পথ দুর্ঘটনায় এক বালিকার মৃত্যুতে বাস ভাঙচুর হল আসানসোলের পাঁচগাছিয়ায়। বিক্ষোভের জেরে সোমবার বিকেলে আসানসোল-গৌরান্ডি রোডে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ মৃতের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা নিরস্ত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল ৫টা নাগাদ পাঁচগাছিয়া মোড়ের কাছে রাস্তার পাশে কুসুম রবিদাস (৬) নামে ওই বালিকা একটি দোকান থেকে চকোলেট কিনছিল। গৌরান্ডির দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বালিকাকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে বাস নিয়ে পালাতে যান চালক। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাড়া করে বাসটিকে ধরে ফেলে। যাত্রীদের বাস থেকে নামিয়ে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সামনেই বাস ভাঙচুর করে জিনিসপত্র বাইরে নামিয়ে আগুন ধরানো হয়। এলাকার লোকজন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। যান চলাচল বন্ধ হয়ে যায়। দোকানপাটেও ঝাঁপ ফেলে দেওয়া হয়। |
এলাকার বাসিন্দাদের অভিযোগ, এমনিতেই রাস্তা খারাপ। তার উপরে লাগামছাড়া গতিতে যাতায়াত করে মিনিবাস ও ডাম্পার। স্থানীয় বাসিন্দা দুর্গা পাত্রের অভিযোগ, “আমরা বহু বার এই ভিড় রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণের অনুরোধ করেছি। কিন্তু কোনও লাভ হয়নি। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে।” বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক। যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ ও ‘হাম্প’-এর ব্যবস্থা করা হোক।
প্রায় ঘণ্টাখানেক এই অবস্থা চলার পরে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার আশ্বাস দিলে বিক্ষোভ থামে। পুলিশ মৃতদেহ ও বাসটিকে থানায় নিয়ে যায়। চালক ও কন্ডাক্টর পলাতক বলে জানায় পুলিশ। |