ফের এক জোড়া ট্রেন পেল বালুরঘাট। শিলিগুড়ি-বালুরঘাটের মধ্যে নতুন ডিএমইউ ট্রেনটি শনিবার এনজেপি স্টেশন থেকে বিকেলে ছেড়ে বালুরঘাট স্টেশনে পৌঁছয় রাত ১১টায়। স্বাগত জানাতে রাতে স্টেশনে ছিলেন কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী সহ তৃণমূলের নেতৃবৃন্দ। ফুল মিষ্টি দিয়ে ট্রেনের চালক কর্মীদের সংবর্ধনা জানানো হয়। রবিবার সকালে ট্রেনটি ফের এনজেপির উদ্দেশ্যে রওনা হয়। কারামন্ত্রী বলেন, “রেলমন্ত্রী থাকার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাবাসীর দাবি মেনে শিলিগুড়ির সঙ্গে সকালের একটি ট্রেন চালুর আশ্বাস দিয়েছিলেন। উনি কথা দিয়ে কথা রাখেন, সেটা আরও একবার প্রমাণ হল।” |
বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দাবি মেনে রেলমন্ত্রী মমতাদেবী বালুরঘাট থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত একজোড়া ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন চালু করেন। কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় বালুরঘাটে এসে ট্রেনটি উদ্ধোধন করেন। ওই ট্রেন সকাল পৌনে ১১টা নাগাদ বালুরঘাট থেকে ছেড়ে যায়। সে সময় তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র শিলিগুড়ির সঙ্গে সকালের ট্রেন চালুর আবেদন নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করেছিলেন। নতুন ডিএমইউ ট্রেনটি সপ্তাহে চার দিন অর্থাৎ রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সকাল পৌনে পাঁচটায় বালুরঘাট স্টেশন থেকে ছেড়ে দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছবে। আবার এনজেপি থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে বালুরঘাট পৌঁছবে রাত প্রায় ১১টায়। সপ্তাহের বাকি দুদিন বুধবার ও শুক্রবার ডিএমইউ ট্রেনটি বুনিয়াদপুর স্টেশন থেকে চলবে। সকাল পৌনে ৬টায় ট্রেনটি বুনিয়াদপুর থেকে ছেড়ে এনজেপিতে পৌঁছবে দুপুর ১টা নাগাদ। প্রস্তাবিত বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ তৈরির কাজ শেষ হলে ট্রেনটি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, রায়গঞ্জ হয়ে এনজেপির মধ্য চলাচল করবে। শিলিগুড়ির সঙ্গে নতুন একটি ট্রেন পেয়ে জেলায় খুশির হাওয়া। |