নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
মাছ ভর্তি পিক-আপ ভ্যানের সঙ্গে যন্ত্রচালিত ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই দম্পতি-সহ পাঁচ জনের। রবিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, তারাপীঠ রোড বাসস্টপের কাছে। দুর্ঘটনায় আহত আরও ৯ মহিলাকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ওই তিন জনকে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে ‘রেফার’ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন শঙ্কর দাস (৫০) ও তাঁর স্ত্রী হিরা দাস (৪০)। তাঁদের বাড়ি রামপুরহাট থানার চাকপাড়ায়। মৃত অন্য দম্পতি রণজিৎ মেহেনা (২৮) ও তাঁর স্ত্রী প্রতিমা মেহেনার (২৫) বাড়ি রামপুরহাট থানার ছাতমা গ্রামে। ওই গ্রামের পরি লেট-ও (৪২) দুর্ঘটনায় মারা গিয়েছেন। মৃতেরা প্রত্যেকেই যন্ত্রচালিত ভ্যানটির আরোহী ছিলেন। মৃত শঙ্কর দাস ছিলেন ওই ভ্যানের চালক। আরোহীরা ভ্যানে করে বগটুই-এ ধান পোঁতার কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরেই পিক-আপ ভ্যানের চালক ও কর্মীরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটিকে আটক করেছে। পিক-আপ ভ্যান চালকের খোঁজ চলছে। |
ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, জাতীয় সড়কের ধারে দুর্ঘটনায় মৃত ও আহতদের গায়ের চাদর, প্লাস্টিকে মোড়া মুড়ি, জলের বোতল, বাসি ভাত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দুর্ঘটনায় পিক-আপ ভ্যানের ধাক্কায় জাতীয় সড়কের ধারে সংযোগহীন একটি বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়ে আছে। উদ্ধারকারী স্থানীয় বাসিন্দারা জানালেন ওই খুঁটির তলায় চাপা পড়েছিল এক মহিলার মৃতদেহ। স্থানীয় বাসিন্দা কালীপদ চৌধুরী, সনৎ লেট জানালেন ভোর ৫টা নাগাদ তাঁরা প্রচণ্ড আওয়াজ শুনতে পান। বাইরে বেরিয়ে এসে ভোরের অল্প আলোয় জাতীয় সড়কের উপরে কয়েক জনকে পড়ে থাকতে এবং দুর্ঘটনাগ্রস্ত যান দু’টি দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। এর পরে স্থানীয় মানুষ, পুলিশ, দমকলকর্মীরা মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পিক-আপ ভ্যানটি অত্যন্ত দ্রুত গতিতে চলার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। পরে সেটি ওই যাত্রী বোঝাই ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। যন্ত্রচালিত ভ্যানটিকে ধাক্কা মেরে পিক-আপ ভ্যান রাস্তার ধারে থাকা তুষার মণ্ডলের বাড়িতে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় তুষারবাবুর বাড়ির নলকূপ ভেঙে গিয়েছে। রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন কণিকা দাস, রেবতী মেহেনা-রা জানালেন, ওই যন্ত্রচালিত ভ্যানে তাঁরা মোট ১৪ জন ছিলেন। তারাপীঠ রোড মোড় পেরোনোর সময় আচমকা পিছন থেকে এসে পিক-আপ ভ্যানটি ধাক্কা মারে।
অন্য দিকে, এ দিন দুপুরে মুরারইয়ের থানার ধিতোড়া গ্রামের কাছে মিঞাপুর মোড়ে গ্যাস সিলিন্ডারের গাড়ি উল্টে বুধিনাথ হাঁসদা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুরের জিয়াপানিতে। আহত ৬ জন রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। জীবন হাঁসদা ও মন্ত্রী হাঁসদারা বলেন, “ঝাড়খণ্ডে ইটভাটায় কাজ করি। কর্মস্থলে যাওয়ার জন্য কোনও গাড়ি না পেয়ে খালি গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়িতে উঠি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়।” |