বর্ধমানে সিপিএমের ২ নেতা-কর্মী খুনের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার জেলা জুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে সিপিএম। পরীক্ষা-সহ যাবতীয় জরুরি পরিষেবাকে বনধের আওতার বাইরে রাখা হয়েছে। এই ঘটনায় পুলিশ চার তৃণমূল সদস্যকে গ্রেফতার করেছে। ঘটনায় অভিযুক্তদের আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে জেরা করা হবে। আজ সকালে কলকাতার সিটু অফিসে প্রদীপ তা-র দেহ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় আলিমুদ্দিনের দলীয় কার্যালয়ে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, রবীন দেব-সহ সিপিএমের নেতৃবর্গ। তাকে শ্রদ্ধা জানান সিপিএমের অন্যান্য কর্মী-সমর্থকরাও। এর পর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় বিধান সভায়। বর্ধমানেই আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। বর্ধমানে আজ বনধের সর্বাত্বক প্রভাব পড়েছে। তবে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত হয়েছে জেলার বিভিন্ন অঞ্চল। পাণ্ডবেশ্বরে বন্ধ দোকানপাট জোর করে খোলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ ঘটনায় সংঘর্ষ বাধে সিপিএমের সঙ্গে। আরও অভিযোগ, শ্যামলা নামক এলাকায় সিটু কার্যালয়ে হামলা চালায় তৃণমূল সমর্থকেরা। বনধের প্রভাব পড়েছে আসানসোল-দুর্গাপুরেও। ত্রিশগণ্ডা গ্রামে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর করা হয়। কাটোয়ায় গ্রেফতার ১৩৫ জন বনধ সমর্থক। বর্ধমানের ঘটনায় এ বার সিবিআই তদন্তের আবেদন করলেন সুব্রত মুখোপাধ্যায় নামে এক আইনজীবী। এই ঘটনায় রাজ্য সরকারের তরফে গতকাল তিনটি ভিন্ন বয়ান মেলায় ঘটনার সত্যতা জানতে ও নিরপেক্ষভাবে তদন্তের স্বার্থে আদালতে সিবিআই তদন্তের আবেদন করেন তিনি। তাঁর আবেদনে সাড়া দিয়ে সম্মতি জানিয়েছে হাইকোর্ট। এছাড়া তাঁকে মৌখিক আবেদনের পরিবর্তে লিখিত আবেদনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই কাণ্ডে ধৃত ৪ জনের ৭ মার্চ পর্যন্ত জেল হেফাযত।
|
জম্মু ও কাশ্মীরে তুষার ধস, মৃত ১২ সেনা |
জম্মু ও কাশ্মীরে প্রবল তুষার ধসে এখনও পর্যন্ত মারা গেলেন সেনাবাহিনীর ১২ জওয়ান। এর মধ্যে সোনমার্গে ৩ জন ও গুরেজে মৃত্যু হয়েছে ৬ জনের। এখনও পর্যন্ত নিখোঁজ ২২ জওয়ান। বিরূপ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য। আশঙ্কা, বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত ১৩ জন সেনাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
|
শ্রীরামকৃষ্ণের ১১৭তম জন্মতিথি পালন |
আজ শ্রীরামকৃষ্ণের ১১৭তম জন্মতিথি। শহর জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ দিনটি মহাসমারোহে পালিত হচ্ছে। আজ সকালে বেলুড় মঠে মঙ্গলারতির মাধ্যমে শুরু হয় জন্মতিথি পালন উৎসব।
|
উত্তর ২৪ পরগণার মগরাহাট কলেজে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সংঘর্ষ এসএফআই ও টিএমসিপি-র মধ্যে। আজ সকাল থেকে কলেজে ১৪৪ ধারা জারি করে শুরু হয় নির্বাচন। ঘটনার সূত্রপাত এসএফআই সমর্থক-ছাত্রদের অভিযোগকে কেন্দ্র করে। তাদের দাবি, সকালে ভোটদানে বাধা দেন টিএমসিপি-র ছাত্ররা। এর পর দু’পক্ষের মধ্যে শুরু হয় বাগ-বিতণ্ডা। ক্রমশই তা সংঘর্ষের আকার নেয়। ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের ১২ জন ছাত্র। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।
|
ধর্মঘটকে চ্যালেঞ্জ হাইকোর্টে |
২৮ ফেব্রুয়ারির ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। মামলায় বলা হয়েছে, মাধ্যমিকের মাঝে এই বনধে অসুবিধায় পড়বে ছাত্রছাত্রীরা। আগামীকাল এই মামলায় শুনানি হতে পারে।
|
হাওড়ার বাগনানে কল্যাণপুর গ্রামীণ ব্যাঙ্কে ডাকাতি হল। ব্যাঙ্কের ভল্ট ভেঙে ৪২ লক্ষ টাকা ডাকাতি হয়েছে বলে জানানো হয়েছে। গত তিন মাসে তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে নেমেছে বাগনান থানার পুলিশ। অনুমান, এর পেছনে আন্তঃরাজ্য চক্রের হাত রয়েছে।
|
প্রয়াত শিল্পী মৃণাল বন্দ্যোপাধ্যায় |
চলে গেলেন শিল্পী মৃণাল বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯। বহুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। চলচ্চিত্র, আধুনিক-সহ বিভিন্ন গানে তাঁর পারদর্শিতার পরিচয় পাওয়া যায়।
|
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন |
আজ উত্তরপ্রদেশে পঞ্চম দফার নির্বাচন। রাজ্যের ১৩টি জেলার ৪৯টি সিটে চলছে ৮২৯ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা। |