টুকরো খবর
রাঢ়বঙ্গ লোকসংস্কৃতি উৎসব
ছবি: সমীর দত্ত।
দু’দিন ধরে রাঢ়বঙ্গ লোকসংস্কৃতি উৎসব হল পুরুলিয়ার বোরো থানার বারি হাইস্কুলের মাঠে। শনি ও রবিবার দু’দিনের এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের রাজ্য কমিটির সদস্য নিয়তি মাহাতো বলেন, “পুরুলিয়া, বাঁকুড়া বর্ধমান, বীরভূম ও দুই মেদিনীপুরের শিল্পীরা উৎসবে যোগ দিয়েছিলেন। দু’দিন ধরে চলা রাঢ়বঙ্গ লোকসংস্কৃতি উৎসবে পুরুলিয়ার পাতা নাচ, বুলবুলি নাচ, সারপা নাচ, ঝুমুর গানের পাশাপাশি বীরভূমের বাউল গান, পশ্চিম মেদিনীপুরের লোধা নাচ, বাঁকুড়ার রন-পা, পূর্ব মেদিনীপুরের পুতুল নাচ প্রভৃতি ছিল।” মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “পুরুলিয়াতে এই প্রথম রাঢ়বঙ্গ লোকসংস্কৃতি উৎসব পালিত হচ্ছে। এই ছয় জেলার লুপ্তপ্রায় সংস্কৃতির পুনরুদ্ধারই এই উৎসবের উদ্দেশ্য। পাশ্চাত্য সংস্কৃতির ঠেলায় দেশজ সংস্কৃতি বিপন্ন হতে বসেছে। এ ধরনের উৎসবের ফলে শিল্প ও শিল্পী দুইই রক্ষা পাবে।” অনুষ্ঠানে উপস্থিত থাকা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি নীলকমল মাহাতো বলেন রাজ্যের ছয় জেলা থেকে কয়েকশো কলাকুশলী হাজির হয়েছেন। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আর্থিক সহযোগিতায় ও পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত উৎসবে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।

মাওবাদী সন্দেহে ধৃত
মাওবাদী নাশকতায় জড়িত থাকার অভিযোগে বাঁকুড়ার সিমলাপাল থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সহদেব হাঁসদা। প্রায় ২৮ বছরের ওই যুবকের বাড়ি সিমলাপাল থানার ভাগাবাঁধ গ্রামে। শনিবার রাতে বিক্রমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতকে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। বাঁকুড়ার পুলিশ সুপার প্রণব কুমারে দাবি, “২০১০ সালের জুলাই মাসে ভাগাবাঁধ গ্রামে সিপিএম কর্মী নির্মল সোরেনকে খুন করা-সহ একাধিক নাশকতার ঘটনায় সহদেব হাঁসদা জড়িত ছিল। প্রথমে মাওবাদীদের লিঙ্কম্যান হিসাবে কাজ করলেও পরে সিদো সোরেনের স্কোয়াডে যোগ দিয়েছিল ওই যুবক। দীর্ঘদিন থেকে তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল।” পুলিশ সুপার জানান, বিক্রমপুর এলাকায় সহদেবের আসার খবর পেয়ে শনিবার রাতে তাকে ধরা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে জেরা করে মাওবাদীদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে পুলিশের দাবি।

কিসান ক্রেডিট কার্ড-এর প্রচার
কিসান ক্রেডিট কার্ড-এর সুযোগ সুবিধা সম্বন্ধে ওয়াকিবহাল করতে ট্যাবলো নিয়ে বাঁকুড়ায় প্রচার শুরু করল কৃষি আধিকারিকদের সংগঠন। স্টেট এগ্রিকালচারাল টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন- এর উদ্যোগে শনিবার থেকে ওই ট্যাবলো প্রচারে নেমেছে। সংগঠনের জেলা সম্পাদক আশিস বেরা বলেন, “এই প্রচার গাড়িতে ‘ক্যাসেট’ বাজিয়ে কিসান ক্রেডিট কার্ড-এর সুবিধা প্রচার করা হচ্ছে। সোমবারের মধ্যে জেলার ২২টি ব্লকে প্রচার চালানো হবে।” বাঁকুড়া জেলা উপ-কৃষি অধিকর্তা অনন্ত হাজরা বলেন, “এই জেলার প্রায় ৪৫ শতাংশ চাষির কার্ড নেই। তাঁরা কিসান ক্রেডিট কার্ড সংগ্রহ করে এর সুযোগ নিন।”

ছাত্র-যুব সম্মেলন
নিজস্ব চিত্র।
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে শনিবার বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে একটি ছাত্র-যুব সম্মেলনের আয়োজন করেছিল কাটিআম শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম। উদ্বোধন করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী তদরূপানন্দ। সেবাশ্রমের সম্পাদক স্বামী অক্ষয়ানন্দ জানিয়েছেন, ছাত্র-যুব সম্মেলনের আলোচ্য বিষয় ছিল- ‘আজকের পরিস্থিতিতে স্বামী বিবেকানন্দের ভাবাদর্শের প্রয়োজনীয়তা ও তার পরিপ্রেক্ষিত’। শ্রী রামকৃষ্ণ, মা সারদাদেবী ও স্বামীজির ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনার শেষে সাংস্কৃতিকও অনুষ্ঠান হয়।

সিপিএম নেতাকে মারধরের অভিযোগ
এক সিপিএম নেতাকে মারধর করার অভিযোগে তৃণমূলের তিন কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বিষ্ণুপুর থানার পচাডহরা গ্রামে শুক্রবার রঘুনাথ মণ্ডল নামের সিপিএমের বেলশুলিয়া লোকাল কমিটির সদস্যকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে জঙ্গলে ফেলে রাখা হয় বলে অভিযোগ। বাঁকুড়া মেডিক্যালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হাত-পা ভেঙে গিয়েছে। তাঁর ছেলে প্রকাশ মণ্ডল পুলিশের কাছে অভিযোগ করেন, “এক দল তৃণমূল কর্মী বাবাকে মারধর করেছে।” পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন দিলিপ পাল, বলরাম ঘোষ ও বচন ঘোষ। পচাডহরা গ্রামেই তাঁদের বাড়ি। শনিবার বিষ্ণুপুর আদালতে তোলা হলে ১৪ দিন জেলহাজত হয়। সিপিএমের জেলা সম্পাদক অমিয় পাত্রের অভিযোগ, “ব্রিগেডে আমাদের সমাবেশে না যাওয়ার জন্য আতঙ্ক ছড়াতেই তৃণমূলের লোকেরা এই কাণ্ড ঘটিয়েছে।” তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের আবাসন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়ের দাবি, “সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ওই ব্যক্তি প্রহৃত হয়েছেন। মিথ্যা অভিযোগে আমাদের কর্মীদের গ্রেফতার করা হয়েছে।”

সিলিন্ডার ফেটে চার জন জখম
গ্যাস সিলিন্ডার ফেটে জখম হলেন একই পরিবারের চার জন। শুক্রবার রাতে শালতোড়ার ঘোট গ্রামের ঘটনা। গুরুতর জখম অবস্থায় গৃহকর্তা ও তাঁর তিন ছেলেমেয়েকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সিলিন্ডার থেকে গ্যাস লিক করায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, জখম গৃহকর্তা বিজয় মণ্ডল, তাঁর নাবালক ছেলেমেয়েরা হল, পাপেট মণ্ডল, তনুশ্রী মণ্ডল ও তনয়া মণ্ডল। রবিবার বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার পঞ্চানন কুণ্ডু বলেন, “তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে চিকিৎসকরা তাঁদের উপরে নজর রাখছেন।”

বিবাদে ধৃত ৬

পারিবারিক বিবাদের জেরে মারপিটের ঘটনায় ইন্দাসের পাহাড়পুর গ্রামের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত রবিবার ওই গ্রামের দুই পরিবারের মধ্যে মারপিট হয়। দুই পরিবারই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। শনিবার রাতে ওই দুই পরিবারের ৬ জনকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.