টুকরো খবর
যুব তৃণমূলের সভা বারিকুলে
ছবি: উমাকান্ত ধর।
বাঁকুড়ার মাওবাদী প্রভাবিত বারিকুল থানার পূর্ণাপানি ফুটবল মাঠে সোমবার সোমবার জনসভা করেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী। ভিড়ে ঠাসা ওই জনসভায় সিপিএমের পাশাপাশি মাওবাদীদের কড়া সমালোচনা করেন শুভেন্দুবাবু। বস্তুত, বারিকুলে মাওবাদী নাশকতার ভয়ে গত সাত বছর ধরে কোনও দলই এত বড় সভা করতে পারেনি। পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি সীমানা লাগোয়া এই থানা এলাকায় সাত বছরে মাওবাদী হামলায় নিহত হয়েছেন থানার প্রথম ওসি প্রবাল সেনগুপ্ত-সহ ২৭ জন। সেই পরিস্থিতির যে অনেকটাই ‘পরিবর্তন’ হয়েছে, এ দিনের সভার ভিড়ই তার প্রমাণ বলে মনে করছেন বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, এই সভায় ৫০ হাজারের বেশি লোক এসেছিলেন। ভিড় দেখে উৎফুল্ল সাংসদ বলেন, “রবিবার ব্রিগেডে রাজ্যের সব জেলা থেকে সিপিএমের লোক হয়েছিল। আর এখানকার মাত্র তিনটে ব্লকের মানুষের এত ভিড় দেখে মনে হচ্ছে, ওই রকম দশটা ব্রিগেড ভরে যাবে আমাদের সমাবেশে।” মাওবাদীদেরও এক হাত নিয়েছেন এই যুব তৃণমূল নেতা। তাঁর বক্তব্য, “এখন জঙ্গলমহলে শান্তি ফিরে এসেছে। এলাকার মানুষ হার্মাদ আর মাওবাদীদের ঝেঁটিয়ে বিদায় করেছেন। তাই এখন হার্মাদ আর মাওবাদীদের ভালবাসা হয়েছে। ওরা এখন একজোট হচ্ছে।” এ দিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা তৃণমূল সভাপতি তথা আবাসন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায় প্রমুখ।

নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার যুবক
নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক যুবককে বেঁধে মারধর করলেন গ্রামবাসীরা। সোমবার সকালে ঘটনাটি ঘটে ওন্দা থানা এলাকায়। অভিযুক্ত যুবককে ওন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পরে বাঁকুড়ার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মেয়েটির পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে শ্রীমন্ত মাঝি নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। আপাতত বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের মাথায় অল্পবিস্তর চোট রয়েছে। তবে গুরুতর নয়। অন্য দিকে পরীক্ষার জন্য অভিযোগকারী ওই নাবালিকার বাঁকুড়া মেডিক্যালে পাঠছিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত শ্রীমন্ত মাঝি বেলিয়াতোড় থানার কলাবেড়িয়া অঞ্চলের বাসিন্দা। পেশায় দিনমজুর ওই যুবক বেশ কিছু মাস আগে কাজের জন্য ওন্দায় এসেছেন। বাসিন্দাদের দাবি, এ দিন ওই নাবালিকা গ্রামের একটি পুকুরপাড়ে শিবরাত্রির পুজোর জন্য ফুল আনতে গিয়েছিল। সেই সময় শ্রীমন্ত তাকে একা পেয়ে জোর করে একটি ঝোপে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই নাবালিকার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসার আগেই শ্রীমন্ত পালিয়ে যায়। এর পরে ওই যুবক যেখানে থাকতেন সেখানে গিয়ে চড়াও হন গ্রামবাসীরা। বাড়ি থেকে বের করে এনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটায় তাকে। এ দিকে, ওই যুবকের বাবা ঝন্টু মাঝির দাবি, “খবর পেয়ে আমি ওন্দায় আসি। দেখি বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটানো হচ্ছে ছেলেকে। বার বার ক্ষমা চাইলেও তাঁরা ছেলেকে ছেড়ে দেননি। ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”

দলিল লেখকদের দাবি
ন্যূনতম ভাতা বাড়ানো, বৃদ্ধ লেখকদের বার্ধক্য ভাতা দেওয়ার দাবিতে শনি ও রবিবার রঘুনাথপুরে জি ডি ল্যাং হাইস্কুলে দলিল লেখক সমিতির সপ্তম জেলা সম্মেলন হয়েছে। সংগঠনের নেতা তথা রঘুনাথপুর পুরসভার উপ-পুরপ্রধান বাসুদেব তিওয়ারি জানান, জমি ক্রয়, বিক্রয়ের কাজে দলিল লেখকদের ভূমিকা রয়েছে। অথচ দীর্ঘ সময় ধরে তাঁরা অবহেলিত, পরিকাঠামোর অভাব-সহ বিভিন্ন সমস্যার মধ্যে তাঁরা কাজ করেন। রঘুনাথপুর ও কাশীপুরের জন্য একজন মাত্র সাবরেজিস্টার থাকায় সমস্যায় পড়েন দলিল লেখক ও জমির মালিকেরা। পূর্ণ সময়ের সাবরেজিস্টার নিয়োগ করা দরকার।

ধান কেনা শুরু
পুরুলিয়ার দশটি ব্লকে দ্বিতীয় দফায় ধান কেনা শুরু হবে আজ থেকে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। রাইস মিল অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক গৌতম কুণ্ডু বলেন, “জেলাশাসকের নির্দেশ অনুসারে জেলায় তিনটি পর্বে ব্লকগুলিতে ধান কেনা হয়েছে। প্রথম দফায় ১৫-১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচটি ব্লকে ধান কেনা হয়েছে। তৃতীয় দফা শুরু হবে ২৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ অবধি। দ্বিতীয় দফার ব্লকগুলি হল--বান্দোয়ান, মানবাজার২, পুঞ্চা, হুড়া, পুরুলিয়া১, কাশীপুর, জয়পুর, পাড়া, নিতুড়িয়া ও সাঁতুড়ি।”

কয়লা পাচার, ধৃত
কয়লা চুরি করে পাচার করার সময়ে পুলিশের হাতে ধরা পড়ল কয়লা বোঝই লরি। পুলিশ গ্রেফতার করেছে লরির চালক জয়দেব দে ও দুই খালাসি উজ্জ্বল গরাই, দীপক গরাইকে। সোমবার তাদের রঘুনাথপুরপুর আদালতে তোলা হলে বিচারক সকলকেই ১৪ দিন জেল হাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি পাড়া থানার মালঞ্চটি গ্রামে। সাঁওতালডিহি এলাকা থেকে কয়লা চুরি করে লরিতে করে ঝাড়খণ্ডে পাচার করার সময়ে পাহাড়িগোড়া মোড়ের কাছে লরিটিকে আটক ধরা হয়।

নতুন সভাপতি
মানবাজারের মানভূম কলেজের পরিচালন সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন শান্তিরাম মাহাতো। সোমবার বৈঠক হয়। ২৫ বছর পরিচালন সমিতির সভাপতি ছিলেন সিপিএমের জেলা সম্পাদক নকুল মাহাতো। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস বলেন, “আগের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনের প্রয়োজন হয়েছিল।”

ঝুলন্ত দেহ উদ্ধার
এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে। মৃতার নাম রীতা গোস্বামী (১৮)। বাড়ি ঝালদা থানার মসিনা গ্রামে। সে ঝালদার সত্যভামা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। সোমবার দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়ায় পাঠায় পুলিশ।

সেতুর শিলান্যাস
গ্রাম থেকে পুঞ্চা বাজারের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার। মাঝখানে একটি খাল থাকায় বাসিন্দাদের পুঞ্চা বাজারে আসতে ৭ কিমি ঘুরে যেতে হত। সোমবার ওই খালের ওপর সেতু নির্মাণের জন্য শিলান্যাস হয়েছে। পুঞ্চার বিডিও সুপ্রতীক সিংহ বলেন, “ওই সেতু নির্মাণের জন্য বিধায়ক তহবিল থেকে প্রায় ২০ লক্ষ টাকা মিলেছে।”

কর্মী সম্মেলন
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কর্মীদের মনোবল ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার পুঞ্চার বদড়া গ্রামে কংগ্রেসের একটি সভা হয়েছে। পাড়ার কংগ্রেস বিধায়ক উমাপদ বাউরি বলেন, “দলের কর্মীদের ঐক্যবদ্ধ করতেই এই বৈঠক হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.