আজকের শিরোনাম |
প্রেসক্রিপশনে এ বার থেকে ওষুধের জেনেরিক নাম |
জেনেরিক নামে ওষুধের প্রেসক্রিপশন লেখা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর। আজ এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শীঘ্রই সমস্ত সরকারি হাসপাতালে এই নির্দেশ জারি করা হবে বলে জানানো হয়েছে। এই নির্দেশিকা সঠিক ভাবে মানা হচ্ছে কি না সেই বিষয়েও নজরদারি চালানো হবে জানিয়েছেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা। তিনি আরও জানান, এই নিয়ম মানলে রোগীদের সুবিধা হবে। ঠেকানো যাবে অনিয়মও।
|
দমদমে গহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য |
দমদমের চাষিপাড়ায় এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শ্বশুরবাড়ির লোকেরা তার উপর অত্যাচার চালাত বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মৃতার নাম মৌসুমী নন্দী। গত রাতে আর জি কর হাসপাতালে বাড়ির লোকেরা নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ সকালে সৎকারের উদ্দেশে রওনা হলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান তারা। মহিলার স্বামীকেও আটকে রাখে। পরে পুলিশ এলে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। শুরু হয় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। গাড়ি ভাঙচুর করে আগুনও ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।
|
কাঠমান্ডুতে দুর্ঘটনায় মৃত ৩ |
কাঠমান্ডুতে বেড়াতে গিয়ে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। তাঁরা হাওড়ার বাগনানের হাটুরিয়ার বাসিন্দা। মৃতেরা হলেন সুনীল রায়, স্ত্রী টুম্পা রায় ও তাঁদের তিন বছরের ছেলে শঙ্কু। নিখোঁজ তিন মাসের কন্যা। সুনীল কাজ করতেন কাঠমান্ডুতে। কয়েক দিন আগে ছুটি নিয়ে বাগনানের বাড়িতে এসেছিলেন তিনি। গতকাল সপরিবারে কাঠমান্ডুতে যাওয়ার পথে গাড়ি খাদে পড়ে যায়। রাস্তা এবড়ো খেবড়ো থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের অনুমান।
|
অভিযুক্ত গিলানি, পরবর্তী শুনানি ২২ ফেব্রুয়ারি |
আদালত অবমাননার দায়ে আজ পাক সুপ্রিম কোর্টে শুনানি হল প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করতে গিলানি সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করেন। সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার চার্জ গঠন করা হয়। এই মামলায় দোষী প্রমাণিত হলে প্রধানমন্ত্রীত্বের পদ খোয়াতে পারেন গিলানি। হতে পারে ৬ মাস কারাদণ্ডও। তবে গিলানির বক্তব্য, ইস্তফা দেওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হবে না। কিন্তু আজ শুনানির শেষে কোর্ট গিলানিকে অভিযুক্ত করে পরবর্তী শুনানির দিন স্থির করে ২২ ফেব্রুয়ারি। গিলানির বিরুদ্ধে মামলা শুরুর নির্দেশ দিয়ে ২৭-২৮ ফেব্রুয়ারি আদালতে তাঁর বক্তব্য পেশ করতে বলে সুপ্রিম কোর্ট। সেই মতো আগামী ২৭ তারিখে তথ্য প্রমাণ পেশ করবেন গিলানির আইনজীবী। তবে আদালতে গিলানিকে উপস্থিত হতে হবে না। আদালত এর আগে তাঁকে ২ বছর সময় দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ। তবে আত্মপক্ষ সমর্থনে গিলানি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
|
উত্তপ্ত গ্রিস |
দীর্ঘদিন ধরেই আর্থিক সঙ্কট চলছে গ্রিসে। দেশকে আর্থিক ভরাডুবি থেকে টেনে তুলতে ব্যয় সংকোচ বিলে সায় দিল পার্লামেন্ট। মত দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্র থেকে ভর্তুকি তুলে নেওয়ার পক্ষে। এই পরিস্থিতিকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়াল গ্রিসে। পার্লামেন্টের বাইরে বিক্ষোভ দেখান কয়েক হাজার মানুষ। সংঘর্ষে জড়িয়ে পড়েন পুলিশ ও বিক্ষোভকারীরা। ঘটনায় আহত বেশ কয়েকজন পুলিশকর্মী। বিক্ষোভকারীদের মধ্যে জখম হয়েছেন প্রায় ৫৫ জন। গ্রেফতার করা হয়েছে ৪৫ জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে ৬ হাজার পুলিশ।
|
যুবতীর দেহ উদ্ধার শ্রীরামপুরে |
এক যুবতীর দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়াল শ্রীরামপুরের তালপুকুরে। মাঠ থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার আনুমানিক বয়স ২২। তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। শ্লীলতাহানির পর খুন করা হয়ে বলে পুলিশের প্রাথমিক অনুমান। যুবতীর পরিচয় এখনও জানা যায়নি। তবে তিনি এলাকার কেউ নয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্তে শ্রীরামপুর থানার পুলিশ।
|
নয়ানজুলিতে বাস, আহত ২০ |
বর্ধমানের কেতুগ্রামের পুরুলিয়া মোড়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। আহত হয়েছেন ২০ জন। আশঙ্কাজনক অবস্থায় ৩ জন। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজ শুরু করে। আহতদের কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েক জনকে ছেড়ে দেওয়া হয়। তবে বাসের চালক ও কন্ডাকটর এখনও পলাতক।
|
অত্যাধুনিক অস্ত্র উদ্ধার নানুরে |
নানুরের সেহালা গ্রাম থেকে অস্ত্র উদ্ধার করল পুলিশ। পাওয়া গেছে ১১ টি অত্যাধুনিক অস্ত্র ও ২১৯ রাউন্ড কার্তুজ। কিছু দিন আগে নানুরে লুঠপাট চালায় এক দল দুষ্কৃতী। তল্লাশি চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করেই এই সব অস্ত্রের সন্ধান পাওয়া যায়। অস্ত্রগুলি একটি পুকুড় পাড়ে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ।
|
পুলকারে লরির ধাক্কা, আহত ১১ |
নিয়ন্ত্রণ হারিয়ে লরি ধাক্কা মারে একটি পুলকারে। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরে। শিশু ভর্তি ওই পুলকারটি স্কুলে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত প্রায় ১১টি শিশু। তাদের ভর্তি করা হয়েছে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে।
|
ছাত্র সংসদ নির্বাচন স্থগিত |
আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে ছাত্র সংসদ নির্বাচনে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল ওই কলেজে। কিন্তু ২৩ ফেব্রুযারি পর্যন্ত আদালতের স্থগিতাদেশ থাকায় আপাতত ওই কলেজে নির্বাচন প্রক্রিয়া থমকে গেল। |
|