টুকরো খবর |
জেলা জুড়েই বিবেক মেলা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে বিবেক মেলা। শালবনি, মেদিনীপুরের মতো এলাকায় সোমবারই এই মেলা শেষ হয়েছে। অন্য দিকে, খড়্গপুরের মতো এলাকায় আবার এ দিন থেকেই মেলা শুরু হয়েছে। মেলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। তবে, সর্বত্র এই মেলার প্রচার সে ভাবে না-হওয়ায় একাংশ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের বক্তব্য, সরকারি উদ্যোগে মেলা হচ্ছে। অথচ অনেকে মেলার কথা জানতেই পারছে না। জেলা প্রশাসন অবশ্য জানাচ্ছে, মেলার জন্য বিভিন্ন এলাকায় প্রচার হয়েছে। মাইকিং করার পাশাপাশি ফেস্টুনও টাঙানো হয়েছে। তবে, সর্বত্র যে একই ভাবে প্রচার করা সম্ভব হয়নি, জেলা প্রশাসনের একাংশও তা স্বীকার করেছেন। এ বার সব জেলার সমস্ত ব্লক ও পুর-এলাকায় বিবেক মেলা আয়োজনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যুবকল্যাণ বিভাগের উদ্যোগেই স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ উদ্যোগ। জেলা প্রশাসন সূত্রে খবর, এ জন্য প্রতিটি ব্লক ও পুর-এলাকায় কমিটি তৈরি হয়েছে। সরকারি নির্দেশেই বলা হয়েছিল, ব্লক এলাকায় এই কমিটির চেয়ারম্যান হবেন সংশ্লিষ্ট এলাকার বিধায়ক এবং সভাপতি হবেন বিডিও। এবং পুর-এলাকায় চেয়ারম্যান হবেন সংশ্লিষ্ট এলাকার বিধায়ক এবং সভাপতি হবেন মহকুমাশাসক। প্রতিটি ব্লক ও পুর-এলাকায় বিবেক মেলার জন্য বরাদ্দ হয়েছে ১ লক্ষ ২৫ হাজার টাকা। মেলা উপলক্ষে প্রায় প্রতিটি এলাকাতেই পদযাত্রা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। সোমবার খড়্গপুর শহরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুদত্ত চৌধুরি, পুরপ্রধান জহরলাল পাল প্রমুখ।
|
জোড়া খুন ও লুঠে গ্রেফতার আরও ৩
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি শহর লাগোয়া ছত্রধরায় মাছের খাদ্যের গুদামে জোড়া খুন এবং লুঠের ঘটনায় যুক্ত অভিযোগে পুলিশ আরও ৩ জনকে গ্রেফতার করল। লুঠের কাজে ব্যবহৃত দুটি লরির মধ্যে একটি লরিও পুলিশ আটক করেছে। লুঠ হওয়া সামগ্রীও পুরোটা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। তবে এর আগে জেরার জন্য আটক গুদামের ম্যানেজার মানিক বেরাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি এই ঘটনায় যুক্ত নন বলেই প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। প্রসঙ্গত, গত শনিবারই উত্তর চব্বিশ পরগনার আমডাঙা থেকে জাহির আব্বাস নামে এক জনকে গ্রেফতার করেছিল পুলিশ। লুঠ হওয়া সামগ্রীর বেশ কিছুটাও তাঁর হেফাজত থেকেই উদ্ধার হয়েছিল। রবিবার কাঁথি আদালতের অনুমতিসাপেক্ষে তাকে ৪ দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। সোমবার জাহিরকে সঙ্গে নিয়েই ফের আমডাঙায় তল্লাশিতে যায় পূর্ব মেদিনীপুরের পুলিশ। সেখান থেকেই ৩ জনকে ফের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কাঁথির আইসি সুব্রত বারিক। ধৃতরা হল দীপক, সৌরভ এবং লরিচালক আনসারি। আরও কয়েক জন এবং লুঠের কাজে ব্যবহৃত আরও একটি লরির সন্ধান চলছে। এরই মধ্যে রবিবার ভোররাতে কালীনগরের কাছে একটি পেট্রোল পাম্পে ফের ডাকাতি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জনাদশেকের দুষ্কৃতীদল পেট্রোল নেওয়ার নাম করে গাড়ি নিয়ে পাম্পে ঢোকে। ম্যানেজারকে অস্ত্র দেখিয়ে চাবি আদায় করে। কাউন্টারে ঢুকে লোহার সিন্দুক ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে পালায় বলে অভিযোগ। হেঁড়িয়া ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে।
|
ভাষা দিবসে বন্ধের ডাক
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম ও মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলের স্বশাসন, সাঁওতালি ভাষায় প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়-স্তর পর্যন্ত পঠন-পাঠন চালু, কুর্মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি-সহ ৯ দফা দাবিতে আজ, মঙ্গলবার ‘ভাষা দিবস’-এ জঙ্গলমহলে ২৪ ঘন্টা বন্ধ ডাকল ঝাড়খণ্ড স্টুডেন্টস্ ফেডারেশন (জেএসএফ)। সংগঠনের মুখপাত্র অমরেন্দ্র টুডু জানিয়েছেন, ওই তিনটি মুখ্য দাবির পাশাপাশি, তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের যথা সময়ে সরকারি বৃত্তি প্রদান (স্টাইপেন্ড), জঙ্গলমহলে আরও বেশি সংখ্যায় স্কুল-কলেজ-হাসপাতাল স্থাপন, পড়ুয়াদের জন্য নতুন হস্টেল তৈরি ও পুরনো হস্টেলগুলির সংস্কার, সাঁওতালি শিক্ষা পর্ষদ গঠনের দাবিও রয়েছে তাঁদের। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে ১২৪৭টি প্রাথমিক স্কুল রয়েছে। শুরুতে সব মিলিয়ে ৫২টি প্রাথমিক স্কুলে সাঁওতালি ভাষায় অলচিকি হরফে পঠনপাঠন শুরু হয়। পরে সংখ্যাটা বাড়ার কথা থাকলেও তা কমে যায়। এর পিছনে রয়েছে মূলত পরিকাঠামোর সমস্যা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অলচিকি হরফ জানেন এমন ৮৩৩ জন প্রাথমিক শিক্ষককে এক দফা বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ওই পর্যন্তই।
|
পরিচয় মিলল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পরিচয় জানা গেল রবিবার সকালে কোলাঘাট থানার দেনান গ্রাম লাগোয়া রূপনারায়ণ থেকে উদ্ধার হওয়া দেহের। মহম্মদ তাহির আনসারি নামে বছর চল্লিশের ওই ব্যক্তির বাড়ি হাওড়া শহরে। তবে থাকতেন কলকাতার বেলগাছিয়ায় শ্বশুরবাড়িতে। শ্বশুরের ব্যবসাই দেখাশোনা করতেন। মৃতের প্যান্টের পকেট থেকে উদ্ধার হওয়া মোবাইলের সিমকার্ড ব্যবহার করে তাঁর বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। জানা যায়, ১৫ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তাহির। কলকাতার উল্টোডাঙা থানায় নিখোঁজ ডায়েরিও হয়েছিল। পুলিশের কাছ থেকে ফোন পেয়ে আত্মীয়রা এসে দেহ শনাক্ত করেন। সোমবার ময়না-তদন্ত হয় তমলুক জেলা হাসপাতালে। তবে মৃত্যুর কারণ স্পষ্ট নয় পুলিশের কাছে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
|
স্মরণ অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ভাষা দিবস উপলক্ষে হলদিয়া পুরসভার উদ্যোগে রবিবার থেকে নানা অনুষ্ঠান শুরু হল পুরভবন সংলগ্ন রবীন্দ্র-নজরুল মুক্তমঞ্চে। চলবে মঙ্গলবার পর্যন্ত। গান, নাচ, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়েছে। সোমবার ছিল লোকশিল্পীদের অনুষ্ঠান। মঙ্গলবার রয়েছে শোভাযাত্রা, অনুষ্ঠান। রবিবার আবার চৈতন্যপুরের বাড়বাজিপুরে হলদিয়া কালচারাল ফোরাম বার্ষিক অনুষ্ঠানে ইংরেজি কথোপকথন নিয়ে আলোচনা করে গ্রামের পড়ুয়ারাই। ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী যোগীশ্বরানন্দ প্রমুখ।
|
সুতাহাটায় পাট্টা বিলি
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
সোমবার হলদিয়া মহকুমার সুতাহাটা ব্লকে পাট্টা বিলির অনুষ্ঠান হল। ৬টি গ্রাম পঞ্চায়েতের ১৪৪ জন গরিব মানুষকে চাষযোগ্য এবং ৩০টি পরিবারকে বাস্তুজমির পাট্টা দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় সাড়ে ১০ একর জমির পাট্টা বিলি হয় বলে জানিয়েছে ব্লক প্রশাসন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী তথা রাজ্যের শাসকদলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শিশির অধিকারী, জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, জেলা ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক সুনীতা মিত্রদেব, মহকুমাশাসক শিল্পা গৌড়িসারিয়া, বিডিও পার্থসারথী ভৌমিক প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে শিশিরবাবু আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের কৌশল নিয়ে বলেন, “১৯টি জেলায় একক ভাবে লড়তে প্রস্তুত।”
|
জখম ঠিকাকর্মী |
রেললাইনে কাজ করার সময়ে ওয়েল্ডিং মেশিনের পাইপ ফেটে আহত হয়েছেন দুই ঠিকাকর্মী। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের হলদিয়া-পাঁশকুড়া লাইনে সুতাহাটার বরদায়। |
|