|
|
|
|
ফের ছিনতাই জঙ্গল রাস্তায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফলা ফেলে একের পর এক গাড়ি আটকে ফের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে গুপ্তমণি-লোধাশুলির মাঝে ৬ নম্বর জাতীয় সড়কের জঙ্গলপথে। মারধরেরও ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রবিবার সন্ধ্যার ওই ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে। জঙ্গলপথে নিরাপত্তা নিয়েও ফের প্রশ্ন উঠেছে। একটা সময় ছিল যখন মাওবাদী আতঙ্কে পথ চলতে ভয় পেতেন। এমনকি পুলিশও সন্ধের পর থেকে ঝাড়গ্রাম এলাকার উপর দিয়ে যাওয়া ৬ নম্বর জাতীয় সড়কে গাড়ি যাতায়াত করতে দিত না। এখন মাওবাদী আতঙ্ক নয়। দুষ্কৃতী তাণ্ডবে জেরবার সাধারণ মানুষ। রাস্তা ঘিরে গাড়ি আটকে প্রায় প্রতিদিনই চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যাত্রীদের মারধর করা হচ্ছে। সব জেনেও পুলিশ নির্বিকার বলে অভিযোগ। ওই সন্ধ্যায় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওড়িশার বারিপদার বাসিন্দা সঞ্জীব মণ্ডল। হঠাৎই তাঁর গাড়ির সামনের চাকার টায়ার ফেটে যায়। সামনে তখন আরও কয়েকটি গাড়ি দাঁড়িয়ে। চালক টায়ার পাল্টানোর জন্য নামেন। সে সময়ে ২০-২৫ জনের দুষ্কৃতীদল চড়াও হয় বলে অভিযোগ। সঞ্জীববাবুকে বেধড়ক মারধর করা হয়। তাঁর মাথা ফেটে যায়। দুষ্কৃতীরা সঞ্জীববাবুর গলা থেকে সোনার চেন, হাতের সোনার আঙটি, মানিব্যাগ, মোবাইল সেট নিয়ে পালায়। পুলিশ আসে অনেক পরে। মেদিনীপুর মেডিক্যালে ভর্তি সঞ্জীববাবু ঘটনার বিবরণ দিতে গিয়েও শিউরে উঠছেন। তাঁর কথায়, “জাতীয় সড়কে অবাধে এ ভাবে একের পর এক গাড়িতে ছিনতাই হবে, চালক ও যাত্রীদের মারধর করা হবে--ভাবতেই পারিনি!” তবে ভুক্তভোগীরা জানেন, এই সড়কে খেমাশুলি থেকে লোধাশুলি, ফেকো থেকে চিচিড়া জঙ্গলপথে ছিনতাই প্রায় নিয়মিত। কিন্তু পুলিশ নির্বিকার। |
|
|
|
|
|