l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
দুই সাব ইনস্পেকটরকে ‘ক্লোজ’ করে বিভাগীয় তদন্ত
সমস্ত উপাচার্যদের বৈঠক
বিস্তারিত...
•
অতীতের তাঁরায় অঙ্কনশিল্পী এবং আধুনিক পাপেটের জনক শৈল চক্রবর্তী।
•
এই শহরের উপলব্ধি নিয়ে তারাদের চোখে গায়িকা হৈমন্তী শুক্ল।
•
স্বামী বিবেকানন্দের জন্মভিটের ইতিহাস মনীষালয়ে।
•
কলকাতার রূপ সাগরে ডুব দিয়ে ক্যামেরা-বন্দি নানা মুহূর্ত।
দশ লাখ টাকার লোভে গাড়িতেই ‘বন্ধু’কে খুন
কিশোর সাহা • শিলিগুড়ি
বিয়ের স্বপ্ন সফল করতে মালিকের ১০ লাখ হাতিয়েছিল এক যুবক। পালাতে সাহায্য করার জন্য সে সঙ্গে নিয়েছিল তিন বন্ধুকে। সেই বন্ধুরাই তাকে গাড়ির মধ্যে খুন করে জঙ্গলে দেহ পুঁতে দিয়েছে বলে অভিযোগ। নিহত যুবকের নাম আশিস দত্ত (২৮)। তার বাড়ি শিলিগুড়ির চম্পাসারি এলাকায়। পুলিশ তিন জনকেই গ্রেফতার করেছে। এক জনের বাড়ির উনুনের নীচ থেকে উদ্ধার হয়েছে পলিথিনে মোড়া সাড়ে ৫ লাখ টাকা। পুলিশ জানায়, বাজেয়াপ্ত করা হয়েছে ‘প্রেস স্টিকার’ সাঁটানো একটি গাড়িও। ওই গাড়িটি ধৃতেরা ব্যবহার করত। খুনের পরে আশিসের ‘বন্ধুরা’ প্রায় ১২ ঘণ্টা ধরে দেহটি গাড়িতে কী ভাবে শুইয়ে-বসিয়ে মদ-মাংস সহযোগে ফুর্তি করেছে, সেই তথ্য সোমবার সামনে এনেছে পুলিশ। খুনের মামলায় ধৃতদের নাম হল তাহেরুল ইসলাম, জাকির আলি ও রফিকুল ইসলাম। সকলেই শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির ভক্তিনগর থানার জটিয়াকালী এলাকার বাসিন্দা। জাকিরের বিরুদ্ধে পুলিশের নথিতে একাধিক অসামাজিক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রের খবর, শিলিগুড়ি থানার আইসি পিনাকী মজুমদারের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল যে ভাবে রহস্যের কিনারা করেছে তার প্রশংসা করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
বিস্তারিত...
নিয়ম ভাঙা লরি আটকে আবার মার খেল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
একটি ‘নিয়ম ভাঙা’র ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নিয়ম ভাঙার অভিযোগ হাওড়ায়। কয়েক দিন আগে বালি সেতুতে গভীর রাতে নিয়ম ভেঙে ওঠা পণ্যবোঝাই ট্রাক আটকাতে গিয়ে তৃণমূলের এক নেত্রীর হাতে সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার এক ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের মার খাওয়ার অভিযোগ উঠেছিল। সোমবার ফের লরিচালক এবং ট্রাফিক পুলিশকর্মীর বচসা ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল হাওড়ার বেলুড়ে। পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়ল জনতা। জখম হন কয়েক জন পুলিশকর্মী। শেষে র্যাফ নামিয়ে পরিস্থিতি সামলানো হয়। ওই ঘটনায় জড়িত অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সূত্রপাত এ দিন বিকেল ৫টা নাগাদ। পুলিশ জানায়, বেলুড় বজরংবলী লোহা মার্কেটের কাছে গিরীশ ঘোষ রোডে কর্তব্যরত ছিলেন বালি ট্রাফিক গার্ডের সার্জেন্ট সমরেশ দলুই এবং কনস্টেবল অনুপ জানা। তখন লোহা বোঝাই একটি লরি বজরংবলী মার্কেটে ঢুকতে যায়। হাওড়া সিটি পুলিশের নিয়ম, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনও পণ্যবাহী লরি শহরে ঢুকতে পারবে না। তাই লরিটি নিয়ম ভাঙায় কর্তব্যরত পুলিশকর্মীরা সেটিকে আটকান। চালকের থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেওয়া হয়। অভিযোগ, এর পরে ওই চালক স্থানীয় কয়েক জন লরিচালক এবং ব্যবসায়ীকে ডাকেন।
বিস্তারিত...
টাকা চেয়ে হুমকি, ছেলে-সহ
তৃণমূল নেতা গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
মীমাংসার নাম করে বধূ নির্যাতনের মামলায় অভিযুক্ত পরিবারের কাছে টাকা চেয়ে হামলার অভিযোগে তৃণমূলের এক নেতা ও তাঁর ছেলেকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে শিলিগুড়ির মিলনপল্লি এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযুক্তদের নাম অমল মুখোপাধ্যায় এবং তাঁর ছেলে কাঞ্চন মুখোপাধ্যায়। অমলবাবু শিলিগুড়ি টাউন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি। অভিযোগকারিণীর নাম মঞ্জু শর্মা। তাঁর অভিযোগ, অমলবাবু ও তাঁর ছেলের দাবি মতো টাকা না-দেওয়ায় রাত সাড়ে ১১টা নাগাদ দলবল নিয়ে ওই বাড়িতে তাঁরা চড়াও হন। প্রাণভয়ে মঞ্জুদেবী পালিয়ে শিলিগুড়ি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করে। ধৃত তৃণমূল নেতা থানার অফিসারদের কয়েকজনকে সুন্দরবনে বদলি করে দেওয়ার হুমকি দেন বলেও পুলিশের অভিযোগ। সোমবার ধৃতদের আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় অমলবাবুকে এ দিন সন্ধ্যায় আদালত থেকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। রাজ্যের এক মন্ত্রী, জলপাইগুড়ির এক তৃণমূল বিধায়ক ছাড়াও শহরের একাধিক কাউন্সিলরের সঙ্গে অমলবাবুর যোগাযোগ রয়েছে বলে দলীয় সূত্রের খবর।
বিস্তারিত...
পঞ্চায়েতে একা লড়বে কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
মালদহ, মুশির্দাবাদের পর উত্তর দিনাজপুর জেলাতেও আগামী পঞ্চায়েত নির্বাচনে একা লড়াই করার ঘোষণা করল কংগ্রেস। সোমবার রায়গঞ্জের জেলাশাসকের দফতরের এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য জমি অধিগ্রহণ এবং চাষিদের কাছ থেকে সরাসরি সহায়ক দামে ধান কেনার দাবিতে অবস্থান, বিক্ষোভ করে কংগ্রেস। সেখানেই জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ওই ঘোষণা করেন। জেলা কংগ্রেস সভাপতি বলেন, “আগামী পঞ্চায়েত নির্বাচনে জেলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেস জোট করবে না।একাই লড়ব। জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দলকে শক্তিশালী করার কাজ শুরু হয়েছে।” প্রত্যাশামত তৃণমূল কংগ্রেসের তরফেও পঞ্চায়েত ভোটে একা লড়ার কথা জানিয়ে দেওয়া হয়। দলের জেলার নেতা তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন, “নিজেদের অস্বিস্ত টিকিয়ে রাখতে কংগ্রেস রাজ্য সরকারের নামে নানা মিথ্যা অভিযোগ করছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা একা লড়েই কংগ্রেসকে দেখিয়ে দেব।” এ দিন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সির এবং জেলা কংগ্রেস সভাপতির নেতৃত্বে সোমবার কর্মী সমর্থকেরা রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখান।
বিস্তারিত...
অবৈধ খাদানে মাটি ধসে চাপা পড়ল পাঁচ মেয়ে
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
অবৈধ খাদান এলাকায় কয়লা কুড়োতে গিয়ে জখম হল পাঁচ বালিকা। সোমবার সকালে জামুড়িয়ার তপসি প্যাচ এলাকার ঘটনা। জখমদের প্রথমে স্থানীয় বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে এক জনকে আসানসোল মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ দিকে, এই ঘটনায় ফের অবৈধ কয়লা চুরির রমরমা নিয়ে প্রশ্ন উঠেছে। জখম বালিকাদের বাড়ি তপসি স্টেশন পাড়ায়। তাদের বয়স সাত থেকে দশ বছরের মধ্যে। জখমদের পরিবার সূত্রে জানা যায়, এ দিন সকালে কয়লা কুড়োনোর জন্য এক সঙ্গে বাড়ি থেকে বেরোয় পাঁচ জন। সাড়ে ১০টা নাগাদ প্রতিবেশীদের থেকে বাড়ির লোকজন খবর পান, তপসি প্যাচ সংলগ্ন অবৈধ খাদান এলাকায় মাটি চাপা পড়েছে তারা। আশপাশের বাসিন্দারা কিছু ক্ষণের মধ্যে তাদের উদ্ধার করে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। পরে সেখান থেকে বছর দশেকের এক বালিকাকে আসানসোলে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে, একটি কুয়ো খাদের গা ঘেঁষে সুড়ঙ্গের মতো গর্ত। ওই এলাকায় দু’ফুট খুঁড়লেই কয়লা মেলে। স্থানীয় বাসিন্দারা জানান, গর্তে ঢুকে রড জাতীয় কিছু দিয়ে মাটি সরিয়ে কয়লা বেছে নিয়ে যায় অনেকে।
বিস্তারিত...
বহরমপুরে ভাষা দিবসে ‘বিভক্ত’ হলেন বরকত
অনল আবেদিন • বহরমপুর
তফাত বড় জোর ৫০ গজ। তার এক প্রান্তে ভাষা শহিদ আবুল বরকতের জন্মভিটেয় সামিয়ানা খাটিয়ে তৈরি হয়েছে মঞ। সেই মঞ্চে ইতিহাসবিদ জহর সেন ও প্রবাসী বিজ্ঞানী অরবিন্দ মুখোপাধ্যায়কে পাশে বসিয়ে সাংসদ অধীর চৌধুরী। সঙ্গে মন্ত্রী আবু হেনা-সহ কংগ্রেসের পাঁচ বিধায়ক। ৫০ গজের অন্য প্রান্তে আরেক মঞ্চ, বাংলাদেশের সাংস্কৃতিক জগতের দুই ব্যক্তিত্ব শাহজাহান শাহ ও তারিকুজ্জামানকে পাশে নিয়ে বসে রয়েছেন সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তুষার দে। আজ, মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুপুর তিনটে থেকে মুর্শিদাবাদ জেলার সালারের বাবলা গ্রামে ভাষা শহিদ আবুল বরকতের জন্মভিটেয় এ ছবি প্রায় অবশ্যম্ভাবী। বরকতের জন্মভিটেয় গড়া কংগ্রেস নিয়ন্ত্রিত ‘শহিদ আবুল বরকত স্মৃতি সংঘ’-এর মঞ্চ থেকে জহরবাবু ও অরবিন্দবাবু ভাষা আন্দোলন নিয়ে মঙ্গলবার বিকালে আলোচনা করবেন, একই সময় মাত্র ৫০ গজ দূরে ভাষা শহিদের পৈত্রিক জমিতে সিপিএম নিয়ন্ত্রিত শহিদ আবুল বরকত কেন্দ্রের গড়া ‘বরকত ভবন’-এর মঞ্চ থেকে একই বিষয়ে বক্তব্য রাখবেন শাহজাহান শাহ ও তারিকুজ্জামান।
বিস্তারিত...
বাবা-মাকে ফিরে পেল বিক্রম
নিজস্ব সংবাদদাতা • আদ্রা
বাবা-মা ব্যস্ত ছিল ঝগড়ায়। কারও নজর ছিল না বছর ছয়েকের শিশুটির প্রতি। গুটিগুটি পায়ে বাবা-মাকে ছেড়ে চলে গিয়েছিল শিশুটি। আর ঝগড়া শেষে বাবা ট্রেন ধরে চলে যায় রাঁচির বাড়িতে। মা চলে যায় বর্ধমানের ডিসেরগড়ে দিদিমার বাড়িতে। ছেলে বিক্রমের কথা মনে নেই ওই দম্পতির। একা ওই শিশুকে ঘোরাফেরা করতে দেখে আদ্রা রেলপুলিশ উদ্ধার করে নিয়ে যায়। সোমবার বিক্রমকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুরুলিয়ার শিশুকল্যাণ কমিটি। গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার ওই চার বছরের শিশুটিকে নিজেদের মধ্যে ঝগড়ার কারণে ভুলে চলে গিয়েছিলেন রাঁচির বরিয়াতু এলাকার বাসিন্দা ওই দম্পতি রাজু রাউত ও গুড়িয়া রাউত। রেল শুক্রবার আসানসোলের দিশেড়গড়ে স্ত্রী দিদিমার বাড়ি থেকে আদ্রার পলাশকোলাতে শ্বশুরবাড়ি এসেছিলেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাজু। সেখানেই ওই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয়। ওই দিন দুপুরে রাঁচি যাওয়ার জন্য আদ্রা থেকে খড়্গপুর-হাটিয়া ট্রেন ধরার জন্য স্টেশনে এসেছিলেন ওই দম্পতি। স্টেশনে এসেও ঝগড়া কমেনি তাঁদের মধ্যে। সেই ফাঁকেই কাছ ছাড়া হয় বিক্রম। স্বামীর উপর রাগ করে গুড়িয়া দু’বছরের ছোট ছেলে আদিত্যকে নিয়ে চলে যান ডিসেরগড়ে। আর গোটা রাত স্টেশনেই কাটিয়ে শনিবার ভোরে রাঁচি যান রাজু।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ঘুষের নালিশ,
কাজিয়া চাঁচলে
দিল্লিতে সর্বদল প্রতিনিধি
নিয়ে যেতে উদ্যোগী গৌতম
দক্ষিণবঙ্গ
ব্যবসায়ীকে কুপিয়ে, গুলি
করে লুঠপাট বসিরহাটে
লোকাল ট্রেনের পথ
বাড়ানোয় ৯ ঘণ্টা অবরোধ
বর্ধমান
দুর্ঘটনা ঘটিয়ে গ্রেফতার
ছাত্র, পাল্টা ‘মার’
বাসের ধাক্কায় বালিকার
মৃত্যু, ভাঙচুর-আগুন
পুরুলিয়া
ভস্মীভূত বাজার,
ক্ষোভ ব্যবসায়ীদের
রামপুরহাটে জমজমাট
শিবরাত্রি উৎসব
মুর্শিদাবাদ
ঘাটের নিলাম না হওয়ায
ক্ষতি রাজস্বের
সুতিতে কংগ্রেসের
অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে
মেদিনীপুর
ফের ছিনতাই
জঙ্গল রাস্তায়
গুলি-কাণ্ডের ‘কিনারা’,
দুষ্কৃতীরা অধরাই
কলকাতা
৩০.১/১৬.২
আজকের দিনে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
•
১৯৯১:
অভিনেত্রী
নূতন বহেলের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.