|
|
|
|
খানা-খন্দে ভরা রাস্তায় চলে না বাস, দুর্ভোগ বাসিন্দাদের |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বহু বার আবেদন করলেও সারানো হচ্ছে না আসানসোল পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের হারানডিহির রাস্তা। বাসিন্দাদের অভিযোগ, একাধিক বার প্রতিশ্রুতি মিললেও পুর কর্তৃপক্ষ উদ্যোগী হননি। এমনকী পুরসভার অধিবেশনেও রাস্তাটি সংস্কারের আবেদন জনিয়েও বিমুখ হয়েছেন স্থানীয় কাউন্সিলর। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম হলেও গত কয়েক বছর ধরে এটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। রাস্তাটির পূর্ণ সংস্কার কবে হবে, তা নিশ্চিত ভাবে জানাতে পারেননি শহরের মেয়রও।
আসানসোল পুরসভার বার্নপুর অঞ্চলের ৪৯ নম্বর ওয়ার্ডের হারানডিহি রেল সেতু থেকে দামোদর পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার এই রাস্তাটি গত কয়েক বছর ধরেই বেহাল। এলাকার কয়েক হাজার বাসিন্দা এই রাস্তাটি ব্যবহার করেন। কিন্তু রাস্তাটির দশা খারাপ হয়ে যাওয়ায় সম্প্রতি সেখান দিয়ে বাস চলাচল করছে না। সমস্যায় পড়েছে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়ারা। প্রতিদিন তাদের পায়ে হেঁটে স্কুলে যেতে হচ্ছে। এলাকায় গিয়ে দেখা গিয়েছে, রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। পিচ উঠে গিয়ে মাটি বেরিয়ে গিয়েছে। পুরসভার তরফে গর্ত ভরাট করার জন্য ইস্কো কারখানার ব্লাস্ট ফার্নেসের বর্জ্য ও লাল মাটির মিশ্রণ ব্যবহার করা হলেও সমস্যার সমাধান হয়নি। এই অবস্থায় বেহাল রাস্তা দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে স্থানীয় কাউন্সিলর পবিত্র মাজি বলেন, “আমিও তো বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। এলাকার বাসিন্দারা আমাকে ধরছেন। আমি পুরসভার অধিবেশনে প্রসঙ্গটি অনেক বার তুলেছি। কিন্তু সেটি সংস্কারের কোনও উদ্যোগই দেখছি না।” পবিত্রবাবু আরও জানান, পুর কর্তৃপক্ষ এই রাস্তাটি সংস্কারের জন্য ১০০ দিনের কাজের প্রকল্প থেকে প্রায় ৯ লক্ষ টাকা মঞ্জুর করেন। কিন্তু এই রাস্তা সংস্কার ১০০ দিনের কাজের প্রকল্পে আসতে পারে না। তাই পবিত্রবাবুর বাধায় সংস্কারের কাজ আর এগোয়নি। তাঁর দাবি, “এই রাস্তাটি পুরসভার হলেও ইস্কো কর্তৃপক্ষ, দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ ও এলাকার বেশ কয়েকটি সংস্থাও এই রাস্তাটি ব্যবহার করে। তাদের কাছ থেকেও আর্থিক অনুদান নিয়ে রাস্তাটি সংস্কারের প্রস্তাব দিয়েছি।”
আসানসোল পুরসভা সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরে এই রাস্তার খানা-খন্দ ভরাট করার জন্য ইস্কো কর্তৃপক্ষের কাছে নিয়মিত ব্লাস্ট ফার্নেসের বর্জ্য নেওয়া হয়েছে। আসানসোল পুরসভার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ের লিখিত অনুরোধ পাওয়ার পরেই ইস্কোর তরফে ব্লাস্ট ফানের্র্সের বর্জ্য পাঠানো হয়েছে। কিন্তু কিছুদিন পরেই সেই প্রলেপ উঠে গিয়ে রাস্তাটি ফের আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ফলে পুরসভার অর্থ খরচ করেও লাভ হচ্ছে না। এলাকার বাসিন্দারা দাবি তুলেছেন, রাস্তাটির পূর্ণ সংস্কার করা হোক। স্থানীয় বাসিন্দা বিকাশ ভদ্র বলেন, “আমরা খুব সমস্যায় আছি। বর্ষার আগে রাস্তা সারাই না হলে এখান দিয়ে আর যাতায়াত করা যাবে না।”
আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “রাস্তাটির বেহাল অবস্থার কথা শুনেছি। রাস্তাটি পূর্ণ সংস্কার করার প্রক্রিয়া শুরু হয়েছে।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাস্তাটি সংস্কারের জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়ে ইস্কো ও দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। বেসরকারি সংস্থাগুলির কাছেও অর্থ সাহায্যের আবেদন করা হয়েছে। |
|
|
|
|
|