মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে ফের অনির্দিষ্ট কালের জন্য চিত্তরঞ্জন-রূপনারায়ণপুর রুটে বাস চলাচল বন্ধ করার ‘হুমকি’ দিলেন বাস মালিকেরা। রাস্তা সংস্কারের দাবিতে এই ‘হুমকি’ দিয়েছেন তাঁরা। এ বিষয়ে মালিকদের সঙ্গে আলোচনা শুরু করেছেন আসানসোলের মহকুমাশাসক।
আগামী শুক্রবারের মধ্যে আসানসোল চিত্তরঞ্জন রোড সংস্কারের কাজ শুরু না হলে আগাম কিছু না জানিয়েই এই রুটে বাস চালাবেন না মালিকেরা। সোমবার আসানসোলের মহকুমাশাসককে সে কথাই জানিয়েছেন তাঁরা। এর ফলে চরম অসুবিধায় পড়বেন চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর, মাইন, সামডি অঞ্চলের কয়েক হাজার বাসিন্দা। আরও উল্লেখযোগ্য বিষয় হল, ওই দিন থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। যদি সত্যিই বাস চলাচল না করে তা হলে পরীক্ষা কেন্দ্রে যেতে অসুবিধায় পড়বে পরীক্ষার্থীরা। আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় বলেন, “এর দায় পুরোপুরি মহকুমাশাসকের। সোমবার থেকে রাস্তা সংস্কার শুরু হওয়ার কথা ছিল। প্রশাসন কথা রাখেনি। আমরা শুক্রবার পর্যন্ত অপেক্ষা করে বাস চালানো বন্ধ করব।”
এর আগে ৩১ জানুয়ারি এই রুটের বাস চলাচল বন্ধ করেছিলেন বাস মালিকেরা। ৪৮ ঘণ্টা এই রাস্তায় একটিও বাস চলেনি। মালিকপক্ষের অভিযোগ, সেই সময় মহকুমা প্রশাসন কথা দিয়েছিল ২১ ফেব্রুয়ারির মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। তাই বাস মালিকেরা এই সময় পর্যন্ত বাস না চালানোর সিদ্ধান্ত স্থগিত রাখেন। কিন্তু রাস্তা সংস্কারের কাজ শুরু না হওয়ায় ফের বাস বন্ধের হুমকি দিয়েছেন তাঁরা। এ বিষয়ে আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত বলেন, “আমি মালিক সংগঠনের সঙ্গে কথা বলছি। দিন তিনেকের মধ্যেই কাজে হাত পড়বে। বাস চলাচল বন্ধ হবে না।”
এ দিকে, মালিক সংগঠনের বাস না চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলাকার যাত্রীরাই। যাত্রীদের অভিমত, সাময়িক অসুবিধা হচ্ছে। কিন্তু খারাপ রাস্তার জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি হচ্ছে। প্রশাসনের উপর চাপ সৃষ্টি না করলে রাস্তা সংস্কার হবে না। |