l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
প্রেসক্রিপশনে এ বার থেকে ওষুধের জেনেরিক নাম
দমদমে গহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
অভিযুক্ত গিলানি, পরবর্তী শুনানি ২২ ফেব্রুয়ারি
বিস্তারিত...
ভিড় সামলাতে রেলের নয়া জংশন ব্যারাকপুরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
পূর্ব রেলের শিয়ালদহ শাখায় নিত্যযাত্রীর চাপ বৃদ্ধি নিয়ে চিন্তায় রেল প্রশাসন। এই সমস্যার মোকাবিলায় রেল মন্ত্রক হাওড়া, শিয়ালদহের মতো নতুন একটি জংশন টার্মিনাস গড়তে চাইছে। এবং তার জন্য বেছে নেওয়া হয়েছে ব্যারাকপুর স্টেশনকে। নয়া জংশন টার্মিনাস সেখানেই গড়ে তোলা হবে বলে রবিবার ব্যারাকপুরে পূর্ব রেলের একটি অনুষ্ঠানে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী নিজেই ঘোষণা করেছেন। আসন্ন রেল বাজেটে আমজনতার উপরে কোনও রকম চাপ দেওয়া হবে না বলেও এ দিন ইঙ্গিত দেন রেলমন্ত্রী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমজনতার দুঃখ নিয়ে ভাবেন। তাই রেলও আমজনতার অসুবিধা করবে না।” উল্টে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা পূরণ হতে পারেন বলে আশ্বাস দিয়েছেন ত্রিবেদী। বছর দুয়েক ধরেই তো রেলে আর্থিক সঙ্কট চলছে। তা হলে এই প্রত্যাশা পূরণ করা হবে কী ভাবে? রেলমন্ত্রী জানান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলকে আরও জনপ্রিয় করে তোলা হবে। বড় বড় স্টেশনকে সাজিয়েগুছিয়ে বাণিজ্যিক ভাবে ব্যবহার করার ব্যবস্থা হচ্ছে। এই খাতে অর্থ বরাদ্দ করা হবে সাধারণ বাজেট থেকেও।
বিস্তারিত...
হাড়গোড় উদ্ধার, আবার গুলির লড়াই জঙ্গলমহলে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
ফের হাড়গোড় উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরে। এ বার ঝাড়গ্রামের সোনামুখী গ্রাম লাগোয়া বাঘঝাঁপার জঙ্গল থেকে। রবিবার বিকেলে মাটি খুঁড়ে পাওয়া তিনটি দেহাবশেষ ২০১০-এর অক্টোবর থেকে নিখোঁজ তিন সিপিএম নেতা-কর্মীর বলে দাবি উঠেছে। ‘নিখোঁজ’দের অন্যতম এক পঞ্চায়েত প্রধান। এই তিন জনকে মাওবাদী-জনগণের কমিটির লোকজনই উঠিয়ে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। এ দিন সকালেই আবার গোপীবল্লভপুরের ওড়িশা-লাগোয়া মহুলবনি ও দুধিয়াশোলের জঙ্গলে তল্লাশি চালাতে গিয়ে ফের মাওবাদীদের গুলির মুখেও পড়ে যৌথ বাহিনী। পরে তাদের নিত্যব্যবহার্য জিনিসপত্র-সহ একটি ব্যাগ উদ্ধার করে বাহিনী। প্রশাসন তাই মনে করছে, জঙ্গলমহলে এখনও ঘাঁটি গেড়ে রয়েছে মাওবাদীরা। অভিযোগ, মাওবাদীরা ২০১০-এর অক্টোবরে আগুইবনি পঞ্চায়েতের সিপিএম প্রধান বঙ্কিম মাহাতো এবং দলের দুই কর্মী খগেন্দ্রনাথ মাহাতো ও আকুল মাহাতোকে আলোচনার নামে উঠিয়ে নিয়ে গিয়েছিল। নির্দিষ্ট খবরের সূত্রে রবিবার দুপুরে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ভারতী ঘোষের নেতৃত্বে যৌথ বাহিনী সোনামুখীর বাঘঝাঁপার জঙ্গলে যায়। এক জায়গায় মাটি খুঁড়ে একটি গর্তের মধ্যে থেকে তিনটি দেহাবশেষ উদ্ধার হয়। পোশাকের অংশ দেখে বঙ্কিমবাবুদের আত্মীয়দের দাবি, ওই হাড়গোড় তিন নিখোঁজ সিপিএম নেতা-কর্মীরই।
বিস্তারিত...
সভাধিপতিদের ডাকা হল না
কেন, প্রশ্ন তুললেন অশোক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি ও ধূপগুড়ি
মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে উত্তরবঙ্গের ছয় সভাধিপতিকে কেন ডাকা হল না, সেই প্রশ্ন তুলে রাজ্য সরকারের সমালোচনা করলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র বাস্তবায়নে মোর্চা নেতৃত্ব আন্দোলনের যে হুমকি দিচ্ছেন, তা আসলে ‘গটআপ’ বলেও দাবি করেছেন প্রাক্তন পুরমন্ত্রী। রবিবার দুপুরে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠকে করেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অশোকবাবু বলেন, “১৮ জন মন্ত্রী, উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে ৬০ জন ভিআইপি ছাড়াও উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা ছিলেন। কিন্তু উত্তরবঙ্গের পাঁচটি জেলা পরিষদ ও শিলিগুড়ি মহকুমা পরিষদ মিলিয়ে ছ’জন সভাধিপতিকেই ডাকা হয়নি। এটা কী করে হয়?” তাঁর আরও বক্তব্য, “স্টেডিয়ামের মঞ্চ থেকেই জলপাইগুড়িতে পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হল। অথচ সেখানেও শিলিগুড়ির সভাধিপতিকে ডাকা হয়নি। এটা কি গণতন্ত্র? সভাধিপতিরা কেউ তৃণমূলের নন বলেই তাঁদের ডাকা হয়নি।”
বিস্তারিত...
সন্ধান মেলেনি নিখোঁজ নয় নাবালকের
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
সরকারি হোম থেকে তালা ভেঙে পালিয়ে যাওয়া বাংলাদেশি ৯ নাবালকের রবিরার পর্যন্ত খোঁজ মেলেনি। শুক্রবার গভীর রাতে বহরমপুরের ‘আনন্দ আশ্রম’ নামের ওই সরকারি হোমের দরজার তালা ভেঙে পালিয়ে যায় ১২-১৬ বছর বয়সী ওই ৯ জন। বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে ধৃত ওই বালকদের জুভেনিয়াল কোর্টের নির্দেশে হোমে বন্দি রাখা হয়েছিল। তাদের মধ্যে কারও সাজার মেয়াদ অবশ্য শেষ হয়েছে তিন মাস আগে, কারও বছর খানেক আগে। মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক অজয়কুমার ঘোষ বলেন, “আদালতের নির্দেশে ওই নাবালকদের আশ্রমে রাখা হয়। সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া ওই নাবালকদের বাংলাদেশে ফেরত পাঠানোর পদ্ধতিগত কাজও চলছিল। তার মধ্যেই শুক্রবার গভীর রাতে ৯ নাবালক পালিয়ে যায়। গোটা বিষয়টি জানিয়ে রাজ্য সমাজকল্যাণ দফতরে একটি বিস্তৃত রিপোর্ট পাঠানো হয়েছে। সেই সঙ্গে ওই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তও হবে।” পুলিশ জানায়, পলাতকদের নাম সুমন আলি, নয়ন আলি, কালু আলি, রবিউল ইসলাম, মিলন শেখ, জীবন ইসলাম, বিশ্বজিৎ বিশ্বাস ও খোরসেদ আলি। এ দিকে ওই ঘটনার মধ্যে সোমবার মুর্শিদাবাদের জেলাশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন রাজীবকুমার। তিনি পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ছিলেন।
বিস্তারিত...
নাছোড় প্রেমিকের হামলায় মেয়ের বাবার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মালদহ
প্রেমে ‘প্রত্যাখ্যাত’ এক তরুণ ও তার সঙ্গীদের মারধরে গুরুতর জখম হয়েছিলেন এক কলেজ ছাত্রীর বাবা। রবিবার তাঁর মৃত্যু হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি মালদহের গাজল থানার গারাধোলা গ্রামে প্রসেনজিৎ বিশ্বাস নামে ওই তরুণ ও তাঁর চার সঙ্গী গোপাল অধিকারীর (৫০) বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। গোপালবাবুকে প্রচণ্ড মারধর করা হয়। মার খান তাঁর স্ত্রী সাবিত্রীদেবীও। তিনি মালদহ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গোপালবাবুকে ভর্তি করানো হয়েছিল কলকাতার একটি নার্সিংহোমে। এ দিন সকালে তাঁর মৃত্যু হয়। ওই তরুণীর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার পরের দিনই প্রসেনজিৎকে গ্রেফতার করে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বিকেলে বলেন, “গোপালবাবুর মৃত্যুর খবর পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে এ বার ৩০২ ধারায় মামলা করা হবে। বাকি তিন অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’টিই সম্পন্ন কৃষিজীবী পরিবার। একই গ্রামে কাছাকাছি বাড়ি। ওই তরুণী মালদহ কলেজের ছাত্রী। ধৃত প্রসেনজিৎ হরিরামপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে, প্রসেনজিৎ নাছোড় হলেও তাঁর সঙ্গে ‘সম্পর্ক গড়তে’ রাজি ছিলেন না ওই তরুণী। অভিযোগ, গত সোমবার (৬ তারিখ) কলেজ থেকে বাড়ি ফেরার সময় ওই তরুণী বাস থেকে নামতেই প্রসেনজিৎ ও তাঁর তিন সঙ্গী তরুণীর মোবাইল ফোন কেড়ে নেন।
বিস্তারিত...
বিস্তীর্ণ এলাকা জুড়ে খড়ের
পালুইয়ে আগুন কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা
রাতের অন্ধকারে টানা দশ কিলোমিটার জায়গা জুড়ে খড়ের পালুই, দোকান পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। কালনা ১ ও ২ ব্লকে শুক্রবার রাতের ঘটনা। কিন্তু কী কারণে এই অগ্নিকাণ্ড এবং কারা ওই ঘটনার সঙ্গে যুক্ত, রবিবার পর্যন্ত তার কোনও কিনারা করতে পারেনি পুলিশ। এক পুলিশ আধিকারিকের কথায়, “রহস্যজনক ঘটনা। জট খোলার চেষ্টা চলছে।” তবে ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কালনা ১ ব্লকের সুলতানপুর পঞ্চায়েতের ভাটরা, বেলেডাঙা এবং কালনা ২ ব্লকের অকালপৌষ পঞ্চায়েতের তেহাট্টা, বাজিতপুর, আগ্রাদহ, পাঁচরখি, ঘোষপুরের মতো গ্রামগুলির অবস্থান পাশাপাশি। বাসিন্দাদের অধিকাংশেরই জীবিকা চাষাবাদ। আমন মরসুমে ধান ঝাড়ার পরে প্রতি বারের মতো এ বারও বাড়ির কাছে পালুই তৈরি করে রেখে দিয়েছিলেন তাঁরা। গবাদি পশুর খাবারের জন্য রেখে প্রয়োজন মতো সেখান থেকেই বছরের বিভিন্ন সময়ে তাঁরা খড় বিক্রি করেন। শনিবার ভোরে গ্রামবাসীরা ঘুম থেকে উঠে দেখেন, রাস্তার গা ঘেঁষে থাকা খড়ের পালুই থেকে আগুন আর ধোঁয়া বেরোচ্ছে। দ্রুত তাঁরা কাছাকাছি পুকুর থেকে মেশিনের মাধ্যমে জল তুলে আগুন নেভান। আগুন নেভাতে মসজিদের মাইকে গ্রামবাসীদের জড়ো করা হয় বাজিতপুরে।
বিস্তারিত...
জেদেই বাড়ছে সুস্মিতা
সিদ্দিক হোসেন • বিধাননগর
দুই পায়ের উপরে ভরসা করেই এগিতে যেতে চায় বিধাননগর প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী সুস্মিতা মণ্ডল। জন্ম থেকে তার দুটো হাত থেকেও নেই। ডান হাত লম্বায় ৩ ইঞ্চি। বাঁ হাত ৮ ইঞ্চি। শারীরিক বিকৃতির জন্য তার জীবন অন্যদের চেয়ে আলাদা। যে পা দিয়ে সে হাঁটে, সেই পা দিয়েই লেখালেখি করে, ছবিও আঁকে। পড়াশোনায় ভাল। মেধাবী। প্রতিবারে বার্ষিক পরীক্ষায় ভাল নম্বর পায়। প্রথম, দ্বিতীয় হয়। বিধাননগর প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির এই এক রত্তি মেয়েটির মধ্যে যে এত প্রতিভা রয়েছে তা নিয়ে এলাকার কেউ মাথাও ঘামান না। কিন্তু মেয়েটির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন দিনমজুর মা সংলগ্ন বিধাননগর খেলার মাঠে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠান চলাকালীন স্কুলের যাওয়ার সময় হোঁচট খেয়ে মাঠের মধ্যে পড়ে গেলে বিষয়টি নজরে পড়ে। সংগঠন সভাপতি শিবেশ ভৌমিক বলেন, “মেয়েটাকে পড়ে দেখে দৌড়ে গিয়ে তুলতে গিয়ে দেখি দুই হাতই নেই। বাঁ হাতটা একেবারে সরু। কবজি ঝুলছে। তাতে একটি আঙ্গুল রয়েছে। বাড়িতে গিয়ে জানতে পারলাম তাদের সংসারের করুণ অবস্থা। আমাদের ওই অনুষ্ঠানে তাকে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে ফাঁসিদেওয়ার বিধায়ক রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী সুনীল তিরকিকে সমস্ত ঘটনা জানানো হয়।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
জেলায় আলো পাবে
সব ঘর: বিদ্যুৎমন্ত্রী
ট্রেন পেল বালুরঘাট
দক্ষিণবঙ্গ
নদীবাঁধ ভেঙে প্লাবিত গ্রাম,
মেরামতি না হওয়ায় ক্ষোভ
রাস্তা বেহাল, প্রতিবাদে
বাস বন্ধে দুর্ভোগ
বর্ধমান
তৃণমূল নেতা খুনে অভিযুক্ত
ধৃত, অস্ত্র উদ্ধার কেতুগ্রামে
মেলে না ন্যূনতম মজুরি, অভিযোগ গাড়ি চালকদের
পুরুলিয়া
রাঢ়বঙ্গ লোকসংস্কৃতি উৎসব
যাত্রী ভ্যানে পিক-আপ
ভ্যানের ধাক্কা, মৃত ৫
মুর্শিদাবাদ
পুলিশের জালে ২
অস্ত্র কারবারি
যানজট নিয়ন্ত্রণে পথে
এসপি, পুরপ্রধান
মেদিনীপুর
পঞ্চায়েত সদস্যাকে মার
নন্দীগ্রামে, অভিযুক্ত তৃণমূল
প্রাক্তন সিপিএম প্রধানের
বিরুদ্ধে তছরুপের নালিশ
কলকাতা
২৭.২/১৩.৭
আজকের দিনে
•
বিশ্ব রেডিও দিবস।
• ১৯৪৪:
অভিনেতা
ওরুভিল উন্নিকৃষ্ণনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.