উত্তর দিনাজপুরের চোপড়ার নির্দল বিধায়ক হামিদুল রহমানকে তৃণমূলে যোগ দিতে আহ্বান জানালেন রাজ্যের শিল্পমন্ত্রী তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রবিবার শিলিগুড়িতে পূর্ত দফতরের বাংলোয় শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হামিদুল। উন্নয়ন নিয়ে তাঁর চিন্তাভাবনার ‘প্রশংসা’ করে সে সময় তাঁকে তৃণমূলে যোগ দিতে বলেন পার্থবাবু। শীঘ্রই তৃণমূলে যোগ দিতে চান বলে জানিয়েছেন হামিদুলও।
শিল্পমন্ত্রী জানান, হামিদুল এসেছিলেন তাঁর বিধানসভা এলাকার উন্নয়নের বিষয়ে আলোচনা করতে। সেখানে তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্যও উপস্থিত ছিলেন। পার্থবাবু বলেন, “হামিদুল যে ধরনের উন্নয়নমনস্ক, তাতে অন্য শিবিরে বসে থেকে তিনি কিছু করতে পারবেন না। তাই তাঁকে বলেছি, অন্য শিবিরে বসে রয়েছেন কেন? যদি মুখ্যমন্ত্রীর কাজের উপর আস্থা থাকে, তা হলে ওঁর হাত শক্ত করুন। তৃণমূলে যোগ দিন। নির্দল হিসাবে থাকার চেয়ে সরকারের অংশীদার হলে তিনি অনেক বেশি কাজ করার সুযোগ পাবেন।” শিল্পমন্ত্রী জানান, হামিদুল তাঁর এলাকা উন্নয়ন নিয়ে যা বলেছেন, তা সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীকে তিনি জানাবেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন। |
নির্দল হিসাবে জিতলেও হামিদুল কংগ্রেস-ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত। প্রসঙ্গত, এলাকার উন্নয়নের বিষয়ে কয়েক দিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্যের সঙ্গেও হামিদুল আলোচনা করেছেন। প্রদীপবাবুও তাঁকে আশ্বাস দিয়েছেন, চোপড়ার ‘প্রয়োজনীয় উন্নয়নে’র জন্য তাঁর সাংসদ উন্নয়নের তহবিলের টাকা দেবেন। কিন্তু এ দিন তিনি পার্থবাবুর সঙ্গে বৈঠক করায় চাউর হয়ে যায় হামিদুল তৃণমূলে যোগ দিচ্ছেন। হামিদুল অবশ্য বলেন, “তৃণমূলে এখনও যোগ দিইনি। তবে শীঘ্রই যোগ দিতে চাইছি। চোপড়া ব্লক কংগ্রেসে আমার যাঁরা পরিচিত রয়েছেন, তাঁদের সঙ্গে আলোচনা চলছে। উন্নয়নের লক্ষ্যে সকলকে নিয়েই তৃণমূলে যেতে চাই।” |