শেষ পর্যন্ত কর্মবিরতি থেকে সরে এলেন ডিপিএলের ছোট ভাড়া গাড়ির চালকেরা। সোমবার ডিপিএল কর্তৃপক্ষ ও চালকদের সঙ্গে কথা বলেন শ্রম দফতরের আধিকারিকেরা। শ্রম দফতরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে চালকেরা তাঁদের মত বদলান। আলোচনা শেষে অ্যাসিস্ট্যান্ট শ্রম কমিশনার দিলীপ পাল জানিয়েছেন, চালকেরা মঙ্গলবারের পূর্ব ঘোষিত কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। শ্রম দফতর নির্ধারিত নূন্যতম মজুরি মেলে না। দীর্ঘ দিন কাজ করেও চালু হয়নি পিএফ ও ইএসআই। সম্প্রতি শ্রম দফতরে এমন অভিযোগ জানিয়েছিলেন ডিপিএলের ছোট ভাড়া গাড়ির ৪৫ জন চালক। তাঁদের অভিযোগ, গাড়ির ঠিকাদার সংস্থা বা ‘প্রিন্সিপ্যাল এমপ্লয়ার’ ডিপিএল কেউ কোনও পদক্ষেপ করে না। গাড়ির মালিকেরা জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে ডিপিএল থেকে গাড়ি ভাড়া বাবদ যা পান তাতে চালকদের বেতন বৃদ্ধি বা পিএফ, ইএসআই চালু করা সম্ভব নয়। চালকদের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে শ্রম দফতর। সোমবার দফতরের আধিকারিকরা ডিপিএল কর্তৃপক্ষ এবং চালকদের সঙ্গে কথা বলেন। ডিপিএল কর্তৃপক্ষ তাঁদের দিক থেকে যা করার তা নতুন আর্থিক বছরে করে ফেলা হবে বলে আশ্বাস দেন। চালকেরা তাতে সম্মত হন। অ্যাসিস্ট্যান্ট শ্রম কমিশনার দিলীপবাবু বলেন, “এর পরে গাড়ি মালিকদের বক্তব্যও শোনা হবে। আশা করি দ্রুত বিষয়টি মিটে যাবে।”
|
আইএনটিটিইউসি অনুমোদিত ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হিরাপুরের চিত্রা মোড় ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। সংগঠনের পক্ষে বিশ্বনাথ সিংহ হিরাপুর থানায় ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের মহকুমা সম্পাদক রাজু অহলুওয়ালিয়ার অভিযোগ, “ব্রিগেড থেকে ফেরার সময় প্রদীপ বিশ্বাস-সহ সিপিএমের ৬ কর্মী ওই অফিসে আগুন ধরায়। আমাদের এক কর্মী তা দেখে ফেলেন।” এ দিকে, সিপিএমের আসানসোল জোনাল কমিটির সম্পাদক পার্থ মুখোপাধ্যায় বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। তদন্ত করছে পুলিশ।
|
রোলারে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে তপসির একটি বেসরকারি তার তৈরির কারখানায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হরিশ কুমার (৪০)। ওই মৃৃত কর্মীর পোষ্যকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে কারখানায় বিক্ষোভ শুরু হয় তৃণমূলের নেতৃত্বে। অভিযোগ, সকাল ৬টা নাগাদ দুর্ঘটনার পরে কাউকে না জানিয়ে তাঁকে আসানসোল হাসপাতালে নিয়ে যান কারখানা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছেন, দু’দিনের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি করা হবে।
|
ছ’বছরের বালিকার শ্লীলতাহানির অভিযোগে দুর্গাপুর থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রঞ্জিত বণিক। রবিবার রাতে শ্লীলতাহানির ওই ঘটনাটি ঘটে। বালিকার বাড়ি বেনাচিতির রায়পাড়ায়। সোমবার স্থানীয় বাসিন্দারা সকালে অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
খড়ের চালে আগুন লেগে পুড়ল বেশ কিছু ধান। মৃত্যু হল ৭টি কুকুরের বাচ্চার। ঘটনাটি ঘটেছে অন্ডালের সিঁদুলি বাউরি পাড়ায়। বাড়ির সদস্য মাকু টুডু জানান, হঠাৎ চালের এক অংশ আগুনে পুড়ে নীচে পড়ে গেলে ধানের পালায় আগুন ছড়িয়ে যায়। ঘর থেকে সবাই বেরিয়ে যান। কুকুরের বাচ্চাগুলি পুড়ে মারা যায়। অন্ডাল পঞ্চায়েত সমিতির সদস্য প্রভাত রায় জানান, স্থানীয় পঞ্চায়েত বিষয়টি বিডিও ও মহকুমাশাসককে জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। |