রাতভর স্টেশনেই পড়ে থাকল মৃতদেহ। হুঁশ নেই কারও। রবিবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয় পানাগড় স্টেশনের প্ল্যাটফর্মে। পুলিশ মৃতদেহ সরায়নি। দ্রুত মৃতদেহ সরিয়ে নেওয়ার দাবিতে সোমবার সকালে স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্যযাত্রীরা। এর পরে রেলপুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে। এর আগে, ১৪ ফেব্রুয়ারি-ও একই ধরনের ঘটনা ঘটেছিল এই স্টেশনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পাশে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান যাত্রীরা। কর্তব্যরত রেলের আধিকারিকদের বিষয়টি জানান তাঁরা। সোমবার সকালে ট্রেন ধরতে এসে দেখেন মৃতদেহটি তখনও সেখানেই পড়ে। প্ল্যাটফর্মে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। শেষ পর্যন্ত রেলপুলিশ এসে মৃতদেহ সরিয়ে নিয়ে যায়। মৃতের নাম পরিচয় জানা যায়নি। এর আগে ১৪ ফেব্রুয়ারি প্রায় সারা দিন একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে ছিল পানাগড় স্টেশনে। শেষ পর্যন্ত যাত্রীদের জোরাজুরিতে রাতে মৃতদেহ সরিয়ে নিয়ে যায় রেলপুলিশ।
২২ জানুয়ারি রাজবাঁধ স্টেশনেও একই ঘটনা ঘটে। সে দিন প্ল্যাটফর্মে পড়ে থাকা এক ভিখিরির দেহ রেল পুলিশ সরাচ্ছে না, এই অভিযোগে স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। তাঁদের অভিযোগ ছিল, আগের দিন থেকে ওই দেহটি প্ল্যাটফর্মেই পড়ে। পরে রেলপুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বারবার কেন এমন ঘটছে? রেল পুলিশ অবশ্য কর্তব্যে গাফিলতির কথা অস্বীকার করেছে। এক আধিকারিক জানিয়েছেন, পদ্ধতিগত কিছু প্রক্রিয়ার কারণেই মৃতদেহ সরাতে কিছু বেশি সময় লেগে যায়। তাছাড়া পরিকাঠামোরও অভাব আছে। যাত্রীদের অভিযোগ প্রসঙ্গে তাঁর আশ্বাস, “কেন বারবার একই রকম অভিযোগ উঠছে তা খতিয়ে দেখা হবে।” |