ জন পুলিশকর্মী। বুধবার হাওড়ার পাঁচলার পানিয়াড়ায় জেলা পুলিশ (গ্রামীণ)-এর সদর দফতরে আয়োজিত হয় কর্মশালা। এতে প্রাণায়াম, যোগব্যায়াম-এর প্রশিক্ষণ দেওয়া হয়। পদস্থ কর্তা থেকে শুরু করে সাধারণ পুলিশকর্মীরা এই কর্মশালায় হাজির ছিলেন। কর্মশালা চলে বিকেল পাঁচটা থেকে পুরো দু’ঘণ্টা। হাওড়া গ্রামীণ এলাকার বিভিন্ন থানা থেকে আধিকারিক এবং পুলিশকর্মীরা এই কর্মশালায় হাজির হন। তাঁদের সঙ্গে প্রশিক্ষণে সক্রিয়ভাবে যোগ দেন জেলা পুলিশ সুপার (গ্রামীণ) রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু হীরা, ডেপুটি পুলিশ সুপার (সদর) শ্যামল সামন্তর মত পদস্থ পুলিশ কর্তারা। হাওড়া ময়দান এলাকার একটি ইংরেজি মাধ্যম হাইস্কুলের প্রধান শিক্ষক এস সি দুবে প্রশিক্ষণ দেন। প্রজেক্টর, ছবি, বক্তৃতা ছাড়াও হাতে কলমে প্রাণায়াম যোগব্যায়াম প্রভৃতি শিক্ষা দেওয়া হয়। পুলিশ সুপার বলেন, “রাজ্য পুলিশের অধিকর্তার নির্দেশ রয়েছে পুলিশকর্মীদের ভুঁড়ি কমাতে হবে। শরীর ও মন ঠিক রাখতে হবে। আমিই ওই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করি। প্রতি মাসে একবার করে এই কর্মশালা হবে। আশা করি এতে পুলিশকর্মীরা উপকৃত হবেন।”

কিশোরের ঝুলন্ত দেহ আমতার গ্রামে
এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বুধবার হাওড়ার আমতার শীতলচক গ্রামে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম পুলক সামন্ত (১৬)। এ দিন সকালে শীতলচক হাইস্কুলের বারান্দায় তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। তার বাড়ি পাশেই সারদা গ্রামে। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়না-তদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, ওই কিশোর নবম শ্রেণি পর্যম্ত পড়াশোনা করার পরে বছরখানেক আগে স্কুল ছেড়ে দিয়ে হায়দরাবাদে চলে যায়। শীতলচক গ্রামের এক ব্যক্তির সোনার গয়নার দোকান রয়েছে হায়দরাবাদে। তাঁরই দোকানে ওই কিশোর সোনার গয়না তৈরির কাজ করত। কয়েক দিন আগে সে বাড়ি ফেরে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সে মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরোয়। আর খোঁজ মেলেনি। তার দাদু পরিতোষ সামন্ত বলেন, “আমাদের সন্দেহ নাতিকে খুন করা হয়েছে।” জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন, “আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। অভিযোগ এলে তদন্ত হবে।”

মাটি কাটার মাপজোক নিয়ে অশান্তি গোঘাটে
মাটি কাটার মাপ অনুযায়ী মজুরিকে কেন্দ্র করে বুধবারও অশান্তি হল গোঘাট ২ ব্লকে। এ দিন সকালে বদনগঞ্জ-ফলুই ২ পঞ্চায়েতের বেতরা গ্রামে একটি পুকুর কাটার কাজের সময় শ্রমিকদের হাতে নিগৃহীত হয়েছেন সংশ্লিষ্ট দফতরের সুপারভাইজারেরা। শ্রমিকদের অভিযোগ, সরকার নির্ধারিত ১৩০ টাকা মজুরি তাঁরা পাচ্ছে না। সুপারভাইজার এবং পঞ্চায়েতের বাস্তুকারেরা কাজের মাপ নিয়ে দুর্নীতির করছেন। সংশ্লিষ্ট সুপারভাইজারের সঙ্গে এ দিন শ্রমিকদের ঝামেলা বাধে। দুই সুপারভাইজারকে চড়-থাপ্পর মারা হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ আসে। পরে পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কর্তারাও আসেন। গোঘাট ২ বিডিও অনির্বাণ সোম বলেন, “কাজের পরিমাণ মাপা নিয়ে দুর্নীতির কোনও প্রশ্নই নেই। শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসা হবে।” প্রসঙ্গত, মঙ্গলবারই গোঘাট ২ ব্লকের হাজিপুর ও আরামবাগের গৌরহাটি ১ পঞ্চায়েতে শ্রমিকদের এই দাবির প্রেক্ষিতে গোলমাল ছড়ায়। অন্য দিকে, বুধবার সকালেই গোঘাট ১ ব্লকের ভাদুর পঞ্চায়েতের নেতরা গ্রামে একটি পুকুর কাটার কাজে সুপারভাইজারদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ব্লক প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

উলুবেড়িয়ায় গাড়ি উল্টে যুবকের মৃত্যু
ডিভাইডারে ধাক্কা মেরে একটি গাড়ি উল্টে গেলে গাড়ির আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার শুড়িখালির কাছে মুম্বই রোডে। মৃতের নাম পুলকরতন ওঝা (২৭)। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের হলদিয়া টাউনশিপ এলাকায়। আহত হয়েছেন চালক-সহ গাড়ির আরও চার জন আরোহী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলকবাবু কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। গানবাজনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। যাদবপুর এলাকায় একটি মেসে তিনি থাকতেন। পুলকবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। সেই সুবাদে এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রীর সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। তাঁদেরই মধ্যে এক ছাত্রী এবং তিন জন ছাত্রের সঙ্গে মঙ্গলবার রাতে পুলকবাবু গাড়িতে করে যাদবপুর থেকে কোলাঘাটের দিকে আসছিলেন। মুম্বই রোড ধরে আসার পথে রাত আড়াইটা নাগাদ শুড়িখালির কাছে পিছন থেকে একটি লরি গাড়িটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলকবাবুর। বাকিদের আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকালে আহতদের আত্মীয়েরা সকলকে নিয়ে কলকাতায় চলে আসেন। দু’জনকে গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

মন্দিরে চুরি
মন্দির থেকে সোনা-রুপোর গয়না চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। কালনা-লাগোয়া হুগলির বাকুলিয়া পঞ্চায়েতের অলিশাগড় এলাকায় ঘটনাটি ঘটে। বুধবার সকালে সেবাইত জয়দেব ধারা মন্দিরে গিয়ে দেখেন, গেটের তালা ভাঙা। দেবীর গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করেছে বলাগড় থানার পুলিশ। এর আগে সোমবার রাতে কালনার রামকৃষ্ণ-সারদা মঠ থেকে তালা ভেঙে গয়না লুঠ হয়। পুলিশের অনুমান, দুই জায়গার চুরির ঘটনার সঙ্গে দুষ্কৃতীদের একই গোষ্ঠী জড়িত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.