আজকের শিরোনাম |
দুই সাব ইনস্পেকটরকে ‘ক্লোজ’ করে বিভাগীয় তদন্ত |
ধর্ষণ কাণ্ডে অভিযোগকারিনীর সঙ্গে র্দুব্যবহারের অভিযোগে পার্ক স্ট্রিট থানার দুই অফিসার সৈকত নিয়োগী ও মণীশ সিংহকে পুলিশ লাইনে ‘ক্লোজ’ করে বিভাগীয় তদন্ত শুরু হল। ধর্ষিতার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখে পুলিশ কমিশনারকে রিপোর্ট দিয়েছেন যুগ্ম কমিশনার (ট্রাফিক) সুপ্রতীম সরকার। গত ১৪ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট থানায় তদন্তের বিষয়ে খোঁজখবর নিতে গেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে জানান অভিযোগকারিনী। ধর্ষণের পাশাপাশি ওই অভিযোগ নিয়েও তদন্তে নামে কলকাতা পুলিশ। যুগ্ম কমিশনারের রিপোর্ট পাওয়ার পর লালবাজারে বৈঠকে বসেন পুলিশ কর্তারা। তার পর ওই দুই সাব ইনস্পেকটরকে ‘ক্লোজ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
|
রাজাবাজারে বাসের ধাক্কায় মৃত ব্যক্তির বাড়িতে মন্ত্রী |
গত কাল রাতে রাজাবাজার ট্রাম ডিপো এলাকায় বাসের ধাক্কায় মৃত ব্যক্তির বাড়িতে আজ গিয়েছিলেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। পরিবারের এক জনকে পরিবহন দফতরেই চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। এ ছাড়া মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও এই অর্থ সাহায্য তৃণমূল কংগ্রেসের তরফে করা হবে। প্রসঙ্গত কালকের ঘটনার জেরে আজও বাস ডিপোতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতিরা।
|
ফের রায়গঞ্জ কলেজে উত্তেজনা |
রায়গঞ্জ কলেজে ফের অশান্তির কালো ছায়া। কলেজের অধ্যক্ষ শত্রুঘ্ন সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে অধ্যক্ষ অভিযুক্ত হিসেবে নথিভুক্ত করেছেন কল্যাণ দাস নামে এক ব্যক্তির নাম। তিনি ওই কলেজেরই ছাত্রসংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। অভিযোগে অধ্যক্ষের দেহরক্ষীকেও হেনস্থা করার কথা উল্লেখ করা হয়েছে। ছাত্র পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি এখন তৃণমূলের সদস্য, তাদের সংসদের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।
|
হাই কোর্টে বোমাতঙ্ক |
হাইকোর্টের ৬ নম্বর কোর্ট রুমের সামনে বোমাতঙ্ক। একটি পরিত্যক্ত অ্যাটাচি ঘিরে এই আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের সদস্যরা হাজির। বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে অ্যাটাচিটি খোলার চেষ্টা করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই অ্যাটাচির ভেতরে কোনও বিস্ফোরক নেই।
|
সমস্ত উপাচার্যদের বৈঠক |
কলেজে কলেজে উত্তেজনা নিয়ে উদ্বিগ্নতার কথা জানাল কলকাতা হাই কোর্ট। আজ একটি শুনানির পরিপ্রেক্ষিতে বিচারক তপেন সেন মন্তব্য করেন, ‘সমস্ত রাজ্য জ্বলছে’, ‘কোনও কলেজেই নির্বাচনের পরিস্থিতি নেই’। তার পরেই রাজ্য উচ্চ শিক্ষা সংসদের বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ। মূলত কলেজে কলেজে অশান্তির বিষয়েই এই বৈঠক। সেখানে লিংডো কমিশনের সমস্ত সুপারিশ মানা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।
|
ফের পুলিশি অপদার্থতার অভিযোগ |
বীরভূমের সিউড়িতে এ বার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠল। একটি হোটেলে ঢুকে স্বামীর সামনে স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সিউড়ি থানায় যান ওই দম্পতি। কিন্তু থানা তাঁদের অভিযোগ না-নেওয়ায় আজ ওই দম্পতি বীরভূমের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। স্ত্রীর শ্লীলতাহানি করার প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হয় স্বামীকে। অভিযুক্তরা স্থানীয় এক তৃণমূল নেতার নাম করে প্রাণনাশেরও হুমকি দেয় বলে অভিযোগ।
|
ফের দুর্ভোগ মেট্রোয় |
ফের দুর্ভোগের শিকার মেট্রো রেলের যাত্রীরা। সকাল সাড়ে ১১টা নাগাদ দমদমমুখী একটি রেকের মাঝামাঝি জায়গার কামরার তলার অংশ থেকে ধোঁয়া বের হতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ট্রেনটি রবীন্দ্র সদন স্টেশনে আসামাত্র যাত্রীরা নেমে পড়েন। তার পর কিছু ক্ষণ মেট্রো পরিষেবা বন্ধ ছিল। প্রসঙ্গত গত কালও সকাল ১১টা নাগাদ নেতাজি ভবন স্টেশনে কবি সুভাষগামী একটি ট্রেন ঢোকামাত্রই তার সামনে ‘ঝাঁপ’ দেওয়ায় মেট্রো পরিষেবা থমকে যায়। প্রায় আধ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল। আজও প্রায় একই সময়ে এই বিভ্রাটে কার্যত বিরক্ত যাত্রীরা।
|
পঞ্চম শ্রেণিতে ভর্তির দাবিতে বাঁকুড়ায় পথ অবরোধ |
অলচিকি হরফে সাঁওতালি ভাষায় চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে তারা। কিন্তু মাস দেড়েক আগে চতুর্থ শ্রেণির গণ্ডী পেরিয়েও পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে পারেনি বাঁকুড়ার হাজার দুয়েক পড়ুয়া। কারণ, এ বিষয়ে রাজ্য শিক্ষা দফতরের নির্দেশিকা ছিল না। ৪৬টি প্রাথমিক স্কুল থেকে প্রায় দু’হাজার ছাত্রছাত্রী এ বছর অলচিকি হরফে চতুর্থ শ্রেণি উত্তীর্ণ হয়েছে। জেলার মোট ১৬টি হাইস্কুলে অলচিকি হরফে পড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষা দফতরের নির্দেশ না পাওয়ায় তা এখনও চালু হয়নি। এখনও পর্যন্ত ওই নির্দেশ না আসায় ওই দু’হাজার ছেলেমেয়ে ভর্তি হওয়ার মতো স্কুল পাচ্ছে না। এই প্রতিবাদে আজ বাঁকুড়ার বিভিন্ন জায়গায় পথ অবরোধে ভুক্তভোগী অধিবাসীরা।
|
পাচার রুখে দিল আরপিএফ |
বর্ধমানের কাটোয়া থেকে ৩ নাবালিকা ও ১ নাবালককে পাচার করার চেষ্টা করছিল কিছু পাচারকারী। শেষে রেল পুলিশের সহায়তায় উদ্ধার হল তারা। জিজ্ঞাসা করে জানা গেছে তাদের প্রত্যেককেই মুর্শিদাবাদের লালবাগ থেকে আনা হয়েছিল। পাচারকারীরা পলাতক।
|
একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা পন্টিং-এর |
ভারতের বিরুদ্ধে জয় আনার পরও চলতি ত্রিদেশীয় সিরিজে দল থেকে বাদ পড়ায় আজ সকালে একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন রিকি পন্টিং। তবে টেস্ট ক্রিকেট যে খেলবেন তা জানিয়ে দিয়েছেন তিনি। |
|