খেলার টুকরো খবর

জয়ী বিদ্যালঙ্কার
মুনস্টার ক্লাবের পরিচালনায় পাঁচ দিন ধরে চলা ক্রিকেট প্রতিযোগিতা শেষ হল রবিবার। এ দিন প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় কাটোয়ারই দু’টি ক্লাব। বিদ্যালঙ্কার ইউনিক ক্লাবকে হারিয়ে দেয়। বর্ধমানের রাজনন্দিনীকে হারিয়ে বিদ্যালঙ্কার এবং করজগ্রামকে হারিয়ে ইউনিক ক্লাব ফাইনালে ওঠে। কাটোয়া কলেজ মাঠে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন পুরবধি মুখোপাধ্যায়, কাটোয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য মুখোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট লোকজন।

দ্বিতীয় ডিভিশন লিগ
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে আদিত্য স্মৃতি সঙ্ঘ ২৬৭ রানে হারিয়েছে বাম অ্যাপোলো ক্লাবকে। প্রথমে ব্যাট করে আদিত্য করে ৩৫ ওভারে ৩০৭-৭। পরে বাম করে ১৬ ওভারে মাত্র ৪০। অপর ম্যাচে বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার ৬২ রানে হারিয়েছে তরুণ স্পোর্টিং ক্লাবকে। প্রথমে সেন্টার করে ৩০.২ ওভারে ২০৪। দলের কূলদীপ শোনকার ৮৫ রান করেন। তরুণ করে ৩১.১ ওভারে ১৫২।

হারল জেটিএস
মদনপুর আরএন স্মৃতি সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে সোমবার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল বীরভূম এমজি রয়্যাল। মদনপুর মাঠে তারা চিত্তরঞ্জন জেটিএস-কে ৭ উইকেটে হারায়। জেটিএসের ৮৭ রানের জবাবে বীরভূম এমজি রয়্যাল ৩ উইকেটে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা বিজয়ী দলের সাক্ষর চট্টোপাধ্যায়। আয়োজক সংস্থার পক্ষে নিমাই কুমার জানান, ৭ মার্চ ফাইনালে চিত্তরঞ্জন বালক সঙ্ঘের সঙ্গে এ দিনের বিজয়ী দল খেলবে।

বক্সিং ও ভলিবল
বুধবার থেকে বার্নপুরে শুরু হচ্ছে সেলের অধীন আন্তঃইস্পাত কারখানা বক্সিং ও ভলিবল প্রতিযোগিতা। সোমবার এক সাংবাদিক বৈঠকে আয়োজক সংস্থা ইস্কোর ক্রীড়া আধিকারিক এস এম সামসি জানান, তিন দিনের এই প্রতিযোগিতায় ১২টি কারখানা যোগ দেবে। বক্সিংয়ে আড়াইশো জন প্রতিযোগী যোগ দেবেন। ভলিবলে যোগদানকারী দলের সংখ্যা ১১টি। বক্সিং গ্রাউন্ড ও স্পোর্টস হাউসে খেলাগুলি হবে।

জয়ী ডিসিসি
সুপার ডিভিশন ক্রিকেট লিগের খেলা হল দুর্গাপুরের এমএএমসি মাঠে।
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে সোমবারের খেলায় ডিসিসি ৭ উইকেটে হারায় ডিএসপিএসএ-কে। এমএএমসি মাঠের খেলায় প্রথমে ব্যাট করে ডিএসপিএসএ ১১৪ রানে শেষ হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটের বিনিময়ে জয়ের রান তুলে নেয় ডিসিসি। সৌম্যজিৎ কর্মকার ৪০, সৌরদীপ মণ্ডল ৩১ রান করেন। বিজয়ী দলের মিথিলেশ কামার ২১ রানে ৫টি উইকেট নেন। ম্যাচটি পরিচালনা করেন চন্দন চট্টোপাধ্যায়, অভীক চক্রবর্তী।

আন্তঃস্কুল ফুটবল
বিবেক মেলা উপলক্ষে আয়োজিত আন্তঃস্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হল এমএএমসি মডার্ন স্কুল। তারা সোমবার ভগৎ সিংহ স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে গোপালপুর হাইস্কুলকে ১-০ গোলে হারায়। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে গোলটি করে অরবিন্দ সরকার। ম্যাচটি পরিচালনা করেন প্রকাশ সিংহ, রতন মাইতি, টিকে বারিক, আশিস দাস।

খেতাব কান্দরার
কেতুগ্রাম বিধানসভা ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েত ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কান্দরা। রবিবার স্থানীয় তরুণ সঙ্ঘের মাঠে প্রথমে ব্যাট করে কান্দরা ১৪১ রান তোলে। জবাবে রাজুর ১৩৭ রান করে।

জয়ী কিংহোমিও
কাটোয়া রেল রিক্রিয়েশন ক্লাবের মাঠে আয়োজিত ক্রিকেটে জয় পেল কাটোয়ার কিংহোমিও একাদশ। তারা প্রথমে ব্যাট করে ২০০ রান করে। জবাবে কাটোয়ারই কেসিএমএলএস সব উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে।

জয়ী অগ্রণী সঙ্ঘ
দুর্গাপুর ১ নম্বর ব্লক যুব তৃণমূল আয়োজিত ক্রিকেটে সোমবারের খেলায় বিজয়ী হল অগ্রণী সঙ্ঘ। তারা এ দিন রঘুনাথপুর মাঠের খেলায় গৌর সঙ্ঘকে ২১৮ রানের ব্যবধানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে অগ্রণী ২৫৩ রান তোলে। জবাবে গৌর সঙ্ঘ মাত্র ৩৫ রানে শেষ হয়ে যায়।

চ্যাম্পিয়ন বহুলা
পাণ্ডবেশ্বর ব্লক আয়োজিত বিবেক মেলার প্রথম দিন আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বহুলা শশী স্মৃতি উচ্চ বিদ্যালয়। বহুলা মাঠের খেলায় তারা নেহরু বিদ্যাপীঠকে ২-০ গোলে হারায়। ফাইনাল ম্যাচের সেরা বিজয়ী দলের ইন্দ্রজিৎ বাউরি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.