|
|
|
|
বৈঠক পূর্ব মেদিনীপুরে |
ধান কেনার গতি বাড়াতে নির্দেশ স্ট্যান্ডিং কমিটির |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পূর্ব মেদিনীপুর জেলায় চলতি বছরে ধান সংগ্রহের সরকারি লক্ষ্যমাত্রা প্রায় ১ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন। কিন্তু এখনও পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ৩১ হাজার মেট্রিক টন। বুধবার বিধানসভার খাদ্য সরবরাহ, সমবায়, খাদ্য প্রক্রিয়াকরণ ও ক্রেতা সুরক্ষা দফতর বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কাছে ধান সংগ্রহের এমন হিসাবই দিয়েছে জেলা খাদ্য দফতর।
প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে অশোক দেবের নেতৃত্বে ৬ বিধায়কের স্ট্যান্ডিং কমিটি বুধবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক ভবনে এসে বৈঠক করে। ধান কেনার এই পরিমাণ যে লক্ষ্যমাত্রার সঙ্গে সমাঞ্জস্যপূর্ণ নয়, তা জানিয়ে সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে সমন্বয় আরও বাড়ানোর নির্দেশ দেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অশোকবাবু। কমিটিতে অন্যদের মধ্যে ছিলেন বিধায়ক জ্যোতির্ময় কর, সমরেশ দাস, নমিতা সাহা, তাজমুল হক ও সুশীল রায়।
স্ট্যান্ডিং কমিটির কাছে দেওয়া খাদ্য দফতরের হিসাব অনুযায়ী, জেলায় চলতি বছর ১ লক্ষ ৪ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে খাদ্য দফতর। ওই চালের অনুপাতে প্রায় দেড় লক্ষ টন ধান সংগ্রহ করার কথা কৃষকদের কাছ থেকে। কিন্তু সহায়ক মূল্যে ধান কেনার গতি অত্যন্ত মন্থর। নিরুপায় চাষিরা তাই বাধ্য হয়ে ফড়েদের কাছে কম দামে ধান বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ জেলার কৃষক সংগঠনগুলির। |
|
তমলুকে জেলা প্রশাসনিক ভবনে পাথর্প্রতিম দাসের ছবি। |
জেলা খাদ্য দফতরের হিসাব অনুযায়ী সরকারি সহায়ক মূল্যে এখনও পর্যন্ত জেলায় মোট চাল সংগ্রহ হয়েছে ২০ হাজার ৫৫১ মেট্রিক টন। কেনা হয়েছে প্রায় ৩১ হাজার মেট্রিক টন ধান। যা লক্ষ্যমাত্রার তুলনায় অনেকটাই কম বলে মেনে নিচ্ছেন প্রশাসনিক আধিকারিকেরাও। ধান কেনার গতি বাড়ানোর জন্য এ দিন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা খাদ্য দফতরকে আরও উদ্যোগী হওয়ার নির্দেশ দেন। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক অশোক দেব বলেন, “বর্তমান রাজ্য সরকারের ৮ মাসে কতটা কাজ হয়েছে তা খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলায় এসেছি। জেলার মানুষ যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সে দিকেই মূল নজর আমাদের। খাদ্য দফতর, জেলা প্রশাসন ও সমবায়গুলিকে আরও দ্রুত গতিতে ধান কেনার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।” এ দিন স্ট্যান্ডিং কমিটির কাছে তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ কর্তৃপক্ষ জানান, সময় মতো নির্বাচন না হওয়ায় জেলার ২৫৭টি সমবায় কৃষি উন্নয়ন সমিতির কর্তাদের কোনও আর্থিক ক্ষমকা নেই। ফলে একশো দিনের কাজের প্রকল্পের শ্রমিকদের টাকা দেওয়া থেকে শুরু করে কৃষকদের কাছ থেকে ধান কেনার মতো গুরুত্বপূর্ণ কাজগুলি ব্যাহত হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্ট্যান্ডিং কমিটির কাছে আবেদন জানান জেলা পরিষদ কর্তৃপক্ষ। |
|
|
|
|
|