|
|
|
|
ডাম্পিং গ্রাউন্ড নিয়ে প্রশাসনের বৈঠকে স্থায়ী সমাধানের আশা |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ি শহরের ডাম্পিং গ্রাউন্ড সমস্যার স্থায়ী সমাধানের আশার আলো দেখছে প্রশাসন ও পুরসভা। ডাম্পিং গ্রাউন্ড নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে বুধবার সর্বদলীয় বৈঠক করেন জলপাইগুড়ি জেলাশাসক স্মারকী মহাপাত্র। পুরসভার চেয়ারম্যান মোহন বসু, সদর মহকুমাশাসক সাগর চক্রবর্ত্তী সহ জেলা প্রশাসনের আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সার্কিট হাউসে অনুষ্ঠিত এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য সদর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের বসতিহীন এলাকাকে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তরফেও ওই বিষয়ে ছাড়পত্র মিলেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য আরও কয়েকটি এলাকায় সমীক্ষা চালানো হবে। সর্বদলীয় বৈঠক শেষে জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, “ডাম্পিং গ্রাউন্ড সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান করা হবে। এ জন্য বেশ কিছু সরকারি জমির সমীক্ষা করা হবে। যতদিন না সমস্যার সমাধান হচ্ছে ততদিন আবর্জনা ফেলার জন্য পুরসভাকে বিকল্প কয়েকটি এলাকা চিহ্নিত করে দেওয়া হবে। সেই সঙ্গে জঞ্জাল নিয়ে সাধারণ মানুষের সচেতনা বৃদ্ধির কাজও চালিয়ে যাওয়া হবে।” প্রশাসনের কর্তারা মনে করছেন আগামী ছয় মাসের মধ্যে ডাম্পিং গ্রাউন্ড তৈরির প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে। ওই সময় শহরের আবর্জনা ফেলার জন্য পুরসভাকে কয়েকটি বিকল্প এলাকার তালিকাও দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিরোধের জেরে শহর লাগোয়া মন্ডলঘাট এলাকায় প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হবে না বলেও এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথমে শহর লাগোয়া পাঙ্গা তার পরে মন্ডলঘাটে ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিরোধিতা মুখে পড়ে জলপাইগুড়ি পুরসভা। |
|
সার্কিট হাউসে চলছে বৈঠক। বুধবার সন্দীপ পালের তোলা ছবি। |
এ দিনের বৈঠকে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, বিজেপি ছাড়াও মন্ডলঘাটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় তিন সপ্তাহ ধরে ডাম্পিং গ্রাউন্ড নিয়ে টানাপোড়েন চলায় শহরের জঞ্জাল সাফাইয়ের কাজ অনিয়মিত হয়ে পড়ে। ওই পরিস্থিতিতে জলপাইগুড়ি সদর হাসপাতাল সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকা জঞ্জালে ভরে যায়। জমা জঞ্জাল থেকে বিভিন্ন এলাকায় দূষণ ছড়াতে থাকে। বিশেষত সদর হাসপাতালে সংক্রমণের আশঙ্কা তৈরি হয়। দফায় দফায় বৈঠকেও সমাধান সূত্র বার না-হওয়ায় এ দিন জেলাশাসক সর্বদল বৈঠক করেন। চেয়ারম্যান মোহন বসু বলেন, “ডাম্পিং গ্রাউন্ডে যে জঞ্জাল ফেলা হয় সেটা পুরসভার নিজস্ব নয়। সাধারণ মানুষের ফেলা জঞ্জাল পুরসভা সংগ্রহ করে। যাই হোক এ দিনের বৈঠকে সমস্যা সমাধানের রাস্তা খুঁজে বার সম্ভব হয়েছে। স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য প্রশাসন জমি চিহ্নিত করবে।” পুরসভার পাঙ্গা এলাকায় ডাম্পিং গ্রাউন্ড থেকে পাঙ্গা নদীতে দূষণ ছড়ানোর অভিযোগ ওঠে বিভিন্ন মহলে। এ দিনের বৈঠকে ঠিক হয়েছে ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া পাঙ্গা নদীতে গার্ড ওয়াল তৈরি করা হবে। পুরসভা ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সেই কাজ করবে। |
|
|
|
|
|