উত্তরবঙ্গ |
উত্তরবঙ্গে দুই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু, আইন বদলের ভাবনা মদনের |
|
পীযূষ সাহা, গাজল: একই দিনে দু’টি পৃথক দুর্ঘটনায় উত্তরবঙ্গের দুই জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। মালদহের গাজল থানা এলাকায় সকাল ৭টা নাগাদ বড় দুর্ঘটনাটি ঘটে। সেখানে তীব্র গতিতে ছুটে আসা একটি ট্রাক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাসের পেটে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। জখম হয়েছেন ৪৯ জন যাত্রী। তাঁদের মধ্যে ১৮ জনকে মালদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। |
|
দিনভর সুভাষ-স্মরণ |
নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গ জুড়ে পালিত হল নেতাজি জন্মজয়ন্তী। সোমবার সকাল থেকেই উত্তরবঙ্গের ছয় জেলা দার্জিলিং কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সর্বত্রই সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা নানা অনুষ্ঠানের আয়োজন করেন। নেতাজি মূর্তিতে মাল্যদান ছাড়াও ট্যাবলো সহ শোভাযাত্রা বের হয়। শিলিগুড়ির সুভাষপল্লিতে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। |
|
|
দলবাজির অভিযোগ |
কংগ্রেসের আন্দোলন |
|
কাজ থমকে কোচবিহারে |
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
‘চিন্তা’ চা-বলয়, আবার জেলা সম্পাদক মানিক |
|
নিলয় দাস, ফালাকাটা: দলের কাছে আর্জি জানিয়েও দায়িত্ব থেকে ‘অব্যাহতি’ পেলেন না মানিক সান্যাল। ফের সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক হলেন ৭৮ বছর বয়সী নেতা। এই নিয়ে সাত বার ওই দায়িত্ব পেলেন তিনি। সিপিএম সূত্রের ব্যাখ্যায়, ডুয়ার্সের চা-বলয়ে শ্রমিকদের মধ্যে দলীয় ‘প্রভাব’ কমছে, এই ‘উপলব্ধি’ থেকেই এমন সিদ্ধান্ত। চা-শ্রমিকদের দাবি আদায়ে এক সময় লাগাতার আন্দোলন করার অভিজ্ঞতা সম্পন্ন মানিকবাবু ছাড়া এই মুহূর্তে ‘পরিস্থিতি’ সামাল দিতে সক্ষম কোনও ‘সর্বসম্মত বিকল্প’ মেলেনি। |
|
কবিতা-কাণ্ডে অধরা অভিযুক্ত |
নিজস্ব সংবাদদাতা, শামুকতলা: ছোট চৌকিরবস গ্রামের গৃহবধূ কবিতা দেবনাথের উপর অত্যাচারের ঘটনার মূল অভিযুক্ত সুভাষ দেবনাথ গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বর্তমানে তিনি আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আজ, মঙ্গলবার ওই গ্রামে গিয়ে ঘটনার সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেবে সিপিএমের একটি প্রতিনিধি দল। গত ১০ জানুয়ারি বাড়ির সুপারি বিক্রির অভিযোগে ওই বধূর উপর শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার চালান বলে অভিযোগ। |
|
|
সারানো হচ্ছে লকগেট |
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|