টুকরো খবর
অব্যবস্থার অভিযোগ
রাজ্য ভাওয়াইয়া উৎসবে চরম অব্যবস্থার অভিযোগ তুলে সরব হলেন অংশগ্রহণকারী শিল্পী ও তাঁদের অভিভাবকরা। রবিবার শেষদিনে তাঁরা উৎসব কমিটির সভাপতি তথা মাথাভাঙার বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মনকে লিখিতভাবে ক্ষোভ জানান। অভিযোগ, উদ্যোক্তারা অংশগ্রহণকারী শিল্পীদের যাতায়াতের ভাড়া বাবদ সর্বাধিক মাত্র ১৬০ টাকা করে দিয়েছেন। দূরবর্তী এলাকার শিল্পীদের অনেকের খরচে কুলোয়নি। গত বছর শিল্পীরা সর্বাধিক ২ হাজার টাকা করে পান। এ বার মহিলা শিল্পীদের অভিভাবকদের খাবার ব্যবস্থাও ছিল না। শিল্পীদের খাবার ব্যবস্থা থাকলেও তা ছিল নিম্নমানের। বাইরে থেকে যাওয়া শিল্পী ও তাদের সহযোগীদের রাত্রিবাসের জন্যও পর্যাপ্ত শীতবস্ত্র দেওয়া হয়নি। ক্ষুব্ধ শিল্পীদের তরফে এক অভিভাবক আবুল হোসেন বলেন, “আগে কোনও বার এমন হয়নি। বিধায়ককে জানিয়েছি।” ফোন না-তোলায় উৎসব কমিটির সভাপতি বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মনের বক্তব্য জানা যায়নি। উৎসব কমিটির সম্পাদক তথা কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী অবশ্য বলেন, “এরকম হওয়ার কথা নয়। অভিযোগ যখন উঠেছে তখন বিষয়টি খতিয়ে দেখা হবে।”

বিক্ষোভে বন্ধ বাস
বাস বন্ধ। অপেক্ষায় যাত্রীরা। রবিবার বালুরঘাট বাসস্ট্যান্ডে অমিত মোহান্তের তোলা ছবি।
তোলাবাজদের হাতে এক বাস কর্মী প্রহৃত হওয়ার অভিযোগে মোটর শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বর। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ওই ঘটনার পরে আইএনটিটিইউসি-সহ সমস্ত শ্রমিক সংগঠনের কর্মীরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাস চালানো বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। আচমকা সমস্ত রুটের বেসরকারি বাস, মিনিবাস বন্ধের ফলে বিপাকে পড়েন যাত্রীরা। গঙ্গারামপুর, কুমারগঞ্জ, হিলি-সহ জেলার ৮টি ব্লকের মধ্যে যাতায়াত স্তব্ধ হয়ে যায়। গন্তব্যে পৌঁছনোর উপায় না দেখে নাকাল যাত্রীদের বাসস্ট্যান্ড চত্বরে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়। ডেপুটি পুলিশ সুপার হরেকৃষ্ণ হালদারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী বাসস্ট্যান্ডে পৌঁছে তোলাবাজদের গ্রেফতারের আশ্বাস দিলে প্রায় পাঁচ ঘন্টা পর দুপুর আড়াইটা নাগাদ আন্দোলনকারীরা ধর্মঘট তুলে নেন। স্বাভাবিক হয় বাস চলাচল। আইএনটিটিইউসি নেতা প্রকাশ দেব অভিযোগ করেন, “বহিরাগত কিছু দুষ্কৃতী বাসস্ট্যান্ডে ঢুকে কর্মীদের থেকে ১০টাকা, ২০টাকা করে তোলা আদায় করছে। পুলিশকে জানিয়েও লাভ হয়নি।” এদিন বালুরঘাট-ঠাকুরপুরা রুটের একটি বাসের কন্ডাক্টরের কাছে টাকা চেয়ে না পেয়ে তোলাবাজেরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। এরপরই পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে বাস বন্ধ করে আন্দোলনে নামেন সমস্ত রুটের বাস কর্মীরা। ডিএসপি বলেন, “শ্রমিক সংগঠন থেকে ২ জনের নাম-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। তাদের ধরতে খোঁজ চলছে।

কিশোর গ্রেফতার
মন্দিরের দরজা ভেঙে মূর্তির অলঙ্কার চুরি করার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে রায়গঞ্জের শক্তিনগর এলাকা থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম রিতম পাশোয়ান। এলাকাতেই তার বাড়ি। গত শুক্রবার রাতে ওই কিশোর স্থানীয় ভোম্বল সূত্রধর নামে এক ব্যক্তির বাড়ির জগন্নাথ মন্দিরের তালা ভেঙে মূর্তির গায়ে থাকা প্রায় ৫ ভরি রূপার অলঙ্কার চুরি করে পালায় বলে অভিযোগ। শনিবার ভোম্বলবাবুই প্রতিবেশী ওই কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া অলঙ্কার উদ্ধার হয়েছে। ধৃত নাবালক হওয়ায় পুলিশকে জুভেনাইল আদালতে তার বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক। ধৃতের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রায়গঞ্জের মিলনপাড়া এলাকায় ভোলানাথ বণিক নামে এক ব্যক্তির বাড়ির দরজা ভেঙে ৫০ হাজার টাকা ও ২ ভরি সোনার অলঙ্কার চুরিরও অভিযোগ রয়েছে। বিচারক এ দিন ধৃতের জামিন নাকচ করে দেন।

কলেজ ছাত্রীর মৃত্যু
ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় চালককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে রায়গঞ্জ থানা এলাকা থেকে তাকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম রামসুরত সিংহ। তার বাড়ি কলকাতার চালতা রোড এলাকায়। শনিবার সকালে রায়গঞ্জের সুভাষগঞ্জ দেবপাড়া এলাকার বাসিন্দা টুসি দেব (১৯) নামে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের স্নাতক স্তরের প্রথম বর্ষের ওই ছাত্রী সাইকেলে চেপে আবশ্যিক বাংলা বিষয়ের টেস্ট পরীক্ষা দিতে কলেজে যাচ্ছিলেন। সেই সময় রায়গঞ্জের হাসপাতাল মোড় এলাকায় জাতীয় সড়কগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই ছাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাক ছেড়ে পালিয়ে যান। এই ঘটনার পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শত্রুঘ্ন সিংহ ওই ট্রাক ও তার চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান।

তিনটি বাড়িতে চুরি
পর পর টাকা ও গলার হার ছিনতাইয়ের পর এবার দিনের বেলা বাড়িতে ঢুকে মোবাইল ফোন ও টাকা চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল বালুরঘাট শহরে। শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে ১০ টার মধ্যে বালুরঘাটের প্রাচ্যভারতী এবং সুভাষ কর্নার মোড় এলাকায় তিনটি বাড়িতে ঢুকে এক যুবক পাঁচটি মোবাইল ও টাকা সমেত মানিব্যাগ চুরি করে। থানায় অভিযোগ করা হয়। পুলিশ কাউকে ধরতে না পারায় ক্ষুব্ধ বাসিন্দারা। আতঙ্কিত বাসিন্দারা সোমবার পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন সটান সুভাষ কর্নার মোড়ে এক শিক্ষক দম্পতির বাড়িতে ঢুকে যায় ওই যুবক। শিক্ষক নিখিল সরকার বলেন, “সকাল সাড়ে ৯ টা নাগাদ বাথরুমে স্নান করছিলাম। স্ত্রী রান্নার কাজে ব্যস্ত। ওই সময় স্কুল থেকে এসেছে বলে ওই যুবক বাড়িতে ঢোকে। ছোট ছেলে তাকে ঘরে বসতে দিয়ে মাকে ডাকতে যায়। স্ত্রী ঘরে ঢুকে দেখেন ওই যুবক নেই। আমাদের দুটি মোবাইল উধাও।” নিখিলবাবুর স্ত্রী সুস্মিতাদেবীও স্কুল শিক্ষিকা। তাঁর অভিযোগ, “আমরা কোথায় বাস করছি? স্কুলের ব্যস্ত সময়ের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা সরাসরি ঘর থেকে জিনিস চুরি করার সাহস পাচ্ছে। কারণ পুলিশ সক্রিয় নয়।”

যুবককে গ্রেফতার
ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকা থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম অতীন সিংহ। বাড়ি রায়গঞ্জের বীরনগর এলাকায়। গত মঙ্গলবার রায়গঞ্জের মিলনপাড়া এলাকার বাসিন্দা পুলক সাহা নামে ওই হাট ব্যবসায়ী স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৭০ হাজার টাকা তুলে সাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় খরমুজা ঘাট রোড এলাকায় দুই যুবক মোটর বাইকে এসে তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ব্যাগটি ছিনতাই করে বলে অভিযোগ।

স্টপ চেয়ে আন্দোলন
কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপের দাবি তুলে কমিটি গড়ে আন্দোলনে নামল বানারহাটের বাসিন্দারা। পিউপিল ফোরাম নামে ওই কমিটির পক্ষে রবিবার বানারহাট বাজারে সভা করে স্টপের দাবিতে নিয়মিত কাঞ্চনকন্যা ট্রেনটি অবরোধ করার হুমকি দেওয়া হয়েছে। ফোরামের নেতা আসফাক আহমেদ বলেন, “সোমবার রেল দফতরের কর্তাদের কাছে স্টপের দাবিতে চিঠি পাঠানো হবে। শনিবারের মধ্যে রেল কর্তাদের থেকে ইতিবাচক সাড়া না মিললে, রবিবার থেকে বানারহাটে প্রতিদিন আলিপুরদুয়ার গামী আপ কাঞ্চনকন্যা দু’মিনিট করে অবরোধ করা হবে।”

পাশে ক্লাব, কমিটি
শিক্ষকের কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা আদায়ের চেষ্টায় অভিযুক্ত তৃণমূল নেতার পাশে দাঁড়াল এলাকার ক্লাব এবং মন্দির কমিটি। ওই তৃণমূল নেতা ‘সৎ এবং সমাজসেবী’ বলে দাবি করে ক্লাবের পক্ষে সুজিতকুমার চন্দ বলেন, “রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের শিক্ষক বাবুলাল বালা এবং দেবাশিস বিশ্বাস কলেজে ঠিকমতো পড়ান না। তাঁদের অনিয়মের প্রতিবাদ করায় তপনবাবুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।” তিনি বলেন, “ওই দুই শিক্ষকের বিরুদ্ধে বাসিন্দারা পুলিশে অভিযোগ জানিয়েছেন। আমরা পুলিশের ওপর আস্থা রাখছি।” এই বিষয়ে বাবুলালবাবু ও দেবাশিসবাবু বলেন, “আমরা কেমন পড়াই তা বিচারের অধিকার কোনও ক্লাবের নেই। পড়ুয়ারাই ভাল জানেন। সমাজসেবী বলে আখ্যা দিয়ে তপনবাবুদের মতো তোলাবাজদের যেভাবে ওই ক্লাব সমর্থন করছে তাতে সমাজের ভবিষ্যতের কথা চিন্তা করে আতঙ্ক বোধ করছি।”

উদ্ধার ৭
হিলি সীমান্ত থেকে বিহারের সত্তরবিঘায় শ্রমিকের কাজ করতে গিয়ে নির্যাতিত ৭ জনকে উদ্ধার করল পুলিশ। তাঁদের প্রতারণা ও নির্যাতনে অভিযুক্ত এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার বালুরঘাটে আদালতের মাধ্যমে ওই ৭ জন গ্রামবাসীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ধৃত হোসেন আলির ১৪ দিনের জেল হেফাজত। পূর্ব মোস্তাফাপুর ও ফজুল্লাপুর গ্রামের ৭ জনকে চাকরির টোপে ১৪ ডিসেম্বর ধৃত ব্যক্তি বিহারে নিয়ে যায়। তাদের বিদ্যুতের টাওয়ার বসানোর জন্য কাজে লাগানো হয়েছিল।

সজাগ পুলিশ
শহরে বাইক চুরি রোধে তল্লাশিতে নামছে ইসলামপুর থানার পুলিশ। শহরের খুব কাছেই বিহার হওয়ায় খুব সহজেই দুষ্কৃতীরা অবাধে শহরে প্রবেশ ঢুকে বাইক চুরি করছে বলে অভিযোগ। মহকুমা পুলিশ আধিকারিক নীলকান্ত সূধীর কুমার বলেন, “খুব দ্রুতই শহরে বাইক তল্লাশির কাজ শুরু হবে।”

কনভেনশন
আগামী ২৮ ফেব্রুয়ারী ডান বাম বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ডাকা শ্রমিক ধর্মঘট সফল করতে রবিবার জলপাইগুড়িতে কনভেনশন করে ডান বাম বিভিন্ন শ্রমিক সংগঠন। এদিন জলপাইগুড়ি জেলা পরিষদ হলে কনভেনশন অনুষ্ঠিত হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.