l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
ফের মালদহ হাসপাতালে শিশু মত্যু
ময়নায় নষ্ট কোটি টাকার বাস
রেড রোডে সতর্কতা
ফের মন্দিরে চুরি
পদত্যাগ করবেন মনোজ চক্রবর্তী
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
উত্তরবঙ্গে দুই দুর্ঘটনায় ৮ জনের
মৃত্যু, আইন বদলের ভাবনা মদনের
পীযূষ সাহা • গাজল
একই দিনে দু’টি পৃথক দুর্ঘটনায় উত্তরবঙ্গের দুই জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। মালদহের গাজল থানা এলাকায় সকাল ৭টা নাগাদ বড় দুর্ঘটনাটি ঘটে। সেখানে তীব্র গতিতে ছুটে আসা একটি ট্রাক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাসের পেটে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। জখম হয়েছেন ৪৯ জন যাত্রী। তাঁদের মধ্যে ১৮ জনকে মালদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, মৃতদের নাম কমলকান্তি কুমার (৪১), বাবলু দাস (২৭), আলমগির মণ্ডল (৫৫), জিরেন বর্মন (৪৫), সুব্রত সাহা (৪২)। এক জন চল্লিশোর্ধ্ব যাত্রীর পরিচয় রাত পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনার পরেই ট্রাকের চালক পালিয়ে যায়। সোমবার ভোরে আর একটি ঘটনাটি ঘটে ইসলামপুরের গোয়ালপোখর থানা এলাকায়। সেখানে পিকনিকের গাড়ি রাস্তার ধারে উল্টে থাকা একটি ট্রাকে ধাক্কা মারলে দু’জনের মৃত্যু হয়। জখম হয়েছেন ১৫ জন। পুলিশ জানায়, মৃতদের নাম সমীর বিশ্বাস (২৭) এবং সুকান্ত হালদার (২৬)। সমীরের বাড়ি বহরমপুরে। তিনি ওই বাসের খালাসি ছিলেন। সুকান্তের বাড়ি ভগীরথপুরে। বহরমপুরের ৬৪ জনের ওই দলটি বাসে কার্শিয়াঙের দুধিয়ায় পিকনিক করতে যাচ্ছিল।
বিস্তারিত...
‘চিন্তা’ চা-বলয়, আবার জেলা সম্পাদক মানিক
নিলয় দাস • ফালাকাটা
দলের কাছে আর্জি জানিয়েও দায়িত্ব থেকে ‘অব্যাহতি’ পেলেন না মানিক সান্যাল। ফের সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক হলেন ৭৮ বছর বয়সী নেতা। এই নিয়ে সাত বার ওই দায়িত্ব পেলেন তিনি। সিপিএম সূত্রের ব্যাখ্যায়, ডুয়ার্সের চা-বলয়ে শ্রমিকদের মধ্যে দলীয় ‘প্রভাব’ কমছে, এই ‘উপলব্ধি’ থেকেই এমন সিদ্ধান্ত। চা-শ্রমিকদের দাবি আদায়ে এক সময় লাগাতার আন্দোলন করার অভিজ্ঞতা সম্পন্ন মানিকবাবু ছাড়া এই মুহূর্তে ‘পরিস্থিতি’ সামাল দিতে সক্ষম কোনও ‘সর্বসম্মত বিকল্প’ মেলেনি। সিপিএম সূত্রের খবর, শারীরিক সমস্যার জন্য বিধানসভা ভোটের আগেই দায়িত্ব থেকে সরতে চেয়েছিলেন মানিকবাবু। সেই সময় দল তাঁর আর্জি মেনে কাজের চাপ কিছুটা কমালেও তাঁকে একেবারে ‘অব্যাহতি’ দিতে রাজি হয়নি। তবে ভোটের পর নতুন মুখ আনার দাবি ওঠে দলের মধ্যে। সিপিএমের জেলা সম্মেলনের মঞ্চেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। কিন্তু সেখানে ঘুরেফিরে ডুয়ার্সের চা-বলয়ে বামেদের ক্রমশ ‘দুর্বল’ হয়ে পড়ার বিষয়টি উঠে আসে।
বিস্তারিত...
গোঘাটে সিপিএমের প্রাক্তন
জোনাল সম্পাদক গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া
সিপিএমের গোঘাট জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক অভয় ঘোষকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার দুপুরে সাদা পোশাকের পুলিশ উত্তরপাড়ার জিটি রোড থেকে তাঁকে ধরে। জেলা পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “ধৃত নেতার বিরুদ্ধে অগ্নিসংযোগ, মারধর-সহ নানা অভিযোগ রয়েছে। নির্দিষ্ট অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।” অভয়বাবুর খোঁজে বিভিন্ন সময়ে গুজরাত, ত্রিপুরা, ওড়িশাতেও পাড়ি দিয়েছে হুগলি পুলিশ। দলীয় রাজনীতিতে অভয়বাবু আরামবাগের প্রাক্তন সাংসদ অনিল বসুর অনুগামী বলেই পরিচিত। অনিলবাবুর প্রতিক্রিয়া, “আইনজীবীদের সঙ্গে নিয়ে উত্তরপাড়া থানায় গিয়েছিলেন আমাদের নেতারা। সেখানেই গ্রেফতার করা হয় ওঁকে। যদিও নির্দিষ্ট কোন মামলায় তাঁকে ধরা হল, পুলিশ জানাতে পারেনি। নিয়মরীতির তোয়াক্কা না করেই পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল প্রতিহিংসামূলক আচরণ করছে।” তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক তপন দাশগুপ্ত আবার বলেন, “অভয় ঘোষ গ্রেফতার হওয়ায় এ বার পুলিশি তদন্তে গড়বেতার মতোই গোঘাটেও আমাদের অনেক নিখোঁজ কর্মীর কঙ্কাল মিলবে।”
বিস্তারিত...
১০ দিন পার, বৃদ্ধা খুনে দেখা দিয়েছে প্রচুর প্রশ্ন
নিজস্ব প্রতিবেদন
শান্তিনিকেতনে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার খুনের ঘটনার কিনারা তো দূর, বরং পুলিশি তদন্তে বিস্তর ‘ফাঁকফোকর’ই সামনে আসছে। পুলিশেরই পরস্পরবিরোধী দাবিকে ঘিরে তৈরি হচ্ছে ধোঁয়াশা। সোমবার ওই খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আরও এক জনকে গ্রেফতার করেছে। পিন্টু দাস নামে ওই ব্যক্তি বোলপুরের বাসিন্দা। এর আগে এই ঘটনায় মঙ্গল সাহানি নামে এক যুবককে ধরেছিল পুলিশ। পিন্টু তারই সঙ্গী। পুলিশের দাবি ছিল, জেরায় মঙ্গল তাদের জানিয়েছে, সে আর পিন্টু মিলে ১৩ জানুয়ারি রাতে শান্তিনিকেতনের বাগানপাড়ায় রেণুদেবীর বাড়িতে চুরি করতে যায়। চুরিতে বাধা পেয়ে মঙ্গল রেণুদেবীকে লোহার রড দিয়ে আঘাত করে। তাতেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। অথচ খুনের ঘটনায় প্রথম যাকে গ্রেফতার করা হয়েছিল, ওই বাড়ির কেয়ারটেকার উজ্জ্বল তপাদারই রেণুদেবীকে খুন করেছে বলে প্রাথমিক ভাবে পুলিশ দাবি করছিল। কেন? পুলিশের বক্তব্য, উজ্জ্বল ওই বাড়িতে লজ তৈরি করতে চেয়েছিল। রেণুদেবী সেই প্রস্তাব মানেননি। সেই ‘আক্রোশেই’ উজ্জ্বল কিছু সঙ্গীর সাহায্যে রেণুদেবীকে ‘বালিশ চাপা’ দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে।
বিস্তারিত...
ডাকাতিতে বাধা দিতে গিয়ে যুবক খুন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
ডাকাতি করতে এসে বাধা পেয়ে এক যুবককে গুলি করে মারল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রেলশহর খড়্গপুরের খরিদায়। ঘটনাস্থলের অদূরেই রাজ্য পুলিশের মেদিনীপুর রেঞ্জের ডিআইজি-র দফতর। ফলে, ওই এলাকায় বাড়তি নজরদারি থাকেই। সেই নজরদারির মধ্যেই কী ভাবে ডাকাত-দল হানা দিল, সে নিয়ে প্রশ্ন উঠেছে। উদ্বেগ ছড়িয়েছে রেলশহরে। সোমবার সকালে ঘটনাস্থলে আসেন ডিআইজি বিনীত গোয়েল-সহ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কর্তারা। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চলে। স্থানীয় কয়েক জনকে জিজ্ঞাসাবাদও করা হয়। পুলিশের অবশ্য আশ্বাস, উদ্বেগের কিছু নেই। এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। ডিআইজি বলেন, “তদন্ত চলছে। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। চুরির উদ্দেশ্যেই দুষ্কৃতীরা হানা দিয়েছিল বলে মনে হচ্ছে।” প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দুষ্কৃতী-দলের সঙ্গে স্থানীয় কারও যোগাযোগ রয়েছে। ঘটনায় সোমবার পর্যন্ত কেউ অবশ্য গ্রেফতার হয়নি। খরিদা এলাকায় এক সময়ে অবশ্য দুষ্কৃতীদের ভাল রকম ‘দাপট’ ছিল। হামেশাই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটত। পরে অবশ্য পরিস্থিতি পাল্টায়। এলাকায় সমাজবিরোধীদের উপদ্রব কমে। রবিবার গভীর রাতে যে ঘটনা ঘটেছে, তা সাম্প্রতিক কালে নজিরবিহীন বলেই স্থানীয় মানুষের মত।
বিস্তারিত...
চুল কাটার পরে অর্ধনগ্ন করে
গ্রামে ঘোরানো হল বধূকে
অপূর্ব চট্টোপাধ্যায় • রামপুরহাট
গ্রামেরই যুবককে পালিয়ে বিয়ে করার ‘অপরাধে’ এক বধূর মাথার চুল কেটে অর্ধনগ্ন অবস্থায় গ্রাম ঘোরানোর অভিযোগ উঠল ‘প্রেমিক’-এর পরিবারের বিরুদ্ধে। রামপুরহাট থানার শিবদাসপুর গ্রামের ঘটনা। রবিবার সন্ধ্যার ঘটনা হলেও খবর পেয়ে সোমবার মহকুমাশাসক (রামপুরহাট) বৈভব শ্রীবাস্তব, বিডিও (রামপুরহাট ১) শান্তিরাম গড়াই, রামপুরহাটের আইসি অরুণাভ বন্দ্যোপাধ্যায় গ্রামে গিয়ে ওই বধূর সঙ্গে কথা বলেন। তাঁর বয়ানের ভিত্তিতে পুলিশ মামলা শুরু করেছে। সোহাগি লেট নামের ওই বধূকে প্রাথমিক চিকিৎসার জন্য রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ তাঁর ‘প্রেমিক’ তামাল লেটের বাড়িতে হানা দিয়ে তাঁর দিদি সরস্বতীকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রের খবর, শিবদাসপুরের ঠাকুরপাড়ার বাসিন্দা, পেশায় রিকশাচালক মুন্সি লেটের চার মেয়ের মধ্যে সোহাগি বড়। বয়স বছর কুড়ি। বছর তিনেক আগে ময়ূরেশ্বরে তাঁর বিয়ে হয়। মাস তিনেক পরেই তিনি স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে আসেন। পরে তাঁর সঙ্গে লেটপাড়ার তামালের পরিচয় ও ঘনিষ্ঠতা। ১৬ জানুয়ারি দু’জনে মেলা দেখার নাম করে বেরোন।
বিস্তারিত...
কলেজ নির্বাচন নিয়ে মহকুমা স্তরে বৈঠক শুরু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
আগামী ১৭ ফেব্রুয়ারি নদিয়ার ১৭টি কলেজে ছাত্র সংসদ নির্বাচন। আগের বারের মতোই এ বারও একই দিনে জেলার কলেজগুলিতে নির্বাচনের দিন ফেলা হয়েছে। জেলার মোট কলেজ অবশ্য ১৯টি। তবে দু’টি কলেজ নতুন বলে সেখানে এ বার ভোট হবে না। এই বছরে জেলার একের পর এক কলেজে ছাত্র সংঘর্ষ হয়েছে। তার জেরে পঠনপাঠন ব্যাহত হয়েছে। উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কে কোন কলেজ দখল করবে, তা নিয়ে দ্বন্দ্বের চোরা স্রোত জেলার রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। অতিরিক্ত জেলা শাসক শ্রীকুমার চক্রবর্তী বলেন, “শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করার জন্য আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়াও আমরা সমস্ত ছাত্র সংগঠন ও কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকে নিয়ে এক দফা বৈঠকও করেছি। এখন মহকুমা স্তরে সেই বৈঠক শুরু হয়েছে। জেলা স্তরে আবার আমরা পরে এমন বৈঠক করব।” বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের জেলা সম্পাদক কৌশিক দত্তের বক্তব্য, “গত বছরও একই দিনে এই ভাবেই জেলার কলেজগুলিতে ভোট হয়েছিল। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই ভোটে যে কলেজে যাঁরা জিতেছিলেন, এখন যদি দেখেন, তা হলে মেলাতে পারবেন না।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দিনভর সুভাষ-স্মরণ
কবিতা-কাণ্ডে
অধরা অভিযুক্ত
দক্ষিণবঙ্গ
নিরাপত্তা হারানোর
আতঙ্কে বারাসত
স্কুলে অচলাবস্থা, দু’মাস
বেতনও বন্ধ শিক্ষকদের
বর্ধমান
পুলিশের উপরে হামলায
অভিযুক্ত তৃণমূল কর্মী ধৃত
মালগাড়ির রেক থেকে চুরি
যাচ্ছে কয়লা, দাবি পুলিশের
পুরুলিয়া
সারেঙ্গায় ধসা রোগ,
ক্ষতি আলু চাষে
অস্বাভাবিক আচরণ,
হাসপাতালে এক
পরিবারের ৯ জন
মুর্শিদাবাদ
রিকশা-হকারে
‘দখল’ বহরমপুর
অন্ধকার শ্মশানে
অবাধ মদের ঠেক
মেদিনীপুর
প্রাণি-সম্পদ দফতর
ঢেলে সাজার উদ্যোগ
পুলিশ আরও সক্রিয় হোক,
রেলশহরে দাবি সর্বস্তরেই
কলকাতা
২৫.৬/১১.৩
আজকের দিনে
• ২০১১:
শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী
ভীমসেন যোশীর মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.