বাবা-মাকে ফিরে পেল বিক্রম
বাবা-মা ব্যস্ত ছিল ঝগড়ায়। কারও নজর ছিল না বছর ছয়েকের শিশুটির প্রতি। গুটিগুটি পায়ে বাবা-মাকে ছেড়ে চলে গিয়েছিল শিশুটি। আর ঝগড়া শেষে বাবা ট্রেন ধরে চলে যায় রাঁচির বাড়িতে। মা চলে যায় বর্ধমানের ডিসেরগড়ে দিদিমার বাড়িতে। ছেলে বিক্রমের কথা মনে নেই ওই দম্পতির। একা ওই শিশুকে ঘোরাফেরা করতে দেখে আদ্রা রেলপুলিশ উদ্ধার করে নিয়ে যায়। সোমবার বিক্রমকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুরুলিয়ার শিশুকল্যাণ কমিটি।
গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার ওই চার বছরের শিশুটিকে নিজেদের মধ্যে ঝগড়ার কারণে ভুলে চলে গিয়েছিলেন রাঁচির বরিয়াতু এলাকার বাসিন্দা ওই দম্পতি রাজু রাউত ও গুড়িয়া রাউত। রেল শুক্রবার আসানসোলের দিশেড়গড়ে স্ত্রী দিদিমার বাড়ি থেকে আদ্রার পলাশকোলাতে শ্বশুরবাড়ি এসেছিলেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাজু। সেখানেই ওই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয়। ওই দিন দুপুরে রাঁচি যাওয়ার জন্য আদ্রা থেকে খড়্গপুর-হাটিয়া ট্রেন ধরার জন্য স্টেশনে এসেছিলেন ওই দম্পতি। স্টেশনে এসেও ঝগড়া কমেনি তাঁদের মধ্যে। সেই ফাঁকেই কাছ ছাড়া হয় বিক্রম। স্বামীর উপর রাগ করে গুড়িয়া দু’বছরের ছোট ছেলে আদিত্যকে নিয়ে চলে যান ডিসেরগড়ে। আর গোটা রাত স্টেশনেই কাটিয়ে শনিবার ভোরে রাঁচি যান রাজু।
আদ্রায় ভাইয়ের সঙ্গে বিক্রম। ছবি: সুজিত মাহাতো।
স্বামী ও স্ত্রী দুজনেই ভেবেছিলেন বিক্রম অন্যের কাছে রয়েছে। শনিবার বিকেলে গুড়িয়াদেবী রাঁচি ফেরার পরে, ওই দম্পতি বুঝতে পারেন তাঁদের ছেলে হারিয়েছে। অন্য দিকে, শুক্রবার রাতে আদ্রা স্টেশনে ওভারব্রিজের কাছে ওই বাচ্চাটিকে উদ্ধার করে রেল পুলিশ। স্টেশন ম্যানেজারের সাহায্যে নিখোঁজ বাচ্চাটির বাবা-মায়ের সন্ধান পেতে মাইকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু অভিভাবকদের সন্ধান না পেয়ে পুলিশ যোগোযোগ করেছিল শিশুকল্যাণ কমিটির সঙ্গে। তাদের পরামর্শ অনুযায়ী রাতে পুলিশ বাচ্চাটিকে রেখেছিলেন আদ্রার পাশে মনিপুর গ্রামে অরুণোদয় শিশু নিকেতন হোমে। সোমবার সেখান থেকেই বিক্রমকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে শিশুকল্যাণ কমিটি। রেল পুলিশ জানিয়েছে, বাচ্চাটি বাবা-মায়ের নাম বলেছিল। কিন্তু পুরো ঠিকানা বলতে না পারায় সমস্যা হয়েছিল। এর মধ্যেই রবিবার রাঁচি থেকে ওর বাবা-মা থানায় এসেছিলেন। শিশুকল্যাণ কমিটির চেয়ারম্যান অমিতা মিশ্র জানান, ওদের কাছে প্রয়োজনীয় নথিপত্র না থাকায় রবিবার বাচ্চাটিকে দেওয়া যায়নি। এ দিন ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “নিজেদের মধ্যে ঝগড়ায় ভুলে কোনও বাবা-মা তাঁদের বাচ্চাকে ভুলে চলে গিয়েছেন ভাবা যায় না।” দোষ স্বীকার করে ওই দম্পতি বলেন, “আমরা একে অন্যরা ভেবেছিলাম বিক্রম অপরের কাছে রয়েছে। রাঁচি ফিরে ঘটনাটি বোঝার পরে দেরি না করে আদ্রায় চলে আসি।” আর অরুণোদয় শিশু নিকেতনের সম্পাদক নবকুমার দাস বলেন, “বিক্রম হোমে ভালোই ছিল। ওকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে ভালো লাগছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.