অশান্ত বর্ধমানের কিছু মুহূর্ত |
 |
মৃতদেহ আনা হল বর্ধমান জেলা পার্টি অফিসে।
|
 |
 |
অমল হালদার
জেলা সম্পাদক, সিপিএম
দলীয় কার্যালয়ের কাছে যদি
এক জন প্রাক্তন বিধায়ক
এমন ভাবে
খুন হন, তা হলে
সাধারণ মানুষের কী হবে? |
উদয় সরকার
জেলা সভাধিপতি
যেখানে খুন হয়েছে, তার চার
পাশে শুনলাম কেউ পুলিশের
কাছে মুখ
খুলতে চাননি। কতটা
আতঙ্ক ছড়ালে এটা হয়! |
|
|
 |
দুই সিপিএম নেতা খুনের প্রতিবাদে মিছিল কাটোয়ায়।
|

এই সেই দোকান।
|

ঘটনাস্থলে ছড়িয়ে রয়েছে রক্ত।
|
 |
নিরুপম সেনের শ্রদ্ধাজ্ঞাপন।
|
বুধবার ছবিগুলি তুলেছেন উদিত সিংহ ও রানা সেনগুপ্ত। |
|